আইপিএল-এ মুখোমুখি ধোনি-কোহলি; ম্যাচের আগেই মিম-বৃষ্টি

আইপিএল জ্বরে কাঁপছে সারা দেশ। বিরাট কোহলি, না মহেন্দ্র সিং ধোনি, ট্রফি কার হাতে উঠবে, তাই নিয়ে দু'ভাগে ভাগ তামাম ক্রিকেটপ্রেমী। নেটিজেনরাই বা পিছিয়ে থাকবে কেন? সোশাল মিডিয়া ভাসছে মিম বন্যায়

আইপিএল জ্বরে কাঁপছে সারা দেশ। বিরাট কোহলি, না মহেন্দ্র সিং ধোনি, ট্রফি কার হাতে উঠবে, তাই নিয়ে দু'ভাগে ভাগ তামাম ক্রিকেটপ্রেমী। নেটিজেনরাই বা পিছিয়ে থাকবে কেন? সোশাল মিডিয়া ভাসছে মিম বন্যায়

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১২ তম মরশুমের খেলা শুরু শনিবারই। প্রথম দিনেই এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। গত বছরের বিজয়ী দল সিএসকে যে নিজেদের ঘরের স্টেডিয়ামে বাড়তি কিছু সুবিধা পাবেন, তা আর বলার নয়। তবে উদ্বোধনী ম্যাচে আরসিবিও নিজের জাত বোঝাতে মরিয়া।

Advertisment

আইপিএল জ্বরে কাঁপছে সারা দেশ। বিরাট কোহলি, না মহেন্দ্র সিং ধোনি, ট্রফি কার হাতে উঠবে, তাই নিয়ে দু'ভাগে ভাগ তামাম ক্রিকেটপ্রেমী। নেটিজেনরাই বা পিছিয়ে থাকবে কেন? সোশাল মিডিয়া ভাসছে মিম বন্যায়।

Advertisment

আরও পড়ুন, বড্ড মোটা হয়ে গেছেন, ফিরতে পারবেন না পলাতক মেহুল চোকসি

অস্বীকার করার উপায় নেই, মিমের অধিকাংশই  আরসিবি কে নিয়ে। একটাও আইপিএল ট্রফি এখনও পর্যন্ত বগলদাবা করতে পারেনি এই দল।


কেউ বলছে আরসিবি যদি ইঞ্জিনিয়র হয়, আইপিএল ট্রফি তবে চাকরির মত। অর্থাৎ কিনা হাপিত্যেশ করে বসে থাকলেও জুটবে না।


প্রসঙ্গত, গৌতম গম্ভীর সম্প্রতি বলেছেন, বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও যে বিরাট কোহলি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক থাকতে পারছেন, এটা খুবই ভাগ্যের ব্যাপার। কোহলি অবশ্য এসবে এতটুকু দমতে রাজি নন। তিনি জানিয়েছেন, কীসের ভিত্তিতে তাকে বিচার করা হচ্ছে, তা নিয়ে একটুও বিচলিত নন তিনি।

Read the full story in English

IPL Virat Kohli