আইপিএল ২০১৮: নাইটদের নতুন স্টার নীতীশ রানার উত্থানের ইতিহাস

অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে লাইমলাইটে চলে এসেছেন নীতীশ রানা। বল হাতে কামাল করার পাশাপাশি ব্যাট হাতেও মশাল জ্বেলেছেন দিল্লির বছর চব্বিশের বাঁ-হাতি।

অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে লাইমলাইটে চলে এসেছেন নীতীশ রানা। বল হাতে কামাল করার পাশাপাশি ব্যাট হাতেও মশাল জ্বেলেছেন দিল্লির বছর চব্বিশের বাঁ-হাতি।

author-image
IE Bangla Web Desk
New Update
কেকেআর-এর নতুন স্টার নিতীশ রানা, জেনে নিন পাঁচ অজানা তথ্য। (এক্সপ্রেস ফোটো-পার্থ পাল)

কেকেআর-এর নতুন স্টার নিতীশ রানা, জেনে নিন পাঁচ অজানা তথ্য। (এক্সপ্রেস ফোটো-পার্থ পাল)

রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে আইপিএল ইলেভেনের প্রথম ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে এনেছে দীনেশ কার্তিকের কলকাতা নাটট রাইডার্স। সুনীল নারিনের ১৯ বলের ঝোড়ো ৫০ রানের ইনিংস কলকাতার জয়ের মঞ্চ গড়ে দিয়েছে। স্বভাবতই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে নিয়ে আলোচনা চলছে সর্বত্র। কিন্ত আরেক জনের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে নারিনকে। অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে লাইমলাইটে চলে এসেছেন নীতীশ রানা। বল হাতে কামাল করার পাশাপাশি ব্যাট হাতেও মশাল জ্বেলেছেন দিল্লির বছর চব্বিশের বাঁ-হাতি।

Advertisment

কেকেআর-এর নতুন স্টার নিতীশ রানা, জেনে নিন পাঁচ অজানা তথ্য। (এক্সপ্রেস ফোটো-পার্থ পাল) কেকেআর-এর নতুন স্টার নিতীশ রানা, জেনে নিন পাঁচ অজানা তথ্য। (এক্সপ্রেস ফোটো-পার্থ পাল)

বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের হাত ধরেই তরতরিয়ে এগিয়ে যাচ্ছিল আরসিবি-র ইনিংস। ১৪ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে বেঙ্গালুরুর স্কোর ছিল ১২১। ৩১ রানে কোহলি ও ৩৮ রানে ব্যাট করছিলেন ডিভিলিয়ার্স। ছয় ছাড়া কথা বলছিল না এবিডি-র ব্যাট। কার্তিক মরিয়া হয়ে উঠেছিলেন জুটিটা ভাঙার জন্য। তখনই তিনি ফাটকা খেলেন রানাকে এনে। কিন্তু তাঁর প্রথম বলই ডিপ মিড-উইকেটের উপর দিকে ওভার বাউন্ডারিতে পাঠান ডিভিলিয়ার্স। অনেকেই মনে করতে শুরু করে দেন, ডিভিলিয়ার্স এবার আগুন জ্বালাবেন। ঠিক তখনই রানার শর্ট বলে কট আউট হয়ে যান এবিডি। আর এর পরের বলেই দুরন্ত ইয়র্কারে ক্যাপ্টেন কোহলিকে বোল্ড করে দেন রানা। উচ্ছ্বাসে ফেটে পড়ে ইডেনের গ্যালারি। রাতারাতি স্টার হয়ে যান রানা। এদিন ব্য়াট হাতে রানা করলেন ২৫ বলে ৩৪। জোড়া চার ও ছক্কা এল তাঁর হাত থেকে।

দেখে নেওয়া যাক রানার কিছু অজানা তথ্য

Advertisment

২০১৫-তে ১০ লক্ষ টাকায় রানাকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই মরশুমে একটাও ম্যাচ খেলেননি তিনি।

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন তিনি। ২০১৫-১৬ মরশুমে অভিষেক করেন প্রথম শ্রেণির ক্রিকেটে।
অভিষেক মরশুমেই নিজের জাত চেনান রানা।  রঞ্জিতে ৫০ গড়ে ৫৫৭ রান করেছিলেন তিনি।

আন্ত:রাজ্য টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টেও রানা ফুল ফুটিয়েছিলেন। ২৯৯ রান করেন তিনি। টুর্নামেন্টে সর্বাধিক ২১টি ছক্কা হাঁকান রানা।

দুরন্ত ফিল্ডার হিসেবেও রানার সুনাম আছে।

২০১৬-তে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০৪ রান করেছিলেন রানা। সর্বোচ্চ স্কোর ছিল ৭০। গৌতম গম্ভীর ভূয়সী প্রশংসা করেছিলেন রানার। একবার দিল্লি দলে রানাকে বসানোর জন্য কোচ কেপি ভাস্করের তুমুল সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি।

চলতি বছর দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে সেভাবে ভাল কিছু করতে পারেননি রানা। গৌতম গম্ভীর, ঋষভ পন্থ ও ধ্রব শোরেরাই বেশিরভাগ রান করেছিলেন। ফলে এবারের আইপিএল-এ ভাল পারফর্ম করতে  তিনি মরিয়া

RCB KKR IPL 2018