Chennai Super Kings vs Kings XI Punjab Highlights: প্রথমে ব্যাট করে সুরেশ রায়না (৫৩) ও ডুপ্লেসিসেরল ব্যাটে ভর করে ১৭০ তুলেছিল চেন্নাই। তবে লোকেশ রাহুলের (৩৬ বলে ৭১) বিধ্বংসী ব্যাটিংয়ে ২ ওভার বাকি থাকতেই স্কোরবোর্ডে সেই রান তুলে দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। চেন্নাইয়ের বোলারদের মধ্যে নজর কাড়লেন হরভজন। প্রথম ২ ওভারে গেইল ও রাহুলের ব্যাটে অপমান সহ্য করতে হলেও পরে দু-ওপেনারকেই ফিরিয়ে কিংসদের সংসারে সামান্য টেনশন হাজির করেছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনি থামেন ৩ উইকেট নিয়ে। নিকোলাস পুরান (২২ বলে ৩৬) কিংসদের জয় নিশ্চিত করেন।
Live IPL 2019: CSK vs KXIP Playing 11 Highlights
প্রথমে ব্য়াট করে ১৭০ তুলেছিল চেন্নাই সুপার কিংস। ডুপ্লেসিস (৯৬) ও রায়না (৫৩) এদিন চেন্নাইয়ের ব্যাটিংকে টানেন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সফলতম বোলার স্যাম কুরান। তিনি এদিন ৩ উইকেট দখল করেন।
বিশ্বকাপের আগে রাহুলের ফর্ম স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে
২ ওভার বাকি থাকতেই ৬ উইকেট হাতে নিয়ে জয় কিংস ইলেভেনের। মনদীপ সিং ও স্যাম কুরান দলকে জয় এনে দেন। প্লে অফের আগে এই হার চিন্তা বাড়াবে চেন্নাইয়ের। অন্য়দিকে, প্লে অফ থেকে আগেই ছিটকে গেলেও স্বান্ত্বনা জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল অশ্বিনরা।
২২ বলে ৩৬ রানে দলকে জয়ের সরণিতে দাঁড় করিয়ে আউট নিকোলাস পুরান। ঘাতক এবার রবীন্দ্র জাদেজা। ১৭ ওভার শেষে কিংস ইলেভেন ১৬৫। জয়ের জন্য এখন প্রয়োজন মাত্র ৬ রান।
মাঝখানে পরপর তিন-তিনটে উইকেট হারাতে হলেও খেলা ফের ধরে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। নিকোলাস পুরান এবং মনদীপ সিং ফিনিশ করার দায়িত্ব নিয়েছেন। চেনা বিধ্বংসী মেজাজে ব্য়াট করছেন ক্যারিবিয়ান তারকা পুরান (২১ বলে ৩৬)। ২৪ বলে দরকার ৮ রান।
ভাজ্জিকে মোহালিতে চরম লজ্জা হজম করতে হয়েছিল প্রথম দু-ওভারে। তবে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। প্রথমে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকা গেইল, রাহুলকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে সদ্য ক্রিজে আসা মায়াঙ্ক আগারওয়ালকেও (৬ বলে ৭) আউট করলেন তিনি। নিশ্চিত জয়ের সামনে থাকা কিংসদের ব্যাটিংয়ে নড়িয়ে দিয়েছেন টার্বুনেটর।
প্রথম ২ ওভারে ৪১ রান খরচ করেছিলেন হরভজন সিং। তিনিই শেষমেষ গেইল (২৮ বলে ২৮), রাহুলকে (৩৬ বলে ৩৬) ফেরালেন। তা-ও আবার পরপর দু-বলে। ভাজ্জি যদিও হ্যাটট্রিক করতে পারলেন না। টার্গেট সামান্যই বাকি। এমন অবস্থায় জোড়া উইকেটের পতন বিপর্যয় আনতে পারবে কিংসদের ব্যাটিংয়ে। সেটাই দেখার।
