Advertisment

IPL 2019 CSK vs MI Qualifier 1 Live Cricket Score Highlights: ফাইনালে উঠল মুম্বই, চেন্নাইয়ের সামনে থাকছে সুযোগ

IPL 2019 CSK vs MI Live, Mumbai Indians vs Chennai Qualifier 1 Highlights: প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে মুম্বই পৌঁছে গেল ফাইনালে। চেন্নাইয়ের সামনে থাকছে আরও একটা সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
CSK vs MI Live Score, IPL 2019 CSK vs MI Live Score

CSK vs MI Live Score, IPL 2019 CSK vs MI Live Score

IPL 2019 CSK vs MI Qualifier 1 Live Cricket Score Updates:  'এল-ক্লাসিকো' জিতেই ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরসুমের প্রথম ফাইনালিস্ট তারা। এই নিয়ে পঞ্চমবার ফাইনাল খেলবে এমআই। এদিন টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। কিন্তু টপ অর্ডারের ব্য়র্থতায় সিএসকে নির্ধারিত ওভারে মাত্র ১৩১ রান তুলতে সমর্থ হল। অসাধারণ বোলিং ছাড়া আজ চেন্নাইয়ের জয় কার্যত অসম্ভব ছিল। কারণ এই রানে একেবারেই মুম্বইয়ের মতো দলকে চাপে রাখা সম্ভব নয়। বাস্তবে সেটাই হলো। এক ওভার তিন বল বাকি থাকতেই মুম্বই ৬ উইকেটে জিতে ফাইনালের টিকিট হাতে পেল।

Advertisment

IPL 2019 CSK vs MI Live, Mumbai Indians vs Chennai Qualifier 1 Highlights

Live Blog

IPL 2019 CSK vs MI Live, Mumbai Indians vs Chennai Qualifier 1 Highlights



























22:59 (IST)07 May 19










































ফাইনালের টিকিট মুম্বইয়ের হাতে

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে মুম্বই পৌঁছে গেল ফাইনালে। এই নিয়ে পঞ্চমবার ফাইনাল খেলবে তারা। চেন্নাইয়ের সামনে থাকছে আরও একটা সুযোগ। আগামী ১০ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম এলিমিনেটরের জয়ী দলের সঙ্গে খেলবে ধোনি অ্যান্ড কোং। সেই ম্যাচ জিততে পারলে  ১২ মে ফাইনাল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের দেখা হবে চেন্নাই-মুম্বইয়ের।

22:48 (IST)07 May 19










































তাহিরের অনন্য মাইলস্টোন

দ্রুততম স্পিনার হিসেবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার নজির গড়লেন ইমরান তাহির। অন্য়দিকে ম্যাচ প্রায় মুম্বইয়ের হাতেই। ২৪ বলে আর ১৬ রান প্রয়োজন তাদের।

22:41 (IST)07 May 19










































তাহির ইজ অন ফায়ার

৩১ বলে ২৮ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেন ইশান কিষাণ। তাহিরের বলে তাঁর স্টাম্প ছিটকে গেল। আর ঠিক তার পরের বলেই ক্রুনাল পাণ্ডিয়া তাহিরের হাতে ক্যাচ দিয়ে বসলেন। মুম্বইয়ের ৩৬ বলে ৩১ রান প্রয়োজন। হাতে রয়েছে হাফ ডজন উইকেট।

22:26 (IST)07 May 19










































জয়ের পথেই মুম্বই

চেন্নাইয়ের বোলারদের পক্ষে এই ম্যাচ ধোনিকে উপহার দেওয়াটা কার্যত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মুম্বইয়ের ৫৪ বলে আর ৫২ রান প্রয়োজন। বোঝাই যাচ্ছে ফাইনালের দোরগোড়ায় তারা। চেন্নাইয়ের জন্য এই ম্যাচে আর কিছুই রইল না। এখন দেখার যদি কোনও মিরাকেল ঘটে!

