Advertisment

শুরুতেই প্রীতির মুখে হাসি, আইপিএল-এ দ্রুততম হাফ-সেঞ্চুরি রাহুলের

লোকেশ রাহুলের আইপিএল-এর দ্রুততম হাফ সেঞ্চুরি (৫১) ও করুণ নায়ারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাব ছ উইকেটে হারিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলসকে।

author-image
IE Bangla Web Desk
New Update
আইপিএল-এ দ্রুততম হাফ-সেঞ্চুরি লোকেশ রাহুলের(ছবি-বিসিসিআই)

আইপিএল-এ দ্রুততম হাফ-সেঞ্চুরি লোকেশ রাহুলের। (ছবি-বিসিসিআই)

দিল্লি ডেয়ারডেভিলস- ১৬৬/৭ (১৮.৫ ওভার)
কিংস ইলেভেন পাঞ্জাব-১৬৭/৪ (২০ ওভার)
৭ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়ী পাঞ্জাব

Advertisment

লোকেশ রাহুলের আইপিএল-এর দ্রুততম হাফ সেঞ্চুরি (৫১) ও করুণ নায়ারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাব ছ উইকেটে হারিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলসকে।

রবিবাসরীয় মোহালিতে আইপিএল-এর দ্বিতীয় ও দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি-পাঞ্জাব। টস জিতে গৌতম গম্ভীরদের ব্যাট করতে পাঠান রবিচন্দ্রন অশ্বিন।এদিন হাফ-সেঞ্চুরি করেই দিল্লির জার্সিতে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন গৌতি। ৪২ বলে ৫৫ (৫টা চার ও ১টি ছয়) রানের ইনিংস এল বাঁ-হাতি ওপেনারের হাত থেকে। এরপর ঋষভ পন্থ (১৩ বলে ২৮) ও ক্রিস মরিসদের (১৬ বল অপরাজিত ২৭) ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে দিল্লি সাত উইকেট হারিয়ে ১৬৬ তোলে। পাঞ্জাবের হয়ে মোহিত শর্মা ও মুজিবুর রহমান দুটি করে উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল ও অশ্বিন একটি করে উইকেট পান।

(কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ মাতালেন সুনীল নারিন। পড়ে দেখুন কলকাতার-বেঙ্গালুরুর ম্যাচ রিপোর্ট)

নারিন-এর উপর ভরসা করে এগোতে শুরু করল কেকেআর

দিল্লির ভদ্রস্থ স্কোর তুলতে কোনও সমস্যাই পোহাতে হল না পাঞ্জাবকে। এদিন প্রীতি জিন্টার দলের হয়ে একাই লাইমলাইট কেড়ে নিলেন রাহুল। আইপিএল-এর ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরি করে ফেললেন তিনি। ১৪ বলে অর্ধ-শতরান করলেন রাহুল। ১৬ বলে ৫১ রানের মারকাটারি ইনিংস এল তাঁর থেকে। রাহুলের ইতিহাস গড়ার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়।

রাহুল এদিন টপকে গেলেন ইউসুফ পাঠান ও সুনীল নারিনকে। গতবছর ১৫ বলে ৫০ করেছিলেন নারিন। ২০১৪-তে এই রেকর্ড ছিল পাঠানের। রাহুল ফিরে যাওয়ার পর ময়ঙ্ক আগরওয়াল (৭) ও যুবরাজ সিং (১২) বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারেননি। এরপর পাঞ্জাবের হয়ে ব্যাট ধরেন করুণ নায়ার। পাঁচটি চার ও দুটি ছয়ের সৌজন্যে ৩৩ বলে ঝকঝকে ৫০ করেন নায়ার। তিনি ডাগআউটে ফেরার পর পাঞ্জাবের জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন ডেভিড মিলার (২৩ বলে ২৪*) ও মার্কাস স্টোইনিস (১৫ বলে ২২*)। সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

বলাই বাহুল্য এদিন ম্যাচের সেরা হয়েছেন রাহুল। পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে রাহুল বলছেন, টেস্ট ব্যাটসম্যানের তকমা ঘোচাতে পেরে তিনি খুশি হয়েছেন। রাহুল জানালেন,” শেষ ৪-৫ বছর ধরে আমাকে টেস্ট ক্রিকেটারের ব্র্যান্ডেই ফেলা হচ্ছে। ফলে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করার ব্যাপারটা আমার পক্ষে বেশ ভাল।”

IPL 2018 Delhi Daredevils Kings XI Punjab
Advertisment