আছেন বিদেশে, কিন্তু তাঁর মন পড়ে রয়েছে দেশে। বাইশ গজে এই মুহূর্তে তিনি রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্য়াপ্টেন্সি সামলাচ্ছেন। আইপিএলের ব্য়স্ত শিডিউলের ফাঁকেও দেশে ঘটে যাওয়া অন্য়ায়ের বিরুদ্ধে সুদূর সংযুক্ত আরব আমিরশাহি থেকে গর্জে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে সোচ্চার হলেন কোহলি।
এ প্রসঙ্গে টুইটারে আরসিবি অধিনায়ক লিখেছেন, ”হাথরসে যা ঘটেছে তা অমানবিক, নিষ্ঠুরতার ঊর্ধ্বে। আশা করি, এই জঘন্য় অপরাধের অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে”।
What happened in #Hathras is inhumane and goes beyond cruelty. Hope the culprits of this heinous crime will be brought to justice. #JusticeForManishaValmiki
— Virat Kohli (@imVkohli) September 29, 2020
আরও পড়ুন: IPL 2020: আগুনে পোলার্ড-ঈশান, তবু টাই ম্যাচে মুম্বইকে হারিয়ে বাজিমাত কোহলিদের
প্রসঙ্গত, এদিন নয়াদিল্লির হাসপাতালে মৃত্য়ু হয়েছে গণধর্ষিতার। গত ১৪ সেপ্টেম্বর উঁচুজাতের ৪ যুবক এক নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ধর্ষণের পাশাপাশি তার উপর চরম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতার জিভ কাটা ছিল। পাশাপাশি তার মেরুদণ্ডে চোট লাগে। সেইসঙ্গে শরীরে আরও একাধিক ক্ষতচিহ্ন মেলে। ১৫ দিন আগে নির্যাতিতাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ এসসিএসটি আইনে মামলা রুজু করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন