/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/RR.jpg)
আইপিএল ২০১৮: রাজস্থানের নীল জার্সি বদলে গেল গোলাপিতে, এতেই কি এল জয়?
শুক্রবার ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে চার উইকেটে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে চিরাচরিত নীল জার্সির বদলে অজিঙ্ক রাহানেরা খেললেন নতুন গোলাপি জার্সিতে। তবে কি রঙ বদলেই কি এল জয়? নাকি এর পিছনে লুকিয়ে আছে কোন রহস্য ?
না, এই রুদ্ধশ্বাস জয়ের সঙ্গে জার্সির সে অর্থে কোনও সম্পর্ক নেই। তবে এই জার্সি বদলের পেছনে অবশ্যই রয়েছে একটি মানবিক দিক। সেদিনের টিম রাজস্থানের এই রংবদলটি ছিল ক্যান্সার মুক্ত ভবিষ্যতের উদ্দেশ্যে একটি পদক্ষেপ। টাটা ট্রাস্টসের সঙ্গে হাত মিলিয়ে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছে রাহানে অ্যান্ড কোং। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে এই বিশেষ গোলাপি রঙের জার্সিতেই মাঠে নামলেন তারা। ক্যান্সার দূরীকরণ সচেতনতা বাড়াতে এই অভিযানের নাম দেওয়া হয়েছে #CancerOut!
আরও পড়ুন, আইপিএল ২০১৮: রেকর্ড বুকে নাম তুলে এবার কোহলিকে ছুঁলেন বাটলার
Special jersey for our battle with @ChennaiIPL against Cancer! ⚡️
What's our new jersey all about?
PINK - Breast Cancer
BURGUNDY - Oral Cancer
TEAL - Cervical CancerLet's show our support and get #CancerOut!#JazbaJeetKa#HallaBol#VIVOIPL#Yellovepic.twitter.com/TbPM0benlo
— Rajasthan Royals (@rajasthanroyals) May 9, 2018
মূলত ক্যান্সার স্ক্রিনিং অর্থাৎ ক্যান্সার নির্ণায়ক পরীক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে এখানে। রাহানেদের জার্সিতে গোলাপির ব্যবহারটাই বেশি। এছাড়াও পাশাপাশি ছিল বারগান্ডি এবং টিল রঙও। গোলাপি রঙ সাধারণত ব্যবহার করা হয় স্তন ক্যান্সার বোঝাতে এবং বারগান্ডি ও টিল ব্যবহৃত হয় মুখের ও সার্ভিকাল ক্যান্সারের প্রসঙ্গে।
শুধু রাজস্থান রয়্যালসই এই রঙ পরিবর্তনে মাতেনি সেদিন। ধোনিদের বিরুদ্ধে এই ম্যাচে সেদিন পিঙ্ক সিটি জয়পুরকে মোড়া হয়েছিল গোলাপি রঙে। দর্শকরা ছাড়াও শহরের একাধিক দর্শনীয় স্থান ও হোটেলও সেজেছে গোলাপি রঙের আলোয়।
Different sites in Jaipur have been lit up in pink in solidarity with the statewide campaign on cancer screening - #CancerOut. To find out more about the campaign, give a missed call on 18004208888 (toll free for Rajasthan only) or visit https://t.co/WJTcla4zl5pic.twitter.com/VVDACf8gEr
— Tata Trusts (@tatatrusts) May 11, 2018