IND W vs SA W Latest Update: রিচার আগে কেন আমনজ্যোৎ? হরমনপ্রীতকে 'তুলোধনা' ভারতীয় সমর্থকদের

IND W vs SA W: ইতিমধ্যে জমে উঠেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে। দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে ২৯৯ রান করতে হবে।

IND W vs SA W: ইতিমধ্যে জমে উঠেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে। দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে ২৯৯ রান করতে হবে।

author-image
Koushik Biswas
New Update
Amanjot Kaur and Richa Ghosh

আমনজ্যোৎ কৌর এবং রিচা ঘোষ

IND W vs SA W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমেছে ভারত (Indian Women Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা। রবিবার নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। টিম ইন্ডিয়ার ব্যাটিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে। এই এই ম্য়াচে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের একটি সিদ্ধান্ত ইতিমধ্যে সমালোচনার ঝড় তুলেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন রিচা ঘোষের (Richa Ghosh) আগে আমনজ্যোৎ কৌরকে (Amanjot Kaur) ব্যাট করতে পাঠানো হল?

Advertisment

IND W vs SA W Live Cricket Score, Final: শেষ হল টিম ইন্ডিয়ার ব্যাটিং, কত রান করল ভারত?

সিদ্ধান্ত মানতে পারেননি সমর্থকরা

অধিনায়ক হরমনপ্রীত কৌর যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, সেইসময় ১০ ওভারেরও কম খেলা বাকি ছিল। আর ভারতীয় ক্রিকেট দলও দাঁড়িয়ে ছিল যথেষ্ট শক্তি ভিতের উপর। এই পরিস্থিতিতে শুধুমাত্র রানের গতি বাড়ানো দরকার ছিল। এমন একটা জায়গায় যে রিচা ঘোষকে ব্যাট করতে পাঠানো হবে, সেটাই স্বাভাবিক ছিল। কারণ তাঁর মধ্যে বাউন্ডারি হাঁকানোর যথেষ্ট ক্ষমতা রয়েছে। এমনকী, ইনিংসও শেষ করতে পারেন তিনি। কিন্তু, ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট রিচার পরিবর্তে আমনজ্যোৎ কৌরকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে মেনে নিতে পারেননি।

Advertisment

Smriti Mandhana Record: বিশ্বকাপ ফাইনালে মহা রেকর্ড স্মৃতি মান্ধানার, আনন্দে উল্লসিত টিম ইন্ডিয়া

এই ম্য়াচে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিয়েছে। তবে রিচাকে আমনজ্যোতের পর ব্যাট করতে নামানোর সিদ্ধান্তকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে ভালভাবে গ্রহণ করতে পারেননি। গোটা টুর্নামেন্ট জুড়ে টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার দুর্দান্ত ছন্দে ছিলেন। এমনকী, লিগ পর্যায়ে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৯২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সেইদিক থেকে ফাইনাল ম্য়াচে এমন সিদ্ধান্ত সবাইকে কার্যত স্তম্ভিত করেছে।

Richa Ghosh World Cup Journey: বোর্ডের পরীক্ষা না দিয়ে খেলতে গিয়েছিলেন ম্যাচ, জানুন শিলিগুড়ির মেয়ের সাফল্যের গল্প

সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছে সমালোচনার বন্যা। এক্স প্ল্যাটফর্মে একজন লিখেছেন, 'রিচার আগে এমন একটা সময় আমনজ্যোৎকে ব্যাট করতে পাঠানো হল, যখন আর মাত্র ১০ ওভার খেলা বাকি ছিল। এই সিদ্ধান্তটা একেবারে গৌতম গম্ভীরের মতো।' অপর একজন লিখেছেন, 'অমল মজুমদার আসলে একজন ভীতু কোচ। সেকারণে হরমনপ্রীতের উইকেটের পর রিচা ঘোষকে পাঠানোর সাহস দেখাতে পারেননি। অত্যন্ত রক্ষণাত্মক ক্রিকেটের একটা উদাহরণ।'

Amanjot Kaur Richa Ghosh Indian Women Cricket Team IND W vs SA W