প্লে অফে কেকেআর; কী বলছে কলকাতা

শনিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ উইকেট হারিয়ে দিল কেকেআর। আর তারই জেরে শেষ চারে কলকাতা। দেখে নিন কী বলছেন কলকাতাবাসী।

শনিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ উইকেট হারিয়ে দিল কেকেআর। আর তারই জেরে শেষ চারে কলকাতা। দেখে নিন কী বলছেন কলকাতাবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
India Cricket VIVO IPL 2018

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হাদরাবাদকে পাঁচ উইকেট হারিয়ে দিল কেকেআর

দীনেশ কার্তিকের মারকাটারি অধিনায়কত্বে ৩ নম্বরে নাম লেখাল কলকাতা নাইট রাইডার্স। টেবিলের ফার্স্টবয়কে হারিয়ে দিল নাইটবাহিনী! যখন তখন আইপিএলের রং বদলে দিতে পারে কেকেআর। শনিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ উইকেট হারিয়ে দিল কেকেআর।

Advertisment

Advertisment

কেকেআরের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী, ট্যুইট করে দল এবং দলকর্তাকে অভিনন্দন জানান তিনি।

এদিন টস জিতে প্ৰথমে ব্যাট করতে নামে কেন উইলিয়ামসনের সানরাইজার্স। শিখর ধাওয়ান (৩৯ বলে ৫০), শ্রীবৎস গোস্বামী (২৬ বলে ৩৫), কেন উইলিয়ামসনের (১৭ বলে ৩৬) ব্যাটে নয় উইকেট হারিয়ে ১৭২ তোলে। জবাবে দু বল বাকি থাকতেই কলকাতা পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায়। ব্যাটে অবদান রাখলেন ক্রিস লিন (৪৩ বলে ৫৫), রবিন উথাপ্পা (৩৪ বলে ৪৫), সুনীল নারিন (১০ বলে ২৯) ও দীনেশ কার্তিক (২২ বলে অপরাজিত ২৬)।

দেখে নিন কলকাতা জুড়ে ফ্যানেদের কী প্রত্যাশা!

IPL 2018 KKR Kolkata Knight Riders