Advertisment

আইপিএল ২০১৮: মাথায় পার্পল ক্যাপ তবুও চোখে জল টাইয়ের! কিন্তু কেন?

ম্যাচে নামার আগে প্রিয়জন বিয়োগের খবরে ভারাক্রান্ত ছিল টাইয়ের মন। হারিয়েছেন ঠাকুমাকে। এই শোক বুকে নিয়েও আগুনে বোলিং করলেন অজি পেসার।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2018: Andrew Tye Pays Tribute To His Late Grandmother By Scalping 4 Wickets, Gets

আইপিএল ২০১৮: মাথায় পার্পেল ক্যাপ, চোখে জল টাইয়ের! কিন্তু কেন?

চলতি আইপিএলে সেরা বোলিং পারফরম্যান্স। তবুও চোখে জল অ্যান্ড্রিউ টাইয়ের। ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান খরচ করে পেলেন চার উইকেট। তবুও কান্না বাঁধ মানেনি টাইয়ের। রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের প্রথম ইনিংসের পর ভেঙে পড়লেন টাই।

Advertisment

ম্যাচে নামার আগে প্রিয়জন বিয়োগের খবরে ভারাক্রান্ত ছিল টাইয়ের মন। হারিয়েছেন ঠাকুমাকে। এই শোক বুকে নিয়েও আগুনে বোলিং করলেন অজি পেসার। উমেশ যাদবকে টপকে এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে গেলেন তিনি। ১০ ম্যাচে টাইয়ের ঝুলিতে চলে এল ১৬টি উইকেট। মাথায় উঠল পার্পল ক্যাপ।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: বেগুনি টুপি উমেশের, বোলিংয়ের অনান্য বিভাগে কারা বাজিমাত করলেন?

 টাইয়ের বোলিংয়ের সুবাদেই অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালসকে ১৫৮ রানে বেঁধে রাখতে পেরেছিল  রবিচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন তাঁর বলে ম্যাচের চার নম্বর ওভারে ফিরে যান রাহানে। এরপর ১৯ নম্বর ওভারে টাই নিলেন তিন উইকেট। বেন স্টোকস, জোফ্রা আর্চার ও জয়দেব উনাদকাটকে এক ওভারের মধ্যেই ফেরালেন টাই।

ঠাকুমার স্মরণে হাতে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন টাই। সেখানে লেখা ছিল ‘গ্র্যান্ডমা’। ম্যাচের স্পেলটা তিনি ঠাকুমাকে উৎসর্গ করলেন। যদি টাইয়ের বোলিং শেষ পর্যন্ত কাজে এল না। রাজস্থানের রান তাড়া করতে নেমে ১৫ রানে হেরে গেল পাঞ্জাব। ৭০ বলে ৯৫ করে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। তাঁর ব্যাটে ভর করেও পতন ঠেকাতে পারল না পাঞ্জাব।

IPL 2018
Advertisment