Advertisment

IPL 2018 Final Live Score, CSK vs SRH Live Cricket Score Updates: ওয়াংখেড়েতে ওয়াটসনের তাণ্ডব, চ্যাম্পিয়ন চেন্নাই

IPL 2018 Final Live Cricket Score, CSK vs SRH Live Score: দেখুন আমাদের সঙ্গে আইপিএল ইলেভেনের মেগা ফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IPL 2018 Final Live Score, CSK vs SRH Live Cricket Score Updates: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। বহু প্রতিক্ষীত এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখনই চড়তে শুরু করেছে। এইবারের টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ও কেন উইলিয়ামসনের হায়দরাবাদ সবার আগে প্লে-অফে জায়গা করে নিয়েছিল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এই দুই টিম। প্রতিবারই শেষ হাসি হেসেছে ধোনি অ্যান্ড কোং। স্বভাবতই অ্যাডভান্টেজে সিএসকে। এখনও পর্যন্ত দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। অন্যদিকে সানরাইজার্সের ঘরে ট্রফি এসেছে একবার। বোঝাই যাচ্ছে সন্ধে সাতটা থেকে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে ক্রিকেটবিশ্ব।

Advertisment

Read Live Updates in English

ডিফেন্সিভ বোলিং কতটা পারে তারা? এই প্রশ্নের মুখোমুখি হয়েছিল চেন্নাই আজ। শেষ পর্যন্ত বলতেই হবে, শেষ পাঁচ ওভারে মোটে ৫২ রান দিয়ে সাত উইকেট হাতে থাকা হায়দরাবাদকে বেঁধে রাখল তারা। এনজিদি দুর্দান্ত পারফর্ম করলেন, অসাধারণ শেষ ওভার করলেন শার্দুল ঠাকুর। মাঝের ওভারে কিছুটা তেড়েফুঁড়ে উঠলেও, যতটা মনে হয়েছিল, তার চেয়ে অন্তত ২০ রান কম স্কোর করল হায়দরাবাদ। তবে এই ট্র্যাকে ভুবনেশ্বর-কল ভাল করবেন, সঙ্গে আছেন বিস্ময় বোলার রশিদ খান।

22:43 (IST): আই পি এল ২০১৮ বিজয়ী চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ কে ৮ উইকেটে হারিয়ে

তৃতীয়বার আইপিএল জয় চেন্নাইয়ের, দু বছরের নির্বাসন কাটিয়ে ফিরে এসেই সোজা শীর্ষে। মাত্র ৫৭ বলে ১১৭ রান করে ম্যাচ সম্রাট শেন ওয়াটসন। মনে রাখবেন, প্রথম ১০ বলে একটিও রান করেননি তিনি।

22:40 (IST): চেন্নাই ১৭৭/২, ১৮.২ ওভারে

পুরো চেন্নাই দল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে, রাউডু দু'বল সময় নিলেন। এখন শুধু সময়ের অপেক্ষা।

22:37 (IST): ১৩ রানে চেন্নাইয়ের চাই দু রান, স্কোর ১৭৩/২

ওয়াটসন, ওয়াটসন, ওয়াটসন জপছে গোটা স্টেডিয়াম, ষষ্ঠীচরণের মত খেলাচ্ছলে চার মারছেন এখন

22:34 (IST): ওয়াটসনের সেঞ্চুরি!!!

চলতি সিজনের দ্বিতীয় সেঞ্চুরি ওয়াটসনের। মাঠ জুড়ে খেলেছেন তিনি, কার্যত এক হাতেই ফাইনাল জিতেছেন। দৃশ্যতই পরিশ্রান্ত, কিপারের বাঁ পাশ দিয়ে নিখুঁতভাবে বল ঠেলে দিলেন বাউন্ডারিতে

22:31 (IST): ১৬ ওভার শেষ, ১৫৪/২

ওভারের দ্বিতীয় বলে ছয় রায়ডুর, পঞ্চম বলে সিঙ্গল নিয়ে স্ট্রাইক ফেরত ওয়াটসনকে। দর্শকবৃন্দের কানফাটা চিৎকার উপেক্ষা করে সিঙ্গল ওয়াটসনের

22:28 (IST): শেষ পাঁচ ওভার শুরু

রায়ডু ইচ্ছেমত সময় নিতে পারেন এখন, ওয়াটসন স্ট্রাইকে নেই আপাতত। চেন্নাইয়ের চাই ৩০ বলে ৩৩।