মাত্র ৯ ওভারেই স্কোরবোর্ডে ১০০ তুলে ফেলল কিংস ইলেভেন পাঞ্জাব। ১০ ওভার শেষে কিংস ইলেভেন পাঞ্জাব ১০৬। গেইল (২৬ বলে ২৭) ও রাহুল (৩৪ বলে ৭০) রানে ব্যাট করছেন। শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৬৫ রান।
ক্রিজের একপ্রান্তে লোকেশ রাহুলের ঝড় ওঠার সময় তিনি নির্বাক দর্শক। প্রথম ১৩ বলে তাঁর রান ৬। স্ট্রাইক রেট ৫০-এরও কম। তবে ইমরান তাহিরকে আক্রমণে আনতেই পুরনো মেজাজে ক্রিস্টোফার হেনরি গেইল। জোড়া ওভার বাউন্ডারি ও বাউন্ডারির সৌজন্যে গেইল ১৮ বলে ২২। ৭ ওভারে কিংস ইলেভেন ৮৫।
১৯ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেললেন লোকেশ রাহুল। মোহালিতে ছক্কা-চারের বন্যা বইয়ে দিচ্ছেন তারকা ব্যাটসম্যান। কার্যত অপ্রতিরোধ্য ফর্মে ব্যাট করে চলেছেন তিনি। লোকেশ রাহুলের এই ফর্ম নিঃসন্দেহে বিশ্বকাপের আগে ভারতীয় দলকে স্বস্তিতে রাখবে।
তুখোড় ফর্মে ব্যাট করছেন লোকেশ রাহুল। হরভজনের দ্বিতীয় ওভারে টানা চারটে বাউন্ডারি হাকালেন লোকেশ রাহুল। ৩.৫ ওভারেই অর্ধশতরান পূর্ণ করে ফেলল রয়্যালস বাহিনী। ৪ ওভার শেষে কিংস ইলেভেন কোনও উইকেট না হারিয়ে ৫৭
প্রথম ওভারে মাত্র ৬ রান উঠেছিল। হরভজনের দ্বিতীয় ওভার শেষে রয়্যালসদের স্কোর ২৩। ১৭ রান তুললেন গেইল-লোকেশ জুটি। প্রথম ওভারে হরভজনকে জোড়া ছক্কা এবং একটি বাউন্ডারি হজমন করতে হল।
টার্গেট ১৭১। এমন অবস্থায় কিংসদের হয়ে ওপেন করতে নেমেছেন লোকেশ রাহুল ও ক্রিস গেইল। দীপক চাহারের প্রথম পাঁচ বলে স্কোরবোর্ডে কোনও রান ওঠেনি। ষষ্ঠ বলে ছক্কা হাকালেন রাহুল।
আগের ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন স্যাম কুরান। এদিন বল হাতে ৩ উইকেট তুলে নিলেন স্যাম কুরান। কিংসদের বোলারদের মধ্যে সফলতম তিনিই।
শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে চেন্নাইকে ১৭০ রানে বেঁধে রাখলেন মহম্মদ সামি। ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে সামি আউট করেন রায়ডু ও কেদার যাদবকে। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট হলেন রায়ডু। কেদার যাদব আবার ১৪৫ কিমির গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড। ধোনি ক্রিজে থাকা সত্ত্বেও পৌনে দুশোর বেশি তুলতে পারল না সিএসকে।
শতরান থেকে মাত্র ৪ রান দূরে আউট ডুপ্লেসিস। স্যাম কুরানের ইয়র্কার সামলাতেই পারলেন না তিনি। নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেন প্রোটিয়াজ তারকা। ৩৮ বলে ৫৩ রান করে আউট হয়ে গিয়েছেন রায়নাও। ক্রিজে ধোনি ও রায়ডু। ১৯ ওভারে চেন্নাই ১৬৩।
