Advertisment

টেস্টের ইতিহাসে প্রথম বদলি, স্মিথের জায়গায় খেলবেন লাবুশানে

চোট পাওয়ার পর ফিরে আসেন ৪০ মিনিট পরে। তবে ফিরে এসে নিজের সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। খেলেন ৯২ রানের ইনিংস। টানা তিন সেঞ্চুরি হাতছাড়া হয় তার।

author-image
IE Bangla Web Desk
New Update
Injured steve smith to be replaced by marnus labuschagne, first time in cricket history ever

স্মিথের জায়গায় খেলবেন লাবুশানে।

দ্বিতীয় অ্যাসেজের চতুর্থ দিনেই ঘটে গেছিলো অঘটন। জোফরা আর্চারের দেড়শো কিমির এক মরণ বাউন্সার আছড়ে পড়েছিল স্টিভ স্মিথের ঘাড়ে। মাঠেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কায় কেঁপে উঠেছিল ক্রিকেট বিশ্ব।প্রাথমিক শুশ্রূষা নিয়ে ড্রেসিংরুমে ফিরে গেছিলেন স্মিথ।

Advertisment

প্রথম অ্যাসেজ টেস্টে জোড়া সেঞ্চুরি করে স্মিথ লর্ডস টেস্টেও ভরসা জোগাছিলেন একা। ব্যক্তিগত তখন ৮০ রানে তখন ক্রিজে ছিলেন।চোট পাওয়ার পর ফিরে আসেন ৪০ মিনিট পরে। তবে ফিরে এসে নিজের সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। খেলেন ৯২ রানের ইনিংস। টানা তিন সেঞ্চুরি হাতছাড়া হয় তার।

তবে পঞ্চম দিন জানা যায় চোট পাওয়ায় আর ব্যাটিং করতে পারবেন না স্মিথ। তার বদলে লাবুশানে ব্যাটিং করবেন। লাবুশনেই টেস্টের ইতিহাসে প্রথম পরিবর্ত ক্রিকেটার হতে চলেছেন।

চলতি বছরের জুলাইয়েই আইসিসির তরফে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। কোনো ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছাড়লে তার পরিবর্ত ক্রিকেটার ব্যাটিং বা বোলিং করতে পারবেন। এর আগে পরিবর্ত ক্রিকেটার কেবল ই ফিল্ডিং করতে পারতেন। ওই নিয়ম চালু হওয়ার পর এই প্রথম বলের আঘাত পেয়ে মাঠ ছাড়া স্মিথ পঞ্চম দিন আর মাঠে নামতে পারবেন না। লাবুশানে যদি ব্যাটিং করেন তবে তিনিই হবেন ক্রিকেটের প্রথম বদলি ক্রিকেটার।

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে আসেজের তৃতীয় টেস্টে স্মিথের খেলা নিয়েও সন্দেহে রয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রোববার সকালে মাথা এবং কাধের ব্যথা অনুভব করছেন স্মিথ ঘুম থেকে ওঠার পর। সকালেই তারপর কিছু চেক আপ করা হয়। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি খেলতে পারবেন না।

তবে অজি টিম ম্যানেজমেন্ট স্মিথকে তৃতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

Cricket Australia Steve Smith
Advertisment