/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Rishabh-Pant-1.jpg)
নজরে পন্থ (টুইটার)
নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করে দিলেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে কাঁধে চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। তাঁর চোট করে সারবে তা এখনও নিশ্চিত নয়। এমআরআই স্ক্যানে জানা গিয়েছে, কাঁধের সংযোগস্থলে গ্রেড-টু ইনজুরি হয়েছে। আপাতত তাঁর কাঁধে বাড়তি চাপ না দেওয়ার জন্য স্লিং ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বেশ কিছুদিন বিশ্রামের প্রয়োজন তাঁর। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবেন তিনি।
তাঁকে বাইরে রেখেই ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করলেন নির্বাচকরা। ধাওয়ানের পরিবর্তে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করা হল টি২০-তে। ওয়ান ডে-তে ধাওয়ানের বদলি হচ্ছেন পৃথ্বী শ।
NEWS: India’s ODI squad against New Zealand announced: Kohli (C), R. Sharma (VC), P. Shaw, Rahul, Shreyas, M. Pandey, Pant (WK), S. Dube, Kuldeep, Chahal, Jadeja, Bumrah, Shami, Saini, S. Thakur, Kedar
Dhawan ruled out of T20I and ODI series. Details - https://t.co/lw5gZey833pic.twitter.com/5ATv8QTLLe
— BCCI (@BCCI) 21 January 2020
আরও পড়ুন বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়, কাঁধের চোটে মাঠের বাইরে তারকা
ব্যাট হাতে হোক বা উইকেটকিপিংয়ে ঋষভ পন্থ টানা ব্যর্থ হয়েছেন। তবে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ম্যাচে কনকাশনের শিকার হওয়ায় বাকি দু-ম্যাচ খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে পার্টটাইম উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুল সফল। ভবিষ্যতেও লোকেশকে উইকেটকিপিংয়ে দেখা যাবে, এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং কোহলি। ওয়ানডে ম্যাচে আপাতত নিজের জায়গা কার্যত হারিয়েছেন ঋষভ। টি২০তেও সঞ্জু স্যামসনকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করে পন্থকে বার্তা দিলেন নির্বাচকরা, এমনটাই বলছে ক্রিকেট মহল।
ভারতের ওয়ানডে স্কোয়াড- বিরাট কোহলি, রোহিত শর্মা, পৃথ্বী শ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
আরও পড়ুন আইপিএলে ফর্মে ফিরতে রাঁচির বিখ্যাত জায়গায় ধোনি, ফাঁস ছবি
ভারতের টি২০ স্কোয়াড- বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং কেদার যাদব
Read the full article in ENGLISH