চেন্নাই-এর মাঠে এসে নতুন বন্ধু পাতালেন কিং খান

চেন্নাই সুপারকিং ভার্সেস নাইট রাইডার্সের ম্য়াচ। মঙ্গলবার চেন্নাই-এর  ঘরের মাঠে উপস্থিত ছিলেন কিং খান। সেখানেই ক্য়ামেরাবন্দী হল কিছু সুন্দর মুহূর্ত। সিএসকে-এর ক্য়াপ্টেন ধোনির কন্য়ার সঙ্গে মজাদার মুখভঙ্গীতে ছবি তুলেছেন শাহরুখ।

চেন্নাই সুপারকিং ভার্সেস নাইট রাইডার্সের ম্য়াচ। মঙ্গলবার চেন্নাই-এর  ঘরের মাঠে উপস্থিত ছিলেন কিং খান। সেখানেই ক্য়ামেরাবন্দী হল কিছু সুন্দর মুহূর্ত। সিএসকে-এর ক্য়াপ্টেন ধোনির কন্য়ার সঙ্গে মজাদার মুখভঙ্গীতে ছবি তুলেছেন শাহরুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
shahrukh khan, ziva

ধোনির মেয়ের সঙ্গে শাহরুখ

নতুন বন্ধু পাতালেন শাহরুখ খান। তাও আবার অসমবয়সী একজনের সঙ্গে। সুপারকিং ভার্সেস নাইট রাইডার্সের ম্য়াচ। মঙ্গলবার চেন্নাই-এর  ঘরের মাঠে উপস্থিত ছিলেন কিং খান। সেখানেই ক্য়ামেরাবন্দী হল কিছু সুন্দর মুহূর্ত। সিএসকে-এর ক্য়াপ্টেন মহেন্দ্র সিং ধোনির কন্য়ার সঙ্গে মজাদার মুখভঙ্গীতে অনেক ছবি তুলেছেন শাহরুখ। এদিন মাঠে উপস্থিত ছিলেন সাক্ষী এবং জিভা। দুজনেই পোজ দেন শাহরুখের সঙ্গে। যা ইতিমধ্য়েই ভআইরাল হয়েছে স্য়োশাল সাইটে।

আরও পড়ুন:  http://জয় দিয়ে ঘরে ফিরল চেন্নাই, ধোনির স্যার জাদেজাই

Advertisment

প্রসঙ্গত, সম্প্রতি কাবেরীর জলবন্টন নিয়ে প্রতিবাদে নেমেছেন  রজনীকান্ত থেকে কমল হাসান। সেই দাবিতেই চেন্নাইয়ে ম্য়াচ বন্ধ হওয়ার দাবি জানিয়েছিলেন অনেকেই। তবে চেন্নাই সুপার কিংসের ঘরে ফেরায় বাঁধ ভেঙেছে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস। খেলার মাঠে উপছে পড়া ভীড় যার প্রমান দিয়েছে গত রাতেই। দু’বছর পরে নিজেদের মাঠে ফেরার অভিজ্ঞতা ভাগ করেছেন ক্য়াপ্টেন কুল। পাশাপাশি চেন্নাই সুপার কিং তার ঘরের মাঠে নাইটকে পাঁচ উইকেটে হারিয়ে দেয়। রাসেলের ১১টা ছয় যদিও শেষ রক্ষা করতে পারেনি এদিন, তবে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন বলিউড বাদশা।

আরও পড়ুন:  সুইমিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন মাধবনের ছেলে বেদাুুন্ত

Such an adorable picture of King Khan and
Ziva.
#ShahRukhKhanpic.twitter.com/2SbHNmIMyU

— Aamir Khan (@AamirKhan_4) 10 April 2018

Advertisment

IPL 2018 ZIVA DHONI