/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/Rajasthan-Royals_759.jpg)
রাজস্থান রয়্যালস (আইপিএল ওয়েবসাইট)
একই মরশুমে তিনবার অধিনায়ক বদল হতে চলেছে রাজস্থান রয়্যালসের। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব। রাহানে থেকে স্টিভ স্মিথ ঘুরে অধিনায়কত্বের ব্যাটন ফের রাহানের হাতে। রাজস্থান রয়্যালসের এক ম্যাচ বাকি। এক ম্যাচ বাকি রয়্যালসের। প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে প্যাডি আপটনের দল। এমন অবস্থাতেই স্টিভ স্মিথ থেকে ফের নেতৃত্বে ফের রাহানে।
আসলে রাহানের নেতৃত্বে একসময়ে প্রথমে আটটা ম্যাচের ছ-টাতেই হেরে বসেছিল। তারপরেই রাহানেকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে অধিনায়ক করে আনা হয়েছিল। তবে শেষ চার ম্যাচে তিনটেতেই জিতে প্লে অফের দৌড়ে প্রবলভাবে ফিরে এসেছে রাজস্থান।
IPL 2019, DC vs RR Live Cricket Score Updates: রাহানে আউট হয়ে গেলেন
বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিতে উড়ে গিয়েছেন স্মিথ। দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েই বিদায় নিয়েছেন তিনি। তারপরেই দলের তরফে নেতা হিসেবে ফিরিয়ে আনা হল রাহানেকে। রাজস্থান রয়্যালসের ক্রিকেট অপারেশনসের প্রধান জুবিন ভারুচা জানান, "আমরা রাহানেকে পুনরায় নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছি। একজন প্রকৃত রয়্যালদের মতোই সাহসী ও এবং দায়িত্ব নিয়ে কখনই পিছপা হয়না।"
পাশাপাশি রয়্যালসদের পক্ষ থেকে ইমেল বিবৃতিতে জানানো হয়, "রাহানে একজন সত্যিকারের টিম ম্যান। ওঁর মতো চরিত্র আমাদের স্কোয়াডে থাকায় আমরা ভাগ্যবান।" দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবারেই খেলছেন রয়্যালসরা। রাহানের নেতৃত্বে। দিল্লি ম্যাচ জিতলেও অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে রাহানেদের। যাইহোক, জিতে রয়্যালস বাহিনী প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে পারবে কিনা, সেটাই আপাতত দেখার।