Advertisment

আইপিএল ২০১৮: কোথায় আর কখন দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান

রাত পোহালেই একাদশ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের শুরু। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যাবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL Trophy

আইপিএল ট্রফি (ছবি টুইটার)

রাত পোহালেই একাদশ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের শুরু। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যাবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচেই মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। গত বছর প্রতিটি ভেন্যুর জন্য আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। এবার কিন্তু সেরকমটা হচ্ছে না। বিসিসিআই খরচায় রাশ টানতে একটাই উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। ওয়াংখেড়ে মাতাতে দেখা যাবে বলিউড স্টার বরুণ ধাওয়ান ও হৃতিক রোশনকে। যদিও রণবীর সিং ও পরিণীতি চোপড়ারও পারফর্ম করার কথা ছিল। কিন্তু কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছেন রণবীর। অন্যদিকে পরিণীতি  কর্মব্যস্ততার জন্য সময় দিতে পারছেন না। আগামিকাল অধিনায়কদের মধ্যে শুধুমাত্র ধোনি ও রোহিতকেই দেখা যাবে। লজিস্টিক কারণে বাকি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন না।

Advertisment

কখন হবে আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান?

শনিবার, ৭ এপ্রিল আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বরুণ ধাওয়ান ও হৃতিক রোশন পারফর্ম করবেন।

কোথায় হবে আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান?

আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান হবে  মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের সবকটি হোম ম্যাচ এখানেই হবে।

কখন শুরু হবে আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান?

আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে। টিভিতে বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হবে আইপিএল।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান?

আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টল ওয়ান এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান এইচডি। এই প্রতিটি চ্যানেলেই ইংরাজিতে ধারাভাষ্য় হবে। হিন্দিতে ধারাভাষ্যের জন্য স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি. আইপিএল-এর অফিসিয়াল সম্প্রচারক স্টার।

অনলাইনে কীভাবে দেখা যাবে  আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান?

আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিম করে দেখা যাবে হটস্টার ও জিও-তে। এছাড়াও লাইভ অ্য়াকশন, লাইভ আপডেট ও লাইভ ধারাভাষ্য়র জন্য রয়েছে IndianExpress.com

cricket IPL 2018
Advertisment