Advertisment

ISL-এ সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি! এমন সুপারস্টারেরই বাগান থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল

এএফসি কাপ খেলার সময় গোকুলাম ম্যাচে চোট পান তিরি। রিকভারি হয়ে ফিরতে ফিরতে জানুয়ারি হয়ে যাবে তারকার।

author-image
Subhasish Hazra
New Update
NULL

টানা তিন মরশুম ধরে এটিকে মোহনবাগান রক্ষণের অতন্দ্র প্রহরী। আইএসএলের অন্যতম সেরা সেন্ট্রাল।ডিফেন্ডার হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন। সেই হোসে লুইস এস্পিওনসা আরেও ওরফে সমর্থকদের প্রিয় তিরিকে আর সবুজ মেরুন জার্সিতে দেখতে পাওয়া যাবে না। এএফসিতে গোকুলাম ম্যাচেই সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্লাবের হয়ে।

Advertisment

গোকুলাম ফরোয়ার্ড লুকা মাজসেনকে ট্যাকল করতে।গিয়ে চোট পান তারকা। প্রবল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ৩৯ মিনিটে। প্ৰথমে বলা হচ্ছিল সাত সপ্তাহের জন্য ছিটকে।গিয়েছেন তারকা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ইমামি-ঘোষণার ২৪ ঘন্টা পরেই ইস্টবেঙ্গলে ঢাকার প্রতিনিধিরা! ক্লাবে চলছে কোন অঙ্ক

তবে সূত্রের খবর, এসিএল টিয়ারের কারণে তারকার অস্ত্রোপচার এবং রিকভারি সমেত ফিরতে ফিরতে আগামী বছরের জানুয়ারি পেরিয়ে যাবে। এএফসি গ্রুপ পর্ব শেষে তিরি মাদ্রিদে পৌঁছে গিয়েছেন। নিজের দেশেই অস্ত্রোপচারের পর রিহ্যাব সারবেন তারকা। মাঠে ফিরবেন সেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে।

publive-image

জানা যাচ্ছে সেপ্টেম্বরে আইএসএল শুরু হলে কার্যত গোটা আইএসএলেই পাওয়া যাবে না স্প্যানিশ স্টপারকে। সেই জন্য ছেড়ে দেওয়া হবে তারকাকে। তাঁর বদলে সবুজ মেরুন কর্মকর্তারা ইতিমধ্যেই বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালু করে দিয়েছেন।

আরও পড়ুন: ইস্ট-মোহনে খেলা সুপার ফরোয়ার্ড এবার টালিগঞ্জে! ঝড় উঠবে আসন্ন কলকাতা লিগে

আতলেতিকো মাদ্রিদের বি দলের হয়ে পাঁচ বছর খেলা তিরি আইএসএলের বিদেশিদের মধ্যে সর্বাধিক ম্যাচ খেলেছেন। ২০১৬-য় এটিকের চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন। এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে চার বছরে খেলেছেন মোট ৪৯টি ম্যাচ।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল অফার প্রত্যাখ্যান ISL স্বপ্নে শান দিতে! বড় দলের ডাকের অপেক্ষায় রাজমিস্ত্রি-পুত্র মনোতোষ

সংযুক্তির পরে এটিকে মোহনবাগানে ফেরার আগে জামশেদপুর এফসির হয়ে খেলেছেন চার বছর। এমন অভিজ্ঞ ডিফেন্ডারকে হারানো রীতিমতো বড় ধাক্কা ফেরান্দোর বাগানে।

ডেভিড উইলিয়ামস আসন্ন মরশুমে খেলবেন মুম্বই সিটি এফসির হয়ে। তার জায়গায় ভালো মানের সেন্ট্রাল ফরোয়ার্ডের সন্ধান করছে এটিকে মোহনবাগান শিবির। রয় কৃষ্ণের কাছে আসন্ন মরশুমে একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে। মুম্বই সিটি এফসি তো বটেই ইস্টবেঙ্গলের তরফেও বাজিয়ে দেখা হচ্ছে তারকাকে।

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment