Advertisment

IPL 2018, RCB vs SRH: রুদ্ধশ্বাস ক্যাচ নিলেন এবি ডিভিলিয়ার্স, প্রশংসায় পঞ্চমুখ ট্যুইটার

IPL 2018, RCB vs SRH: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এবিডি-র রুদ্ধশ্বাস ক্যাচ নিয়েই এখন মেতেছে সোশ্যাল মিডিয়া। ট্যুইটারে উঠেছে মিমের ঝড়।

author-image
IE Bangla Web Desk
New Update
AB de Villiers

IPL 2018, RCB vs SRH:রুদ্ধশ্বাস ক্যাচ নিলেন এবি ডিভিলায়র্স, স্পাইডারম্যানের প্রশংসায় ট্যুইটার

বাজপাখির মতো উড়ে গিয়ে বাউন্ডারি লাইনে ছোঁ মেরে ক্যাচ নিলেন এবি ডিভিলিয়ার্স! বিরাট কোহলির থেকে পেলেন সুপারম্যান আখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এবিডি-র রুদ্ধশ্বাস ক্যাচ নিয়েই এখন মেতেছে সোশ্যাল মিডিয়া। ট্যুইটারে উঠেছে মিমের ঝড়। হিন্দি ছবির সংলাপ থেকে অ্যানিমেশন, এসবই ব্যবহার হয়েছে ক্যাচ আর আরসিবি-র জয়ের গুরুত্ব বোঝাতে।

Advertisment

আইপিএল ইলেভেনে বিরাটদের হতশ্রী পারফরম্যান্স দেখে তাদের উপর আর কেউ আশা রাখতে পারেনি। কিন্তু বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দুরন্ত পারফরম্যান্সে চমকে দিল আরসিবি। একেবারে লিগের ফার্স্ট বয় সানরাইজার্স হায়দরবাদকে হারিয়ে দিল তারা। বিরাট কোহলি অ্যান্ড কোং ম্যাচ জিতে নিল ১৪ রানে। আর এই জয়ের সুবাদে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল ব্যাঙ্গালোর।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: পরিবারের সঙ্গে অটোয় চেপে বেজায় খুশি ডিভিলিয়ার্স

এদিন জিততে না-পারলে কোহলিদের এবারের মতো আইপিএল অভিযান কার্যত শেষ হয়ে যেত। এদিন টস জিতে বিরাটদের ব্যাট করতে পাঠান উইলিয়ামসন। রশিদ খানের তিন উইকেটেও আরসিবি স্কোরবোর্ডে ছয় উইকেট হারিয়ে ২১৮ তোলে। দলের দুই ওপেনার পার্থিব প্যাটেল (১) ও কোহলি (১২) চূড়ান্ত ব্যর্থ হন। এরপর আসরে নামেন এবি ডিভিলিয়ার্স (৩৯ বলে ৬৯), মঈন আলি (৩৪ বলে ৬৫) ও কলিন দে গ্র্যান্ডহোম (১৭ বলে ৪০)। জবাবে সারাইজার্স শুরুটা ভাল করতে পারেনি। শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলসরা ফিরে যাওয়ার পর নিজামের শহরের অধিপতি উইলিয়ামসন (৪২ বলে ৮১) ও মণীশ পাণ্ডে (৩৮ বলে ৬২) আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হল না। তিন উইকেট হারিয়ে ২১৪ -তে থামল সাননরাইজার্স।

AB de Villiers IPL 2018 RCB
Advertisment