22:16 (IST)07 May 19










































চেন্নাই ক্রমেই ম্যাচ থেকে সরে যাচ্ছে

১১ ওভারে মুম্বইয়ের প্রয়োজন আর ৭৩ রান। ৯ ওভারে তারা তুলল ৫৯ রান। সূর্যকুমার আর ইশানকে দেখে মনে হচ্ছে তাঁরা ম্যাচ জিতিয়েই ড্রেসিংরুমে ফিরবেন। ধোনির বোলাররা শুরুতে যে ধাক্কা দিয়েছিলেন সেটা আর বজায় রাখতে পারলেন না। ম্যাচ ক্রমেই সিএসকে-র হাত থেকে বেরিয়ে যাচ্ছে।

22:04 (IST)07 May 19










































পাওয়ার প্লে শেষ

প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলল মুম্বই। ইশান কিষাণ বেশ ভাল ছন্দে রয়েছেন। সূর্যকুমার সেট হতে কিছুটা সময় নিচ্ছেন। ধোনি এবার ইমরান জাদেজা বা তাহিরকে এনেই উইকেট তুলে নিতে চাইবেন। উইকেট তুলতে না-পারলে চাপ বাড়বে চেন্নাইয়ের। মুম্বইয়ের হাতে এখনও পাণ্ডিয়া ভাইয়েরা এবং কায়রন পোলার্ডের মতো ব্যাটসম্য়ানরা রয়েছেন। রানের টার্গেটও সেরকম নয়।

21:54 (IST)07 May 19










































ভাজ্জির হাত ধরে দ্বিতীয় উইকেট চেন্নাইয়ের

হরভজন সিংয়ের কামাল। ম্যাচের চতুর্থ ওভারে এসে তুলে নিলেন ডি কককে। তিনি স্কুপ করে মারতে গিয়েছিলেন। কিন্তু এক্সট্রা কভারে দাঁড়িয়ে ছিলেন ডু প্লেসিস। ১০০টির মধ্য অন্তত ৯৯বার এই ক্যাচ তিনি ধরে নেবেন। আজও তাই হল। বিশ্বের সেরা ফিল্ডারদেরই একজন তিনি। চার ওভারে মুম্বই ২২ রানে ২ উইকেট হারাল। সূর্যর সঙ্গী এখন ইশান কিষাণ। চেন্নাইয়ের স্পিনাররাই আজ ধোনির ভরসা। এখনও তাহিরকে আনেননি তিনি।

21:49 (IST)07 May 19










































উইকেটের খোঁজে ধোনি

চেন্নাইয়েের ফিল্ডিং আজ দুর্দান্ত। কিন্তু ডি কক তার মধ্যেই ফাঁকফোকড় খুঁজে নিয়ে বল পাঠাচ্ছেন বাউন্ডারি রোপে। তিন ওভার শেষে মুম্বই ২০  রান তুলে ফেলল। ডি ককের সঙ্গে সূর্যও রয়েছেন ক্রিজে। দুজনেই  কিন্তু ধীরে ধীরে সেট হয়ে যাচ্ছেন। উইকেটের খোঁজে ধোনি

21:38 (IST)07 May 19










































চাহার ইউ বিউটি

চিপকে উড়ছে হলুদ পতাকা। দীপক চাহারের প্রথম বলেই দুরন্ত প্লেসমেন্টে চার মারলেন রোহিত শর্মা। আর দ্বিতীয় বলেই প্লাম এলবিডব্লিউ হয়ে গেলেন মুম্বইয়ের অধিপতি। রোহিত রিভিউ চেয়েছিলেন। কিন্তু টিভি আম্পায়ার জানিয়ে দিলেন  অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত একদম ঠিক। ফিরতে হল হিটম্যানকে। এখন সূর্যকুমারা যাদব খেলবেন ডি ককের সঙ্গে। প্রথম ওভারে মুম্বই ১ উইকেট হারিয়ে তুলল আট রান।

