Chennai Super Kings vs Mumbai Indians Highlights: চিপকের স্লো পিচে প্রথমে ব্য়াটিং করে মুম্বই স্কোরবোর্ডে ১৫৫ তুলেছিল। স্লো-মন্থর পিচে রাজত্ব্য করেছিলেন স্যান্টনার, হরভজনরা। সব সামলে এর মধ্যেই অর্ধশতরান করে গিয়েছিলেন রোহিত শর্মা। জবাবে ব্য়াট করতে নেমে ১০৯ রানেই অলআউট চেন্নাই। রোহিতদের জয় ৪৬ রানে। ধোনি নেই এমন অবস্থায় বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হত কোনও চেন্নাই ব্যাটসম্যানকে। তবে সেই দায়িত্ব পালনে ব্যর্থ প্রত্যেকেই। মুরলী বিজয় দু-বার জীবন পেয়ে ক্রিজে টিকে গিয়েছিলেন। তবে শেষমেশ আউট তিনিও।
Live IPL 2019: CSK vs MI Playing 11 Highlights
-চেন্নাইয়ের হয়ে মাত্র তিনজন দু অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন- ব্র্যাভো (২০), স্যান্টনার (২২) এবং বিজয় (৩৮)। এতেই প্রকট চেন্নাইয়ের ব্যাটিং বিপর্যয়ের দশা। মুম্বইয়ের বোলারদের হয়ে ৪ উইকেট নেন মালিঙ্গা। ২টো করে উইকেট নেন ক্রুনাল পাণ্ডিয়া এবং বুমরা।
বৃহস্পতিবার
ফের হারল কেকেআর। রাজস্থান রয়্যালসকে হাড্ডাহাড্ডি ম্যাচে জিতিয়ে দেন তরুণ রিয়ান পরাগ।
মালিঙ্গার ওভারে শেষ দুই উইকেটের পতন। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারল না চেন্নাই। ১৭.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে গেল চেন্নাই। ৪৬ রানে জয় মুম্বইয়ের।
শেষ ৩ ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ৫৩ রান। হাতে রয়েছে মাত্র ২ উইকেট। ক্রিজে রয়েছেন স্যান্টনার ও হরভজন সিংহ।
১৬ ওভার শেষে সিএসকে ৯৯। আউট হয়ে এবার প্যাভিলিয়নে ব্র্যাভো (১৭ বলে ২০)। ক্রিজে স্যান্টনারের সঙ্গে ছোট্ট পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে মালিঙ্গার স্লোয়ারে ঠকে গিয়ে বোলারের হাতেই ক্যাচ তুলে আউট তিনি।
দু-বার জীবন পেয়েছেন। তৃতীয়বার ডিআরএস নিয়েও বাঁচতে পারলেন মুরলী বিজয়। বুমরার বলে পয়েন্টে ক্যাচ তুলেছিলেন বিজয়। ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ফিল্ডার। প্রথমে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন বিজয়। রিভিউতে দেখা যায় বল মাটি স্পর্শ করেনি, বরং সরাসরি হাতেই পৌঁছয়। ৩৫ বলে ৩৮ রান করে বিদায় বিজয়ের। ১২ ওভার শেষে মুম্বই ৬৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে। ৪৮ বলে এখনও করতে হবে ১০১ রান।
তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে বিদায় ধ্রুব শোরে। টার্গেট ক্রমশই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এমন অবস্থায় রান রেট বাড়াতেই হত। তা করতে গিয়েই প্যাভিলিয়নে ধ্রুব। অভিষেক হওয়া অনুকূল রায় প্রথম ওভারেই উইকেট পেলেন। ধোনি নেই। সঙ্কটের মুহূর্তে চেন্নাই সহজেই ভেঙে পড়বে নাকি ত্রাতা হবেন কেউ, সেটাই দেখার।
চিপক মাতাচ্ছেন ক্রুনাল
ফের চেন্নাই ঘাতক ক্রুনাল পাণ্ডিয়া। আর্ম বলে প্লেড অন কেদার যাদব। স্কোরবোর্ডে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে চেন্নাই
চিপকের স্লো পিচে প্রথমে খেলতে সমস্যায় পড়েছেন রোহিতরা। এবার একইভাবে সমস্যায় রায়না ব্রিগেডও। এবার ক্রুনাল পাণ্ডিয়ার স্ট্রেটারে ঠকে গিয়ে আউট আম্বাতি রায়ডু। ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে চেন্নাই ৩৫।
তৃতীয় ওভারের শেষ বলে ক্যাচ তুলেও বেঁচেছিলেন মুরলী বিজয়। এদিনেই অভিষেক হওয়া অনুকূল রায় ক্যাচ ফেলে দেওয়ায়। তবে সেই সুগন্ধের রেশ বেশিক্ষণ বয়ে বেড়াতে পারল না সিএসকে। চতুর্থ ওভারের শুরুর বলেই হার্দিক পাণ্ডিয়ার বলে আউট ক্যাপ্টেন সুরেশ রায়না। ক্রিজে এলেন অম্বাতি রায়ডু। ৪ ওভার শেষে সিএসকে ৩৪।
