Advertisment

IPL 2019 KKR vs MI: স্ত্রী-র প্রতি ভালবাসাতেই ব্যাটে ঝড়, ইডেন-জয়ের পর বলছেন রাসেল

KKR vs MI 2019 Match: সুন্দরী স্ত্রী-কে খুশি করতেই প্রতি ম্যাচে সাইক্লোন, রোহিতদের বধ করার পরেই জানিয়ে দিলেন আন্দ্রে রাসেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Andrr Russell with his wife

নিজের স্ত্রীর সঙ্গে আন্দ্রে রাসেল (ইনস্টাগ্রাম)

Kolkata Knight Riders vs Mumbai Indians: সেই আন্দ্রে রাসেল। সেই ম্যাচ জেতানো পারফরম্যান্স। চলতি টুর্নামেন্টের মতো রবিবারের ইডেনেও সেই রাসেল ঝড়। যে ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্সও। চলতি মরশুমে শেষবারের মতো ইডেনে কেকেআর ম্যাচ খেলে ফেলল। প্লে অফের স্বপ্নে অঙ্কের হিসেবে সামান্য টিকে থাকলেও, কেকেআরের অতিবড় সমর্থকরাও শেষ চারের স্বপ্ন দেখছেন না। এমন অবস্থাতেই রবিবারে রাসেল-ইনিংস সান্ত্বনা পুরস্কার হয়ে থাকল সমর্থকদের কাছে।

Advertisment

আরও পড়ুন IPL 2019: কোন সমীকরণে প্লে-অফে যেতে পারে কলকাতা?

রাসেল কী বলছেন? ম্যাচের পরেই রাসেল ও তাঁর স্ত্রী জসিম লোরা পরস্পরের সাক্ষাৎকার নিলেন। সেই সাক্ষাৎকারেই প্রেমের গহিন সাগরে ডুব দিচ্ছেন তারকা ক্রিকেটার। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন, "এই রাত আমার কাছে স্পেশ্যাল হয়ে থাকবে। কারণ, আজই আমার জন্মদিন। সমর্থকদের প্রত্যাশার কারণেই চাপ অনুভব করি। প্রত্যেক ম্যাচেই আমার সুন্দরী স্ত্রী জ্যাসিমকে ইমপ্রেস করতে চাই।"


রাসেল ক্রিজে থাকলে ক্য়ামেরায় ভেসে উঠবেনই ক্যারিবিয়ান সুন্দরী। প্রত্যেক ম্যাচেই স্বামীকে সমর্থন করতে হাজির থাকছেন গ্যালারিতে। তিনিও নিশ্চিত ছিলেন, রবিবারের দুর্ধর্ষ ব্যাটিং করবেন রাসেল। তিনি রাসেলকে ম্যাচের শেষে বলছিলেন, "আমি জানতাম তুমি এই মাঠের শেষ ম্যাচে জ্বলে উঠবে। এটা তোমার কাছে বরাবরের পাওনা থাকে আমার। যখন তুমি বিশাল বিশাল ছক্কা হাকাচ্ছিলে, তখন নিঃশ্বাস বন্ধ করে দেখছিলাম।"

কেকেআর এবার সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। টানা হাফডজন হারের পরে কেকেআর জয় পেয়েছে রবিবার রাতে। দল শোচনীয় ব্যর্থ হলেও রাসেল একাই ছিলেন ক্রাউড-পুলার। রাসেল-দর্শনেই ইডেনে ভিড় জমেছে বারবার। মুম্বইয়ের বিরুদ্ধেই আটটা ওভার বাউন্ডারি বেরিয়েছে, তাঁর ব্যাট থেকে। সেই সঙ্গে চলতি টুর্নামেন্টে ছক্কার মারায় হাফসেঞ্চুরিও করে ফেলেছেন রবিবারের সন্ধেয়।

ক্যারিবিয়ান সুপারস্টার ব্যাটসম্যান বলছেন, "ভীষণ আবেগী হয়ে পড়ছি। মুম্বই ম্যাচটাই ছিল ঘরের মাঠে শেষ ম্যাচ। শেষ ছদিন ধরে যাঁরা আমাদের দারুণভাবে সমর্থন করে চলেছিলেন, তাঁদেরই এবার ছেড়ে যেতে হবে আমাদের। ৩৪ রানে জিতে দুর্দান্তভাবে শেষ ম্যাচে পারফর্ম করলাম সবাই।"

আপাতত তাঁর সামনে মিশন বিশ্বকাপ। সেই মিশনের স্ত্রী-র জন্যই সাফল্যের রংমশাল জ্বালতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।

IPL KKR Eden Gardens Kolkata Knight Riders Andre Russell Mumbai Indians
Advertisment