ইডেনের মহা-নায়ক তিনি। পরপর চারটে ছক্কা তাঁর ব্যাট থেকেই বেরিয়েছিল নন্দনকাননে। দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে জেতানোর পরে অধিনায়কও হয়েছে। সেই ক্যারিবিয়ান নায়ক কার্লোস ব্রেথওয়েটকে আইপিএল-এর নিলামে সই করিয়ে চমকে দিয়েছিল কেকেআর। তবে প্রথম একাদশে নয়, রিজার্ভ বেঞ্চেই গা ঘামাতে হয়েছে তারকা অলরাউন্ডারকে। যাইহোক, আইপিএলে নিজের 'বল্লা' ঘোরানোর সুযোগ না পেলে কী হবে, সেই আক্ষেপ তিনি পুষিয়ে নিয়েছেন নিজেকেই উপহার দিয়ে।
আইপিএল-এ স্যালারির টাকায় আস্ত একটা রেঞ্জ রোভার-ই কিনে ফেললেন কার্লোস ব্রেথওয়েট। গাড়ি, তাঁর বান্ধবী ও নিজের চারটি ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। সেই ছবির ক্যাপশনে ব্রেথওয়েট মজা করে লিখেছেন, "অনেক পথ যাত্রা করে ফেললাম। আশীর্বাদের উপরে আশীর্বাদ ঝড়ে পড়েছে আমার উপরে। কঠিন পরিশ্রম করে যা পেয়েছি, তাতে নিজেকে নষ্ট-ও করেছি।" এর সঙ্গেই তাঁর সংযোজন, "আমার নতুন সন্তানকে দেখে নিন। আমার পরিবারের নতুন সদস্য।"
আইপিএলে এর আগে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছেন কার্লোস ব্রেথওয়েট। নিলামে কেকেআরের সবথেকে দামি ক্রিকেটার ছিলেন তিনি। পুরো নিলামের পঞ্চম দামি তিনি। ৫ কোটি টাকায় কেকেআর নিলামে ব্রেথওয়েটকে কেনার পরে মাত্র দু-টো ম্যাচে খেলেছেন তিনি। বল হাতে উইকেট শূন্য থাকার পরে ব্রেথওয়েটের ব্যাট হাতে অবদান ছিল ৫ ও ৬। নিজের পারফরম্যান্সে খুশি করতে পারেননি নাইট সমর্থকদের।
কেকেআরের জার্সিতে প্রিয় ইডেন মাতাতে না পারলেও ক্যারিবীয় তারকা অবশ্য নিজের সাধ পূর্ণ করলেন রেঞ্জ রোভার কিনে। এটাই বা কতজন পারেন!