আইপিএল ২০১৮: মরশুমের দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি ঈশানের, সেরা পাঁচে আর কারা আছেন!

ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত ইনিংস খেললেন পাটনার বছর উনিশের এই ক্রিকেটার। চলতি মরশুমে আইপিএলের দ্বিতীয় দ্রুততম অর্ধ-শতরানটি নিজের নামে লিখিয়ে ফেলেলেন ঈশান।

ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত ইনিংস খেললেন পাটনার বছর উনিশের এই ক্রিকেটার। চলতি মরশুমে আইপিএলের দ্বিতীয় দ্রুততম অর্ধ-শতরানটি নিজের নামে লিখিয়ে ফেলেলেন ঈশান।

author-image
IE Bangla Web Desk
New Update
Ishan Kishan

ইডেনে মারমুখী ঈশান। ছবি-পার্থ পাল।

বুধবার ইডেন গার্ডেন্সে ১৭ বলে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ। ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত ইনিংস খেললেন পাটনার বছর উনিশের এই ক্রিকেটার। চলতি মরশুমে আইপিএলের দ্বিতীয় দ্রুততম অর্ধ-শতরানটি নিজের নামে লিখিয়ে ফেলেলেন ঈশান।

Advertisment

এদিন চার নম্বরে ব্যাট করতে এসে ঈশান করলেন ২১ বলে ৬২। ঝকঝকে ইনিংস সাজালেন পাঁচটি চার ও ছটি ছয়ে। ঈশান যখন ব্যাট করতে নেমেছিলেন তখন মুম্বইয়ের স্কোর ছিল দু উইকেট হারিয়ে ৬২। ক্রিজে এসে খেলা ধরতে বেশিক্ষণ সময় নিলেন না দেশের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক। এদিন ঈশান নাইটদের কোনও বোলারকেই রেয়াত করলেন না। ম্যাচের ১৪ নম্বর ওভারে মাইলফলক স্পর্শ করলেন ম্যাচের সেরা ঈশান।

Advertisment

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর । সূর্যকুমার যাদব (৩৬), রোহিত শর্মা (৩৬), ঈশান কিষাণ (৬২) ও বেন কাটিংয়ের(২৪) ব্যাটে ভর করে কলকাতা নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ২১০ তোলে। জবাবে কলকাতা ১১ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয়ে যায়। স্কোরবোর্ড বলে দিচ্ছে যে, কলকাতার কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি এদিন। ক্রিস লিন ও নীতীশ রানা ২১ রান করেন। বাকিরা এলেন আর ডাগআউটে ফিরে গেলেন। ১০২ রানে জিতেই মাঠ ছাড়ে মুম্বই।

দেখে নেওয়া যাক চলতি আইপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরির তালিকা: (টেবিল সৌজন্যে- ইনইউথ)

SL NoBatsmanBalls Taken To Score FiftyTeamOpposition
1KL RAHUL14Kings XI PunjabDelhi Daredevils
2Sunil Narine17Kolkata Knight RidersRoyal Challengers Bangalore
3Ishan Kishan17Mumbai IndiansKolkata Knight Riders
4Jos Buttler18Rajasthan RoyalsDelhi Daredevils
5Sam Billings21Chennai Super KingsKolkata Knight Riders

আরও পড়ুন, আইপিএল ২০১৮: পাণ্ডিয়ার ছোড়া বলে মারাত্মক চোট পেলেন ঈশান, ভিডিও দেখুন

IPL 2018