21:32 (IST)07 May 19










































ধোনির ভরসা সেই তাহির-হরভজন

চিপকের পিচে বল দুর্দান্ত টার্ন করছে। প্রথম ইনিংসেই সেটা বোঝা গিয়েছে। ঘরের মাঠে আজ  ধোনির দলের ভাগ্য লিখে দিতে পারেন ইমরান তাহির আর হরভজন সিং। এই দুই স্পিনারই হতে পারেন আজ ধোনির প্রধান যোদ্ধা। পেসার বলতে সেই দীপক চাহার। যার অস্ত্র কাটার। রোহিত শর্মা আর কুইন্টন ডি-ককে মুম্বইয়ের রান তাড়ার খেলা শুরু। যদিও চেন্নাইয়েরকাছে আজ জেতাটা রীতিমতো চাপের

21:15 (IST)07 May 19










































ফাইনালে যেতে মুম্বইয়ের টার্গেট ১৩২

জসপ্রীত বুমরা প্রথম বলেই ধোনিকে ফিরিয়ে দিয়েছিলেন। ক্যাচ আউট হয়ে যান মাহি। তাঁর ব্য়াটটা হাত থেকে ফসক গিয়েই বিপত্তি ঘটে। কিন্তু ধোনি এসে আম্পায়ারকে বলেন বুমরার বলটা নো কি না সেটা একবার পরখ করে নিন। ধোনির কথাই মিলে যায়। বুমরা নো দিয়েই ওভার শুরু করেছিলেন। ফিরে আসেন ধোনি।  কিন্তু ডেথওভার স্পেশালিস্ট বুমরার ইয়র্কার অস্ত্রে ধোনিরা পরাস্থ হলেন। মাত্র ৯ রান দিলেন তিনি। ২০ ওভারে ১৩১ তুলল চেন্নাই।

21:07 (IST)07 May 19










































ধোনি ধামাকা চিপকে

মালিঙ্গাকে এক ওভারে পরপর দুটো ছয় মারলেন ধোনি। ১৯ ওভার চেন্নাই তুলল ১২২। শেষ ওভারেও ধোনি চাইবেন এভাবেই ছয়ে ছয়ে স্কোরবোর্ডের রঙ বদলে দিতে। চিপকে এখন ধোনি...ধোনি..শব্দব্রহ্ম। দেখতে ধোনি-রায়ডুর ৫০ রানের পার্টনারশিপও হয়ে গেল।

20:55 (IST)07 May 19










































১৭ ওভার শেষ

ধোনিদের হাতে আর তিন ওভার। এখনও ১০০ রান পার করেনি চেন্নাই। শেষ তিন ওভারে ধোনি-রায়ডুর থেকে ম্যাজিকাল কিছু দেখার প্রত্যাশাই করছে চেন্নাই। ধোনিদের পক্ষে আজ মুম্বইকে চাপে রাখতে গেলে অসাধারণ বলটাই করতে হবে। কারণ বোঝাই যাচ্ছে আর যাই হোক ২০০-র কাছাকাছি রান সম্ভব নয় তাঁদের পক্ষে। ১৫০ রান করাটাও কার্যত চ্য়ালেঞ্জের।

20:45 (IST)07 May 19










































১৫ ওভারের খেলা শেষ

ম্যাচের এই অবস্থায় ধোনি-রায়ডুকে বলে দিতে হবে না, তাঁদের কী করণীয়। চার-ছক্কাতেই কথা বলছে তাঁদের ব্যাট। এটাই প্রত্য়াশিত তাঁদের থেকে। হাতে আর শেষ পাঁচ ওভার রয়েছে। ফলে এখন মারকাটারি ইনিংস ছাড়া কোনও রাস্তা নেই চেন্নাইয়ের সামনে। কারণ রান এখনও লড়াই করার জায়গায় নেই। মুম্বইয়ের ব্য়াটিং লাইন-আপ অসম্ভব শক্তিশালী। ফলে তাদেরকে চাপে রাখতে গেলে রান বাড়ানোই একমাত্র রাস্তা। ৯১ রান চেন্নাইয়ের ঝুলিতে।

