আইপিএল ২০১৮ শুরু হতে না হতেই কাবেরী জলবণ্টন ইস্যুতে চলমান আন্দোলনের কথা ভেবেই চিপক স্টেডিয়াম থেকে টুর্নামেন্টের সব ম্যাচ তুলে নিয়েছে বিসিসিআই। তামিলনাড়ুর রাজনৈতিক অস্থিরতার কথা ভেবেই বোর্ড চেন্নাইয়ের সব ম্যাচ সরিয়ে নিয়েছে পুণেতে। দু বছর পর চিপকে ফিরেছিল আইপিএল। সে শহরের ক্রিকেট ফ্যানেরা বাঁধন ভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন। কিন্তু সেই সুখ তাঁদের স্থায়ী হল না। ফের আইপিএলহীন হয়ে গেল চিপক। ঘর বদলের কষ্টে মন ভাল নেই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদেরও। ট্য়ুইট করে সেকথা জানালেন সুরেশ রায়না থেকে শেন ওয়াটসন।
চেন্নাইয়ের ওপেনার ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার ওয়াটসন বললেন,“আমাদের টিমের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আমরা আর এই মরশুমে চেন্নাইয়ের ফ্যানেদের সামনে খেলতে পারব না। শেষ ম্যাচে এখানকার পরিবেশ ছিল দুর্দান্ত। আশা করি দ্রুত তামিলনাড়ুর পরিস্থিতি স্বাভাবিক হবে।”
ওয়াটসনের সুরেই গলা মিলিয়েছেন রায়না ও ইমরান তাহির। রায়না লিখলেন, “ঘরের মাঠে চেন্নাইয়ের ফ্যানেদের সামনে খেলাটা মিস করব। এটা ভেবে খারাপ লাগছে যে, এই মরশুমে আর তাঁদের এখানে আনন্দ দিতে পারব না। কিন্তু ফ্যানেরা হৃদয়তেই থাকবে।আপাতত পুণের পথে।” তাহির জানালেন,“ অত্য়ন্ত খারাপ লাগছে চেন্নাই ছেড়ে যাচ্ছি বলে। এখান থেকেই শুধুই উষ্ণ অভ্যর্থনা ও নিঃস্বার্থ ভালবাসা পেয়েছি। আশা করি পরের বছর সব ঠিক হয়ে যাবে আমরা যখন ফিরে আসব। এভাবেই আমাদের সমর্থন করতে থাকুন।” শুধু ক্রিকেটাররাই নন, ট্য়ুইটে দুঃখ প্রকাশ করেছেন দলের ব্যাটিং কোচ মাইক হাসি ও হেড কোচ স্টিফেন ফ্লেমিং।
চেন্নাইয়ের সিইও বিশ্বনাথন বলছেন, “আমি চেন্নাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছি। তিনি পুরো পরিস্থিতিটা আমাকে বুঝিয়ে বলেছেন। তিনিই আমায় সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে অবগত করেন। সেক্ষেত্রে চেন্নাইয়ের ম্যাচগুলো বদলে ফেলাই ভাল। যদিও আমি বলেছিলাম ফ্যানেরা ঘরের মাঠ মিস করবে। কিন্তু তিনি বলেছেন এক্ষেত্রে কিছু করার নেই।”
আরও জানতে
চেন্নাই-এর মাঠে এসে নতুন বন্ধু পাতালেন কিং খান
জয় দিয়ে ঘরে ফিরল চেন্নাই, ধোনির স্যার জাদেজাই
আইপিএল ২০১৮: চেন্নাইয়ে আর ম্যাচ নয়, জানাল বিসিসিআই
আইপিএল ২০১৮: চেন্নাইয়ের বদলে ধোনিদের চারটি বিকল্প ভেন্যুর প্রস্তাব বোর্ডের