Advertisment

অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ? গর্বের দিন বাঙালির

সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, আওএ (ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন)-র সচিব রাজীব মেহতা সৌরভকে চিঠি লিখেছেন শুভেচ্ছাদূত হওয়ার আহ্বান জানিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি, এক্সপ্রেস ফোটো)

চলতি বছরেই অলিম্পিক। আর সেই অলিম্পিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অনুরোধ পৌঁছে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে সরাসরি মহারাজের কাছে অনুরোধ করা হয়েছে। চলতি বছরের জুলাইয়ের ২৪ থেকে আগস্টের ৯ তারিখ পর্যন্ত টোকিওতে বসছে অলিম্পিকের আসর।

Advertisment

সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, আওএ (ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন)-র সচিব রাজীব মেহতা সৌরভকে চিঠি লিখেছেন শুভেচ্ছাদূত হওয়ার আহ্বান জানিয়ে। সেখানে লেখা হয়েছে, "চলতি বছরের অলিম্পিকে ১৪ থেকে ১৬টি স্পোর্টস ক্যাটেগরি থেকে দেশের ১০০ থেকে ২০০ জন অ্যাথলিট অলিম্পিকে অংশ নেবে। সেখানে সিনিয়রের পাশাপাশি প্রথমবার অলিম্পিকে অংশ নিতে চলা ক্রীড়াবিদরা রয়েছেন।"

আরও পড়ুন এই সুন্দরীর সঙ্গেই প্রেমে মজে রবি শাস্ত্রী! ছবিতে ছবিতে রইল লাস্যময়ীর পরিচয়

আরও পড়ুন লজ্জার হোয়াইট ওয়াশ কিউয়িদের! ৫-০ জয় ভারতের

এরপরেই চিঠিতে লেখা হয়েছে, "দেশের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা আপনি। বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে। প্রশাসক হিসেবে আপনি সবসময়ে তরুণ প্রতিভাদের পরিচর্যায় জোর দিয়েছেন। যদি আপনি তরুণ অ্যাথলিটের সঙ্গে থাকেন অলিম্পিকে, সেটা মনোবল বাড়াবে প্রত্যেকের। দেশে অলিম্পিক বিপ্লবেও তা সাহায্য করবে। আশা করছি অলিম্পিকগামী ভারতীয় দলের জন্য় আপনার সমর্থনের হাত বাড়িয়ে দেবেন।"

সৌরভের তরফে এখনও কিছু না জানানো হলেও, তাঁর ঘনিষ্ঠ মহলের ধারনা এই প্রস্তাব ফেরাবেন না ‘মহারাজ’।

প্রসঙ্গত, গত রিও অলিম্পিক্সে ২০১৬ সালে শচীন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, অভিনেতা সালমান খান এবং প্রখ্যাত মিউজিশিয়ান এআর রহমান শুভেচ্ছাদূত হয়েছিলেন। আসন্ন অলিম্পিকে সৌরভ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পরে ভারতের সোনাজয়ের সংখ্যা বাড়ে কিনা, সেটাই আপাতত দেখার।

Indian Olympic Association Sourav Ganguly
Advertisment