20:31 (IST)07 May 19










































বিজয়ের অধ্যায় শেষ, নামলেন ধোনি

চাহারের টার্ন বুঝতেই পারলে না বিজয়। মিস করে গেলন। কুইন্টন ডি ককের অভিজ্ঞ দস্তানা কোনও ভুলই করল না স্টাম্প করতে। ১৩ ওভারের খেলা চলছে। ৬৫ রানে চার উইকেট হারাল চেন্নাই। মাঠে ধোনি...ধোনি...রব। চেন্নাইয়ের থালা নেমে পড়লেন। সিএসকে চাইবে তিনিই শেষ পর্যন্ত থেকে লড়াই করার মতো একটা রান তুলে দিক দলের জন্য়। অপেক্ষায় চিপক। রায়ডু-ধোনি জুটি অতীতে অনেক সাফল্য় পেয়েছে। আজ আবার একটা পরীক্ষা।

20:24 (IST)07 May 19










































১১ ওভার শেষ হয়ে গেল

চেন্নাইয়ের হাতে আর ৯ ওভার বাকি রয়েছে।  ৬১ রান উঠেছে। আর কোনও উইকেট পড়েনি এখনও পর্যন্ত। এটাই ভাল খবর। কিন্তু বিজয়-রায়ডুকে এখন চালিয়ে খেলতেই হবে। কারণ তাঁদের স্কোরবোর্ড কিন্তু ধুঁকছে। রানের অক্সিজেন প্রয়োজন চেন্নাইয়ের। দেখার কতদূর কী করতে পারেন তাঁরা!

20:13 (IST)07 May 19










































রায়ডু-বিজয় এগিয়ে নিয়ে যাচ্ছেন চেন্নাইকে

রায়ডু-বিজয় চেষ্টা করছেন দলটাকে এগিয়ে নিয়ে যেত। চেন্নাইয়ের বোলারদের চাপে রাখছেন এবার তাঁরা।সুযোগ বুঝেই রান রোটেট করছেন দুজনে। দেখতে গেলে রায়ডু এবং বিজয় এই দুই ক্রিকেটারই কিন্তু এই ফর্ম্যাটের একদম উপযোগী। হাতে রান রয়েছে। চার-ছক্কায় খেলা চালাতে পারেন। ৯ ওভার শেষে চেন্নাই ৩ উইকেটে ৪৬ রান তুলল। এখন চেন্নাইয়ের কাছে ব্যাটসম্যান বলতে ধোনি-জাদেজা রয়েছেন।

20:00 (IST)07 May 19










































পাওয়ার-প্লেতে চেন্নাইয়ের ৩ উইকেট চলে গেল

মুরলী বিজয় আর শেন ওয়াটসন প্রাথমিক ধাক্কা সামলে রানের গতিটা বাড়াতে শুরু করেছিলেন। কিন্তু ক্রুনাল পাণ্ডিয়া আসতেই সব হিসেব বদলে দিলেন। ওয়াটসনকে তুলে নিলেন ৬ নম্বর ওভারে। ৩২ রান তুলতে গিয়ে ৩ উইকেট চলে গেল সিএসকে-র। রীতিমত ব্যাকফুটে সিএসকে। বিজয়ের ছন্দে থাকা চেন্নাইয়ের জন্য শুভ ইঙ্গিত। খন আম্বাতি রায়ডুর সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা করবেন তিনি।

19:48 (IST)07 May 19










































কী করছে আজ চেন্নাই!

ফাফের পর এবার সুরেশ রায়না। জয়ন্ত যাদবের বলে তুলে মারতে গিয়ে তাঁর হাতেই ক্যাচ আউট হয়ে গেলেন। ১২ রানে ২ উইকেট চলে গেল চেন্নাইয়ের। গ্যালারিতে শচীন তেন্ডুলকর ও জাহির খানের মুখে চওড়া হাসি। চিন্তার ভাঁজ গ্যালারিতে। এরকমটা চায়নি সিএসকে-র ফ্যানেরা। আজ কেদার যাদবের পরিবর্ত মুরলী বিজয় খেলছেন। তিনিই এলেন তিনে ব্যাট করতে। মুম্বইয়ের বোলাররা রীতিমত চাপে রেখেছে চেন্নাইকে।

19:41 (IST)07 May 19










































এটা কী করলেন ফাফ!