22:22 (IST): ১৪ ওভার শেষ, চেন্নাই ১৪৫/২ ওয়াটসনের ৯৭

কে আউট হল না হল কিছু এসে যায় না, ওয়াটসন আছেন নিজের দুনিয়ায়। স্ট্রাইকে ফিরেই একটি চার, একটি ছয়, সেঞ্চুরি হতে আর তিন রান

22:19 (IST): আউট! সুরেশ রায়না কট বিহাইন্ড

কার্লোস ব্রাথেটের বাউন্সারে পুল করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ রায়নার। আম্পায়ার নাকচ করলেও রিভিউ চাইলেন উইলিয়ামসন, ততক্ষণে রায়না হাঁটা দিয়েছেন প্যাভিলিয়নের দিকে।

22.10 (IST): ১৩ ওভার শেষ, ওয়াটসন একাই ম্যাচ ছিনিয়ে নিচ্ছেন

দুটো চার, তিনটে ছয়। কোথা দিয়ে কীভাবে এলো ভুলে যান, শুধু মনে রাখুন এই ওভারে ২৭ রান এসেছে।

Read Live Updates in English

22:05 (IST): ১১ ওভার শেষ, CSK ৯৫/১

লং অনের ওপর দিয়ে অসামান্য ছয় সুরেশ রায়নার। চেন্নাইয়ের প্রয়োজন ৫৪ বলে ৮৪ রান। ওয়াটসন এবং রায়নার সৌজন্যে ম্যাচের কন্ট্রোল এখন তাদের হাতে।

22:01 (IST): ওয়াটসনের ৫০!

মোট ৩৩ বলে হাফ সেঞ্চুরি, যার মধ্যে প্রথম দশ বল ছিল রান-শূন্য। যথার্থ লড়ে নিলেন অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান। ম্যাচ এখনো শেষ নয় যদিও।

Read Live Updates in English

21:59 (IST): ১০ ওভার শেষ, চেন্নাইয়ের প্রয়োজন ৯৯ রান

ডিফাইনিং পিরিয়ড ম্যাচের .. রশিদ-শাকিবের মিডল ওভার্স

21:57 (IST): নয় ওভার শেষ, CSK ৭২/১

ওয়াটসন প্রথমে লড়ছিলেন রানের জন্য, কিন্তু এখন গতি এবং কনফিডেন্স, দুইই বাড়ছে। আপাতত তাঁর সংগ্রহ ৩০ বলে ৪৩ এবং রায়নার সঙ্গে জুটির স্কোর ৫০ ছাড়াল।

21:42 (IST): গতি বাড়ালেন রায়না, ৭ ওভার শেষ, CSK ৫১/১

সুরেশ রায়না ঠিক করে নিয়েছেন পেস বাড়াবেন, চেন্নাইয়ের রান চেজ আবার ট্র্যাকে। সপ্তম ওভারের শেষ তিন বলে দুটি চার মারলেন, শেষ বলটি অফের অনেকটা বাইরে যাচ্ছিল, রায়না কোনভাবে ব্যাট ছুঁইয়ে ফাইন খেললেন

21:33 (IST): পাঁচ ওভার শেষ, CSK ২০/১

অবিশ্রান্ত গলায় ফাঁস চেপে বসছে চেন্নাইয়ের। ভুবনেশ্বর এবং সন্দীপের দৌলতে ওয়াটসনকে দেখে মনে হচ্ছে না কোনদিন টি টোয়েন্টি খেলেছেন। আপাতত সঙ্গী সুরেশ রায়না।

21:26 (IST): আউট! ফাফ দু প্লেসি c & b সন্দীপ শর্মা CSK ১৬/১

এটা হওয়ার ছিল। দু প্লেসি তেড়েফুঁড়ে বেরিয়ে এসে স্লো বলটি মারার চেষ্টা করলেন, হাউইয়ের মতো বল শূন্যে উঠে সোজা বোলারের হাতে। পাওয়ার প্লে তে অবিশ্বাস্য বোলিং সানরাইজার্সের

Read Live Updates in English

21:17 (IST): দুই ওভারের শেষে CSK ৫/০

ফাফ দু প্লেসির ব্যাট থেকে চার, ইনিংসের অষ্টম বলে, ওয়াটসন আট বল খেলে এখনো রান বিহীন

21:12 (IST), শুরুতেই মেডেন ওভার!

