INDvWI 2nd ODI: আগামিকাল বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলির দলের কাছে এটা ডু-অর-ডাই ম্য়াচ।
গত ম্য়াচে আট উইকেটে জিতে কায়রন পোলার্ডরা সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন। এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে জিততে পারলেই সিরিজ তাদের পকেটে চলে আসবে।
ভারতে খেলতে আসার আগে আফগানিস্তানকে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে জিততে পারলে কায়রন পোলার্ড টি-২০ ফ্রিলান্সার থেকে নিজেকে নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
আরও পড়ুন-স্মৃতি মন্ধনাকে নিয়েই আইসিসি বছরের সেরা ওয়ানডে ও টি-২০ দল করল
#TeamIndia all geared up for the must win game against West Indies tomorrow.#WIvIND pic.twitter.com/hpgTwTxFmX
— BCCI (@BCCI) December 17, 2019
পোলার্ডদের চ্য়ালেঞ্জ হবে ভারতের টপ অর্ডারকে থামানো। কেএল রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলি রয়েছেন দুরন্ত ফর্মে। চিপকে গত ম্য়াচে তাঁরা রান পাননি ঠিকই। ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ারের বৈতরণী পার করিয়ে ভারতকে ২৮৭ রান তুলতে সাহায্য় করেন।
চিপকের মন্থর গতির পিচের তুলনায় বিশাখাপত্তনমে পিচ অনেক ভাল। এখানে পার স্কোরই ৩০০-র ওপর। পঞ্চম বোলারকে খেলানোর একটা সুযোগ থাকছে। ভারতের বোলিং চিন্তায় রাখবে। জসপ্রীত বুমরার না-থাকাটা এই ফর্ম্য়াটে বিরাট ফ্যাক্টর। কিন্তু চেন্নাইতে স্পিনাররা ও দাঁড়াতে পারেননি। জাদেজাকে ১০ ওভারে ৫৮ রান হজম করতে হয়েছিল। কুলদীপ যাদব দিয়েছিলেন ৪৫ রান।
Look who's here ???????? pic.twitter.com/Ex7aknjDBn
— BCCI (@BCCI) December 17, 2019
চেন্নাইয়ের দুই সেঞ্চুরিকারী শিমরন হেটমায়ার ও শেই হোপের থেকে সাবধানে থাকতে হবে কোহলিদের। দু'জনেই ক্ষমতা রাখেন ম্য়াচের মোড় ঘুরিয়ে দেওয়ার। তাঁদের আটকানোর জন্য় শিবম দুবেকে হয়তো ভারত ব্য়বহার করতে চাইবে না। আট ওভার বল করা শিবম ৬৮ রান হজম করেছিলেন। বোঝাই যাচ্ছে তাঁর পরিণত হতে সময় লাগবে এখনও।
আরও পড়ুন-কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া ক্রিকেটার এবার চাহালকে নিয়ে করলেন চাঞ্চল্য়কর মন্তব্য়
আগামিকাল ভারতের প্রথম একাদশের দিকে চোখ থাকবে। ময়াঙ্ক আগরওয়াল, মণীশ পাণ্ডেরা রয়েছেন রিজার্ভে। কিন্তু কেদার যাদব গত ম্য়াচে ছাপ রেখেছেন। মণীশকে হয়তো থাকতে হবে রিজার্ভেই। অন্য়দিকে পঞ্চম বোলার হিসাবে শার্দূল ঠাকুর বা যুজবেন্দ্র চাহালের মধ্য়ে কারোর কথা ভাবতে পারে ভারত। এনারা যদি খেলেন তাহলে ভারত দুই অলরাউন্ডারের (জাদেজা-দুবে) মধ্য়ে যে কোনও একজনকে বসাবেই।
Read full story in English