শুরুতেই ধাক্কা খেল চেন্নাই। তৃতীয় ওভারেই উইকেট হারাল তারা। রাহুল চাহারের অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলন ফাফ। ৬ রানে ১ উইকেট চলে গেলে চেন্নাইয়ের। ওয়াটসনের সঙ্গে এখন সুরেশ রায়না খেলবেন। দুজনেই চাইবেন একটা পার্টনারশিপ গড়ে তুলতে। সবে খেলার শুরু। ফলে প্রথম উইকেট পতন নিয়ে তাদের না-ভাবলেও চলবে। চেন্নাইয়ের কাছে তাদের চিন্না থালা ওরফে রায়না বিশ্বাসের আরেক নাম।

19:34 (IST)07 May 19










































ফাফ-ওয়াটোতে চেন্নাইয়ের শুরু

সিএসকে বাকি দলের থেকে কোথায় আলাদা? এই প্রশ্নের অনেকগুলো উত্তর থাকলেও একটা সবচেয়ে বড় উত্তর তারা পাওয়ার-প্লে সেঅর্থে কাজে লাগায় না। প্রথম ৬টি ওভারে যখন বাকি দল রান তুলতে মরিয়া থাকে তখন চেন্নাই ধরে ধরে খেলে ইনিংসের টেম্পো বাড়ায়। শেষ ১৪ ওভারে জ্বলে ওঠে সিএসকে। আজও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। ফাফ দু প্লেসিস আর শেন ওয়াটসনের চেনা জুটিই ওপেন করতে নেমেছে। লসিথ মালিঙ্গার প্রথম ওভারটা তারা একদম দেখেই খেললেন। এল একটি মাত্র রান।

19:20 (IST)07 May 19










































পাণ্ডিয়া বনাম ধোনি

আজকের ম্য়াচটা সম্প্রচারক চ্য়ানেলের কাছে মাস্টার বনাম স্টুডেন্ট। ধোনিকে তারা মাস্টার বলছে আর পাণ্ডিয়াকে বলছে স্টুডেন্ট। কারণ এই মরসুমে পাণ্ডিয়া রয়েছেন দুরন্ত ফর্মে। আর ধোনির সিগনেচার হেলিকপ্টার শটটা তিনি দুরন্ত রপ্ত করে ফেলেছেন। সুযোগ পেলেই পাণ্ডিয়ার কপ্টার উড়ছে। দেখ যাক আজ গুরু-শিষ্য়র লড়াইয়ে কে জেতে!

19:04 (IST)07 May 19










































প্রথমে ব্যাট করবে চেন্নাই, দেখে নিন হেড-টু-হেড

টস জিতলেন মহেন্দ্র সিং ধোনি। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে বল করার আমন্ত্রণ জানালেন তিনি। রোহিতও জানালেন তিনি এই পিচে টস জিতলে আগেই ব্যাট করতেন।আইপিএলে মুম্বই বনাম চেন্নাইয়ের লড়াইয়ে রোহিত অ্যান্ড কোং ১৫-১১ এগিয়ে রয়েছে। কিন্তু এই পরিসংখ্য়ান প্লে-অফে অন্য় কথা বলছে। প্লে-অফে সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। ৪-৩ এগিয়ে রয়েছে সিএসকে। চিপকে মুম্বই-চেন্নাই মহারণে রোহিতরা আবার ৪-২ এগিয়ে রয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য আরও একটি এই সাত ম্যাচের মধ্যে মাত্র একটি ম্য়াচেই রান তাড়া করে জয় পাওয়া গিয়েছে।





আইপিএলের লিগ পর্যায়ের খেলা শেষ। বাকি আর চারটি ম্যাচ। কোয়ালিফায়ার ওয়ান, এলিমিনেটর, কোয়ালিফায়ার টু এবং প্রতীক্ষিত মেগাফাইনাল। ৫৬টি ম্যাচের পর দেখা যাচ্ছে চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনেই রয়ে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার। অরেঞ্জ ক্যাপ শোভা পাচ্ছে তাঁর মাথাতেই। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মগডালেই বিরাজমান দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা। তাঁর মাথায় রয়েছে পার্পল ক্যাপ।
IPL CSK Mumbai Indians MS DHONI
Advertisment