ডুপ্লেসিসের পরে এবার অর্ধশতরান করে ফেললেন সুরেশ রায়না-ও। ১৫ ওভার শেষে ব্যক্তিগত ৫১ রানে ব্যাট করছেন রায়না। চেন্নাই ১ উইকেট হারিয়ে ১২৫ তুলেছে।
১৩ ওভারে চেন্নাই স্কোরবোর্ডে ১০০ তুলে ফেলল। ছন্দে ব্যাট করছেন ডুপ্লেসিস। রায়নাও ভরসা দিচ্ছেন। ডুপ্লেসিস হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেও তারকা ভারতীয় অর্ধশতরানের দোড়গোড়ায়।
রায়নার সঙ্গে জুটি আগেই পেরিয়ে গিয়েছিল ৫০ রান। এবার ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন প্রোটিয়াজ ওপেনার। তা-ও মাত্র ৩৭ বলে। কিংসদের ম্যাচে ফিরতে হলে এই জুটিকে ভাঙন ধরাতেই হবে। ডুপ্লেসিসের স্লগিং কিন্তু মারাত্মক
চেন্নাইকে ভরসা দিচ্ছে ডুপ্লেসিস-রায়নার পার্টনারশিপ। জুটি পেরিয়ে গেল ৫০ রান।
১০ ওভার শেষে চেন্নাই ৭৯। চ্যালেঞ্জিং টার্গেট খাড়া করতে হলে চেন্নাইকে শেষ ১০ ওভারে রানের গতি বাড়াতে হবে। রায়না (২১ বলে ৩৩) ও ডুপ্লেসিস (২৮ বলে ৩৭) দু-জনেই ক্রিজে টিকে গিয়েছেন।
৭.১ ওভারে চেন্নাইয়ের দলগত স্কোর ৫০ পেরোল। ওয়াটসন আউট হওয়ার পরে ক্রিজে এসেছেন সুরেশ রায়না। অশ্বিনের বলে বাউন্ডারি হাকিয়ে দলীয় হাফসেঞ্চুরি রান পূর্ণ করেন রায়না। ডুপ্লেসিস (২৩ বলে ২৯) এবং রায়না (১৪ বলে ১৯) রানে ব্যাট করছেন। ৮ ওভার শেষে চেন্নাই ৫৭।
চেন্নাইয়ের বিখ্যাত ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হল না। স্যাম কারেনের বলে ক্লিন বোল্ড শেন ওয়াটসন। ১১ বলে ৭ রানের ব্যক্তিগত স্কোরে প্যাভিলিয়নে ফিরছেন ওয়াটসন। চতুর্থ ওভারের প্রথম বলেই আউট তিনি। চেন্নাই ১ উইকেট হারিয়ে ৩০।
চলতি টুর্নামেন্টের শেষ ম্যাচে খেলতে নামছেন গেইল। পরের মরশুমে কি দেখা যাবে ৩৮ বছরের মহাতারকাকে, প্রশ্ন এটাই
ক্রিজে ওয়াটু ও ডুপ্লেসিস। ২ ওভার শেষে চেন্নাই ১৪, বিনা উইকেটে। ডুপ্লেসিস ও ওয়াটসন- দুজনেই প্রথম দু-ওভারে একটি করে বাউন্ডারি হাকিয়েছেন। কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম একাদশে মহম্মদ সামিকে এদিন খেলানোর কোনও যুক্তিই নেই। বিশ্বকাপের স্কোয়াডে থাকা তারকার বিশ্রাম প্রাপ্য। কার্যত গুরুত্বহীন এই ম্যাচে তারকা ভারতীয় পেসারকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজাতে পারতেন অশ্বিনরা।
চেন্নাই সুপার কিংস- ফাফ ডুপ্লেসিস, শ্যেন ওয়াটসন, রায়না, রায়ডু, ধোনি, কেদার যাদব, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির
কিংস ইলেভেন পাঞ্জাব- ক্রিস গেইল, অশ্বিন, রাহুল, মায়াঙ্ক, নিকোলাস পুরান, মনদীপ সিং, স্যাম কুরান, হরপ্রীত সিং, অ্যান্ড্রু টাই, অশ্বিন মুরুগান, মহম্মদ সামি
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন পাঞ্জাবের।