অসাধারণ প্রথম বল ভুবনেশ্বর কুমারের, গুড লেংথের সামান্য পিছনে পড়ে বাঁক খেয়ে ওয়াটসনের ব্যাটের নাগাল এড়িয়ে কিপারের হাতে। সুইং, এবং দেরিতে। চতুর্থ বলে রান হতে পারত, ব্যাকওয়ার্ড পয়েন্টে দীপক হুদার অসামান্য ফিল্ডিংয়ের জন্য হল না। দুটো পরপর ডট বল, এবং শেষ বল অল্পের জন্য মিস করল ওয়াটসনের ব্যাট। ময়দানের ভাষায়, বল নড়ছে ওয়াংখেড়েতে।

21:07 (IST): বিরতির পর আবার শুরু

ফাফ দু প্লেসি এবং শেন ওয়াটসন ওপেন করবেন CSKর ইনিংস, বোলিংয়ের দায়িত্বে ভুবনেশ্বর কুমার

20:54 (IST): ২০ ওভার শেষ, SRH ১৭৮/৬

কার্লোস ব্রাথেট শেষ ওভারের শেষ বলে আউট হলেন, ওভারের সংগ্রহ ১০ রান।

20:45 (IST): ১৯ ওভার শেষ, SRH ১৬৮/৫

দুর্দান্ত ১৯ তম ওভার হতে গিয়েও হল না, প্রথম পাঁচ বলে মাত্র দু'রান হলেও শেষ বলে কার্লোস হাঁকালেন ছক্কা। অফের বাইরে বল, কার্লোস অপেক্ষা করে ছিলেন

Read Live Updates in English

20:41 (IST): ডুয়েন ব্রাভো সংহার, SRH ১৬০/৫

কার্লোস এবং ইউসুফ পাঠান ১৬ রান তুলে নিলেন এই ওভারে। এই সিজনে ডেথ ওভার বিশেষজ্ঞ হিসেবে অনেকটাই মান খুইয়েছেন ব্রাভো

20:35 (IST): আউট! দীপক হুদা কট শোরে, বোল্ড এনজিদি, SRH ১৪৪/৫

দীপক স্কোয়ার লেগে সাবস্টিটিউট ফিল্ডারের হাতে লোপ্পা ক্যাচ দিয়ে আউট। পাঠানের ছয়, তিন রান, এবং একটা উইকেট, এনজিদি দুর্দান্ত বল করলেন ১৭তম ওভার

20:30 (IST): আউট! সোজা কভারে সুরেশ রায়নার হাতে ক্যাচ শাকিব আল হাসানের, SRH ১৩৩/৪

ডুয়েন ব্রাভোর ফুল টস অফের বাইরে, শাকিব সজোরে কভারের দিকে মারলেন, অসম্ভব গতিতে আসা বল আটকালেন রায়না। সাকিবের খেলা শেষ

Read Live Updates in English

20:17 (IST): ১৪ ওভার শেষ, SRH ১১৭/৩

উইলিয়ামসন আউট হওয়ার পর থেকে দুটি চার হয়েছে, সৌজন্যে ইউসুফ পাঠান। তাঁর সেই ধ্বংসাত্বক দিন হয়ত আর নেই, কিন্তু ডেথ ওভারে এখনো তাঁর জুড়ি মেলা ভার

20:09 (IST): আউট! কেন উইলিয়ামসন স্টাম্পড ধোনি, বোল্ড শর্মা

অভাবনীয় ব্রেক! উইলিয়ামসন এগিয়ে এসেছিলেন কিন্তু বল ঘুরে অফার বাইরে, ধোনি সঙ্গে সঙ্গে তুলে নিলেন উইকেট, স্টাম্পড

20:05 (IST): একাদশ ওভারে ১৭ রান

শাকিব এবং উইলিয়ামসন এবার পা দিলেন এক্সিলারেটরে। উইলিয়ামসন চার মেরে স্ট্রাইক দিলেন শাকিবকে, শাকিব হাঁকালেন ছয় এবং চার ওভারের শেষ দু বলে। বাঁ হাতি স্পিনার চিরদিনই প্রিয় খাদ্য বাঁ হাতি ব্যাটসম্যানের। জাদেজাকে টার্গেট করছেন শাকিব।

publive-image

Read Live Updates in English

20:00 (IST): ১০ ওভার শেষ, SRH ৭৩/২

উইলিয়ামসন এবং শাকিব ধরে রেখেছেন দুর্গ। ধাওয়ানের পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা

19:52 (IST): আউট! শিখর ধাওয়ান বোল্ড জাদেজা, SRH ৬৪/২

ধাওয়ানের বেপরোয়া স্লোগ শট, জাদেজার বল সোজা এবং ফ্ল্যাট, একেবারেই মিস করলেন ধাওয়ান, বল তাঁর থাই প্যাডে লেগে স্টাম্পে। SRH এর পরীক্ষার শুরু। এই সিজনে উইলিয়ামসন এবং ধাওয়ানের আউট হওয়ার পর সানরাইজার্স কিঞ্চিৎ বিপাকে পড়েছেন

19:48 (IST): ৮ ওভার শেষ, SRH ৬২/১

ধরে খেলছে সানরাইজার্স, এখন পর্যন্ত তিনটি ছয় এবং চারটি চার। উইলিয়ামসন শেষ করলেন ব্রাভোর শেষ দুটি বলে চার এবং ছয় দিয়ে। বিশ্বসেরা ব্যাটসম্যান কে অফ স্টাম্পের অনেকটা বাইরে স্লো ফুল টস দিলে যা হয়

Read Live Updates in English

19:39 (IST): ৬ ওভার শেষ, SRH ৪২/১

শুরুটা ঢিমেতালে হলেও সানরাইজার্সের বোলিং ভুললে চলবে না, যারা ১৫০ রানের টার্গেট সামলাতেও সক্ষম। পাওয়ার প্লে শেষ হল

19:32 (IST): পাঁচ ওভার শেষ, SRH ৩০/১

উইলিয়ামসন ওভারের দ্বিতীয় এবং চতুর্থ বলে চার এবং ছয় মেরেও আর রান পেলেন না। সানরাইজার্স খুব স্বচ্ছন্দ নয় এখন অবধি। তবে এক সিজনে ৭০০ রান অতিক্রম করে উইলিয়ামসন যোগ দিলেন ডেভিড ওয়ার্নার, মাইকেল হাসি, ক্রিস গেইল এবং বিরাট কোহলি দের দলে।

19:24 (IST): ৪ ওভার শেষ, SRH ১৭/১

এনজিদি কেন উইলিয়ামসন কে নিয়ন্ত্রণে রেখে মেডেন ওভার বল করলেন। ধোনির পক্ষে এর চেয়ে ভালো শুরু ভাবা সম্ভব ছিল না

Read Live Updates in English

19:14 (IST): আউট! শ্রীবৎস রান আউট ব্যক্তিগত পাঁচ রানে, SRH ১৩/১ 

শ্রীবৎস ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ঠেলে দিয়েছিলেন বল, একটিই রান ছিল চরম মিসজাজমেন্টের মূল্য দিলেন দ্বিতীয় রান নিতে গিয়ে স্বেচ্ছা আঘাত বরণ করলেন

19:08 (IST): প্রথম ওভার শেষ, SRH ৬/০

ম্যাচের প্রথম বল কোমরের ওপরে ফুল টস, নো বল। আরও পাঁচ রান যোগ হল সিঙ্গলসের মাধ্যমে

19:00 (IST): রেডি, গেট সেট....

শিখর ধাওয়ান এবং শ্রীবৎস গোস্বামী ইনিংস ওপেন করার প্রাকমুহূর্তে। দীপক চাহারের হাতে বল চেন্নাই সুপার কিংসের তরফে

Read Live Updates in English

18.44 (IST): দুই এগারো

CSK XI: শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, সুরেশ রাইনা, আম্বাতি রায়ুডু, এম এস ধোনি (C & WK), ডুয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনজিডি

SRH XI: শিখর ধাওয়ান, শ্রীবৎস গোস্বামী (WK), কেন উইলিয়ামসন (C), শাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ পাঠান, কার্লোস ব্রাথেট, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা

18.42 (IST): টসে জিতে ব্যাটিং নিল চেন্নাই। শুরুতেই ধোনির রসিকতা কয়েন নিয়ে। শেষমেষ নিষ্পত্তি। করণ শর্মা এলেন হরভজনের জায়গায়। হায়দ্রাবাদে শ্রীবৎস খেলছেন ঋদ্ধিমান সাহার পরিবর্তে

CSK
Advertisment