Yashasvi Jaiswal injury: আবারও খারাপ খবরের সাক্ষী হলেন যশস্বী জয়সওয়াল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে একদম শেষ মুহূর্তে। প্রাথমিকভাবে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। তাঁর জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বরুণ চক্রবর্তীকে।
জাতীয় দলের বাইরে থাকা যশস্বীর ঘরোয়া ক্রিকেটে খেলার কথা ছিল মুম্বইয়ের হয়ে। রঞ্জির সেমিতে। তবে সেখানেও খেলতে পারবেন না তিনি। ভারতের উদীয়মান ক্রিকেট তারকা যশস্বী জয়সওয়াল রানজি ট্রফির সেমিফাইনাল থেকেও ছিটকে গেলেন গোড়ালির চোটের কারণে।
মুম্বই দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। চোটের বিস্তারিত বিবরণ বা পুনরুদ্ধারের সময়সীমা সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে সম্প্রতি মুম্বই দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে দেখা গিয়েছিল। তবে তিনি রণজি ট্রফির সেমিফাইনালে খেলবেন না।
আর মাত্র তিনদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। সেখানেই খেলতে দেখা যাবে হিটম্যানকে। রোহিত দীর্ঘদিন রান খরার মধ্যে কাটানোর পর শেষমেশ সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিধ্বংসী শতরান করে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন।
যাইহোক, মুম্বই দল বর্তমানে সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যশস্বীর দ্রুত সুস্থতা কামনা করছে। দলটি তার অনুপস্থিতি মোকাবিলা করে সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।