Advertisment

ব্যাটে ফের ব্যর্থ কোহলি, ইনিংস হার বাঁচাতে লড়ছে ভারত

ভারত প্রথম ইনিংসে ১৬৫ তোলার পরে দ্বিতীয় দিনের শেষেই নিউজিল্যান্ড ৫১ রানের লিড নিয়ে ফেলেছিল। ৮৯ করেছিলেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

ফের ব্যাটে ব্যর্থ বিরাট (টুইটার)

ওয়েলিংটন টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের সামনে হারের ভ্রুকুটি। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ১৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে। ফের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এদিন ৪৩ বলে ১৯ রান করে বোল্টের বলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

Advertisment

ব্যাট হাতে মায়াঙ্ক আগারওয়ালের হাফসেঞ্চুরি (৫৮) বাদে বাকিরা একদমই ব্যর্থ। পৃথ্বী শ (১৪), চেতেশ্বর পূজারা (১১), বিরাট কোহলি (১৯), মায়াঙ্ক প্রত্যেকেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ভারতের সামনে হার বাঁচানোর দায়িত্ব এখন রাহানে ও হনুমা বিহারীর উপরে। রাহানে ১৩ রানে ও হনুমা বিহারী ৯ রানে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে ভারত এখনও ৩৯ রানে পিছিয়ে। রানের এই ঘাটতি পূরণ করে বাকি ছয় উইকেটে ভারত কতদূর এগোতে পারে চতুর্থ দিনে, সেটাই আপাতত দেখার।

আরও পড়ুন টানা ৪৮ ওভারে ০ উইকেট! সংশয়ে বুমরার আন্তর্জাতিক কেরিয়ার

তার আগে বল হাতেও ভারতের প্রত্যাবর্তনের স্বপ্ন এদিন ধাক্কা খেল। বল হাতে ভারতীয় ইনিংসকে ভাঙার পর ব্য়াট হাতেও ভেলকি দেখিয়ে গেলেন কাইল জামেসন। অষ্টম উইকেটে কলিন গ্র্যান্ডহোমেরর সঙ্গে ব্যাট হাতে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে গেলেন তিনি। জামেসনের ৪৫ বলে ৪৪ এবং ট্রেন্ট বোল্টের ২৪ বলে ৩৮ রান নিউজিল্যান্ডের ইনিংসকে ৩৪৮ পর্যন্ত টেনে নিয়ে গেল। কলিন গ্র্যান্ডহোম করে গেলেন ৪৪ রান রান। এঁদের দাপটই প্রথম ইনিংসেই ভারত পিছিয়ে পড়ল ১৮৩ রানে।

গতকাল ৫১ রানের লিড নিয়েছিল কিউয়িরা। ক্রিজে ব্যাটিং করছিলেন ওয়াটলিং ও কলিন গ্র্যান্ডহোম। তৃতীয় দিন শুরুতেই ২০ বলের ব্য়বধানে জোড়া ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিল ভারত। ওয়াটলিং ও সাউদি ফিরে যাওয়ার পরে ২২৫-৭ হয়ে গিয়েছিল ব্ল্য়াক ক্যাপসরা।

আরও পড়ুন ধোনির অবসরের পরে সিএসকের নেতৃত্বে কে! উঠল চার তারকার নাম

সেখান থেকে লোয়ার অর্ডার একপ্রস্থ চাপে রেখে দেয় ভারতকে। জামেসন, কলিন গ্র্যান্ডহোম এবং ট্রেন্ট বোল্ট স্কোরবোর্ডে আরও রান যোগ করে ভারতকে চাপে রাখার কাজ করে যান। জামেসনের ৪৪ নিউজিল্য়ান্ডের অভিষেককারী নয় নম্বর ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান।

ভারতের বোলিং নিয়ে দুঃশ্চিন্তা থাকছেই। এদিন দিনের প্রথম ৫ ওভারে মহম্মদ শামি খরচ করলেন ২৫ রান। টেস্ট সিরিজে বল হাতে শামি এখনও সেভাবে দাগ কাটতে পারেননি। সঠিন লাইন লেংথ এখনও খুঁজে চলেছেন তিনি।

ইশান্ত শর্মা একা ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংস শেষ করলেন। ইশান্তের পাশাপাশি ভারতের স্বান্ত্বনা পুরস্কার একটাই। বিজে ওয়াটলিংকে আউট করলেন বুমরা। নিউজিল্য়ান্ডে উইকেট খরা কাটালেন তিনি।

New Zealand Test cricket
Advertisment