Advertisment

ফেডেরারের বিরুদ্ধে গ্র্য়ান্ড স্ল্য়াম অভিষেক নাগালের, ম্য়াচ হেরেও হৃদয় জিতলেন ভারতীয়

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বিশ্বের তিন নম্বরের কাছে নাগালকে হারতে হলো ঠিকই। কিন্তু গ্র্য়ান্ড স্ল্য়াম অভিষেকেই চমকে দিলেন মহেশ ভূপতির শিষ্য়। হেভিওয়েট টুর্নামেন্টে ছাপ রাখলেন নিজের।

author-image
IE Bangla Web Desk
New Update
Indias Sumit Nagal lost grand slam debut match agianst federar but wins heart

ফেডেরারে বিরুদ্ধে গ্র্য়ান্ড স্ল্য়াম অভিষেক নাগালের, ম্য়াচ হেরেও হৃদয় জিতলেন ভারতীয় (ছবি-টুইটার/স্টার স্পোর্টস)

দিন তিনেক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন হরিয়ানার বছর বাইশের ছেলে সুমিত নাগাল। যুক্তরাষ্ট্র ওপেনে যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের এই তরুণ প্রতিভা। আর এখানেই শেষ নয়, প্রথম রাউন্ডেই তাঁর মুখোমুখি হওয়ার কথা স্বয়ং টেনিস কিংবদন্তি রজার ফেডেরার।

Advertisment

মঙ্গলবার অর্থাৎ আজ, নাগাল যুক্তরাষ্ট্র ওপেনে মুখোমুখি হলেন ফেডেরারের। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বিশ্বের তিন নম্বরের কাছে নাগালকে হারতে হলো ঠিকই। কিন্তু গ্র্য়ান্ড স্ল্য়াম অভিষেকেই চমকে দিলেন মহেশ ভূপতির শিষ্য়। হেভিওয়েট টুর্নামেন্টে ছাপ রাখলেন নিজের। ফেডেরার এদিন ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬ সেটে জিতলেন ঠিকই। কিন্তু প্রথম সেটটাই তাঁকে নাগালের কাছে খোয়াতে হয়েছিল।

আরও পড়ুন: স্বপ্নের গ্র্যান্ড স্ল্যাম অভিষেকে নাগালের প্রতিদ্বন্দ্বী ফেডেরার

নাগালের তারিফ করতেই হবে। একবারের জন্য়ও তিনি ভাবেননি যে, তাঁর সামনে দাঁড়িয়ে আছেন টেনিসের সর্বকালের অন্য়তম সেরা। আর তিনি নিজে একেবারেই নবিশ। প্রথম সেটেই নাগাল চেপে ধরেন ফেড-এক্সকে। ৪-৬ সেটে জিতে  নেন নাগাল। দুরন্ত ডিফেন্সিভ খেলে নাগাল বুঝিয়ে দেন তিনি স্বপ্ন দেখাতে এসেছেন কোর্টে। অন্য়দিকে ফেডেরার একাধিক আনফোর্সড এরর করে বসেন এই সেটে।

-->

দ্বিতীয় সেটেই ২০ বারের গ্র্য়ান্ড স্ল্য়াম জয়ী অবতীর্ণ হন স্বমহিমায়। এরপর আর নাগালকে খুঁজে পাওয়া যায়নি। ফেডেরারে পাল্টা আক্রমণে তিনি আর দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ম্য়াচ অনায়াসে তালুবন্দি করে নেন নাগাল। প্রাক্তন জুনিয়র উইম্বলডন চ্য়াম্পিয়ন নাগাল প্রথম ভারতীয় হিসাবে গ্র্য়ান্ড স্ল্য়াম চ্য়াম্পিয়নের ইতিহাসের প্রথম সেট খেললেন ফেডেরারের বিরুদ্ধে।

Read full story in English

Roger Federer
Advertisment