প্রথম ওভারেই আউট ওয়াটসন। মালিঙ্গার ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি হাকিয়েছিলেন অস্ট্রেলীয় তারকা। পঞ্চম বলটি ছিল লেগ স্ট্যাম্পের বাইরে ফুলটস। সেই বল শট ফাইন লেগে ক্যাচ তুলে বিদায় ওয়াটসনের। প্রথম ওভার শেষে মুম্বই ৯-০।
শেষ ওভারে ব্র্য়াভোকে পিটিয়ে ছাতু করলেনহার্দিক, পোলার্ডরা। তুললেন ১৭ রান। দুজনের শেষ ওভারের ঝড়ে মুম্বই স্কোরবোর্ডে তুলল ১৫৫।
রান রেট বাড়াতে ব্য়র্থ মুম্বই। পোলার্ড, হার্দিক পাণ্ডিয়ার মতো দুই বিগ হিটার থাকলেও দুজনকেই শান্ত রেখেছেন চেন্নাই বোলাররা। ১৯ ওভারে মুম্বই ১৩৮-৪।
রানরেট বাড়াতে গিয়ে হাত খুলতেই হত! সেই কাজ করতে গিয়েই এবার আউট রোহিত শর্মা (৪৮ বলে ৬৭)। স্যান্টনারের বলে মুরলি বিজয়ের হাতে ক্যাচ তুলে বিদায় রোহিতের। ক্রিজে এলেন পোলার্ড। ১৭ ওভার শেষে মুম্বই ১২২-৪।
দুরন্ত স্যান্টনার। ১৫ তম ওভারে কিউয়ি স্পিনার খরচ করলেন মাত্র ২ রান। ১৫ ওভার শেষে মুম্বই ১০৫। শেষ ৬ ওভারে কী ঝড় তুলে ভদ্রস্থ স্কোর খাড়া করতে পারবেন রোহিত-হার্দিক, সেটাই দেখার
চলতি আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান করে ফেললেন রোহিত শর্মা। ৩৭ বলে হাফসেঞ্চুরি করে তিনিই আপাতত দলকে টানছেন। উলটো দিকে পরপর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন এভিন লুইস ও ক্রুনাল পাণ্ডিয়া। স্যান্টনারের বল তুলে ছক্কা মারতে গিয়ে প্রথমে আউট লুইস। তারপর ক্রিজে এসেই তাহিরের বলে আউট ক্রুনাল।
চেন্নাইয়ের বিরুদ্ধে দলকে টানছেন রোহিত শর্মা। ক্যাপ্টেনস লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আর কী! ১১ ওভারে মুম্বই ৯২। এর মধ্যে রোহিতের অবদান ৪৪। অর্ধশতরানের মুখে তারকা ব্যাটসম্যান।
প্রথম ৩ ওভারে মাত্র ৯ রান খরচ করেছিলেন হরভজন সিং। তবে ভাজ্জির কোটার শেষ ওভারে রোহিত শর্মার বল্লা চলল। এক ওভারেই ভাজ্জি খরচ করলেন ১৪ রান। ৪ ওভারে হরভজন ২৩ রান দিয়ে কোটা শেষ করলেন
আউট হয়েও হল না! আসলে আউটের জন্য আবেদনটাই যে করলেন না চেন্নাই ক্রিকেটাররা। পরে রিপ্লে দেখে বিষয়টি বোঝা যায়। হরভজন সিংয়ের তৃতীয় ওভারের শেষ বল খেলতে গিয়েও মিস করেন ব্যাটসম্যান এভিন লুইস। প্রায় ব্যাটের কগা ছুঁইয়ে বল জমা হয় উইকেটকিপার আম্বাতি রায়ডুর গ্লাভসে। তবে সেই সময় বোঝা যায়নি। পরে রিপ্লেতে পরিষ্কার হয়, লুইসের ব্যাটের ছোঁয়া ছিল সেই বলে। আবেদন না করায় আম্পায়ার আউট দেননি।
চেন্নাইয়ে আজ বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন হরভজন সিং। ৩ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করলেন তিনি। তাঁকে খেলতে সমস্যায় পড়ছেন রোহিত থেকে লুইস প্রত্যেকেই। একাধিকবার বিট করলেন দুই চেন্নাই ব্যাটসম্যানকে।
রোহিত শর্মা (৭ বলে ৮)ও কুইন্টন ডিককের ব্যাটে ভদ্রস্থ শুরু করেছিল মুম্বই। তবে দীপক চাহারের দ্বিতীয় ওভারে লুজ শট খেলতে গিয়ে আউট ডিকক। চাহারের নাকল বলের কোনও জবাবই ছিল না দক্ষিণ আফ্রিকানের কাছে। ৯ বলে ১৫ রান করে আউট তিনি। ক্রিজে ব্যাট করতে এলেন লুইস। ৩ ওভার শেষে মুম্বই ২৪।
চেন্নাই সুপার কিংসঃ রোহিত শর্মা, কুইন্টন ডিকক, এভিন লুইস, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, অনুকূল রায়, রাহুল চাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা
প্রথম একাদশঃ সুরেশ রায়না, মুরলি বিজয়, শেন ওয়াটসন, কেদার যাদব, আম্বাতি রায়ডু, ধ্রুব শোরে, মিচেল স্যান্টনার, ডোয়েন ব্র্যাভো, ইমরান তাহির, দীপক চাহার. হরভজন সিং
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিএসকে-র।
ধোনি নেই আজকে। জ্বর হওয়ায় খেলছেন না মহাতারকা। ধোনির পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সুরেশ রায়না।