পাকিস্তানি শুটারদের আসন্ন আইএসএসএফ বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য ভিসা দিতে অস্বীকার করল ভারত। এ ঘটনা মোটেই ভাল চোখে নেয়নি বিশ্ব ওলিম্পিক সংস্থা। ভবিষ্যতে ভারতের যে কোনও রকম প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে যে কোনও রকম আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। শুধু তাই নয়, নয়া দিল্লির শুটিং প্রতিযোগিতা অলিম্পিক যোগ্যতা প্রত্যাহার করে নিয়েছে আইওসি। শনিবার থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লসনে আইওসি-র উচ্চপর্যায়ের বৈঠক বসে। সে বৈঠকের পর এক বিবৃতি জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। বিবৃতিতে বলা হয়েছে, দুই পাকিস্তানি প্রতিযোগীকে টুর্নামেন্টে অংশ নিতে না দেওয়ার ভারতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৫মিটার র্যাপিড ফায়ার পিস্তল শুটিং প্রতিযোগিতার অলিম্পিক যোগ্যতামান প্রত্যাহার করে নেওয়া হল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬১টি দেশের যে ৫০০ অ্যাথলিট ইতিমধ্যেই ভারতে পৌঁছেছেন, তাঁদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলওয়ামার জঙ্গি হামলার জেরে দুই পাকিস্তানি শুটার জি এম বশির এবং খালিল আহমেদের ভিসা দেয়নি ভারত। অলিম্পিক সংস্থা জানিয়েছে ভারত সরকার যতদিন না অলিম্পিক সনদ মেনে চলার লিখিত প্রতিশ্রুতি দেয়, ততদিন পর্যন্ত তারা কোনও রকম অলিম্পিক সংক্রান্ত প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না।
এর আগে গত বছর নভেম্বর মাসে ভারত দিল্লিতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে কসোভোর এক বক্সারকে ভিসা দিতে অস্বীকার করে। সে বারও ভারত অলিম্পিক সনদ অমান্য করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। অলিম্পিক সনদের ৪৪ নং ধারায় বলা রয়েছে, প্রতিটি জাতীয় অলিম্পিক কমিটি (এক্ষেত্রে ভারতীয় অলিম্পিক সংস্থা) "কেউ যাতে জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক বা অন্য কোনও কারণে বৈষম্যের শিকার না হন, তা সুনিশ্চিত করবে।"
এ ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার অবস্থান খুবই কঠোর। রিও অলিম্পিকের আগে এরকম ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের নভেম্বর মাসে ইসরায়েলি প্রতিনিধিদের এশিয়ান শুটিম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য কুয়েতের অলিম্পিক যোগ্যতা প্রত্যাহার করে নেওয়া হয়। সম্প্রতি ইজরায়েলিদের ভিসা দিতে অস্বীকার করার জন্য মালয়েশিয়ার ওয়ার্লড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ সংগঠিত করার অধিকার কেড়ে নেওয়া হয়।
আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে ভারতের উপর এই বিধিনিষেধ প্রয়োগ করা হল খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে। ২০২৬ সালের যুব অলিম্পিক, ২০৩০ সালের এশিয়ান গেমস এবং ২০৩২ সালের অলিম্পিক গেমস আয়োজনের দাবিদার ভারত। এ ব্যাপারে যে কোনও রকম আলোচনা প্রক্রিয়াও স্থগিত রেখেছে বিশ্ব অলিম্পিক সংস্থা। এই সিদ্ধান্তের ফলে এ বছরের শেষে যে হকি অলিম্পিক কোয়ালিফায়ার আয়োজিত হওয়ার কথা তা অনিশ্চয়তার মুখে পড়ল। মেঘ দেখা দিয়েছে। মেঘের ছায়া ২০২১ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের উপরেও।