নিউজিল্যান্ড সিরিজে চূড়ান্ত অফ ফর্মে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন পাক ব্যাটসম্যান তথা বর্তমান নির্বাচক ইনজামাম উল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ-হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে কোহলির রান ২, ১৯, ৩, এবং ১৪। গড়, ৯.৫০। তারপরেই নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করছে কোহলির টেকনিক নিয়ে। এই প্রসঙ্গেই নিজের ইউ টিউব চ্যানেলে মুখ খুলেছেন ইনজামাম, "বিরাটের টেকনিক নিয়ে কথা উঠছে দেখে আমি স্তম্ভিত। যে লোকটা ৭০টা আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেলেছে, তার টেকনিক নিয়ে প্রশ্ন ওঠে কী করে?"
ইনজামাম খোলাখুলি বলেছেন, "এক একটা সময় আসে, যখন সব রকম চেষ্টা সত্ত্বেও ব্যাটসম্যানরা রান পায় না। ক্রিকেটে এটা হতেই পারে। মহম্মদ ইউসুফের খুব বড় ব্যাকলিফট ছিল। ব্যাটটা নামত গালি থেকে। ওর অফ ফর্মের সময়ও লোকে টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিল। ওকে তখন আমি বলেছিলাম, 'তোর টেকনিক যদি ভুলই হবে, তাহলে সেই টেকনিক নিয়ে এত রান করলি কী করে?' বিরাটের ফর্ম নিয়ে চিন্তার কিছুই নেই। টেকনিকেও বদল আনার কিছুই নেই। ও দারুণভাবে ফিরে আসবে।"
ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার কপিলদেবের গলায় আবার অন্য সুর। এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, "তিরিশ বছর পেরনোর পর ক্রিকেটারদের 'আইসাইটের' সমস্যা হয়। বল দেখতে অসুবিধা হয়। বিরাটের বয়স এখন ৩১। ইনসুইং বলকে ফ্লিক করে বাউন্ডারিতে পাঠানোটা বিরাটের ব্যাটিংয়ের বৈশিষ্ট্য ছিল। সম্প্রতি কিন্তু ভিতরে-আসা বলে দু'বার আউট হয়েছে। আমার মনে হয় 'আইসাইট' অ্যাডজাস্ট করার উপর বিরাটের নজর দেওয়া উচিত।”
এখানেই থামেননি কপিল। আরও বলেছেন, "কোহলিকে প্র্যাকটিসের সময় বাড়াতে হবে। ১৮-২৪ বছর বয়সের মধ্যে চোখের দৃষ্টি বা 'আইসাইট' সেরা অবস্থায় থাকে। তারপর যদি 'আইসাইটের' ব্যাপারে মনোযোগ না দেওয়া হয়, সমস্যা হতে বাধ্য। সহবাগ হোক বা দ্রাবিড় বা ভিভ রিচার্ডস, সব বড় প্লেয়ারেরই এই সমস্যা হয়েছে একটা সময়। চোখের দৃষ্টির জোর কমে এলে আপনাকে আরও বেশি প্র্যাকটিস করে টেকনিককে আরও জমাট করতে হবে। বলে ব্যাট নামতে ইদানিং দেরি হয়ে যাচ্ছে বিরাটের।"
ইনজামাম ঠিক, না কপিল, সময় বলবে।