Delhi Capitals vs Rajasthan Royals Live Cricket Score Updates: আজ ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান ১১৫ রান তোলে। এদিন দিল্লির হয়ে দুরন্ত বল করলেন ইশান্ত-অমিত। রান তাড়া করতে নেমে ২৩ বাল বাকি থাকতেই পাঁচ উইকেট জিতে যায় দিল্লি।
দিল্লি আজ জিতলে পৌঁছে যাবে ১৮ পয়েন্টে। মুম্বই যদি কলকাতার বিরুদ্ধে তাদের লিগের শেষ ম্যাচে হারে তাহলে পয়েন্ট টেবিলে দু'নম্বরে থেকেই শেষ করবে দিল্লি। কিন্তু হারলে সে স্বপ্নভঙ্গ হবে। এই মুহূর্তে চেন্নাই-মুম্বইয়ের পর তিনে দিল্লি। তাদের নেট রান রেট কিন্তু মাইনাসে (-০.০৯৬)।
অন্যদিকে গত ম্যাচে আরসিবি-র কাছে হারের পরেও রয়্যালসের প্লে-অফের ক্ষীণ আশা এখনও বেঁচে রয়েছে। প্লে-অফে যেতে গেলে অজিঙ্ক রাহানেদের শুধু আজ দিল্লিকে হারালেই চলবে না। তাদের আশা করতে হবে হায়দরাবাদ যেন ব্য়াঙ্গালোরের কাছে হারে। কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্য়াচের জয়ী দলকে শেষ ম্যাচে হারতে হবে। রয়্যালসরা আজ আত্মবিশ্বাসী হয়েই অ্যাওয়ে ম্যাচ খেলবে। তারা ব্যাক-টু-ব্যাক ম্যাচ জিতে এসেছে। অন্যদিকে দিল্লিকে গত ম্যাচে চেন্নাইয়ের কাছে ৮০ রানে হারতে হয়েছে। মরসুমের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের সাক্ষী থেকেছে দিল্লি।
Live IPL 2019:DC vs RR Playing 11 live Scorecard:
Live Blog
Delhi Capitals vs Rajasthan Royals Live Cricket Score Updates in Bengali
গতকাল
শুভমান গিলের ব্যাটে প্লে-অফের আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার মোহালিতে গিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে সাত উইকেটে হারিয়েছে দীনেশ কার্তিক অ্যান্ড কোং। কিংসের ১৮৩ রান তাড়া করতে নেমে গিল অনবদ্য ইনিংস উপহার দেন। ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে নেমে ৪৯ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের স্টার।
ছক্কা মেরে শেষ করলেন পন্থ। পাঁচ উইকেটে রাজস্থানকে হারাল দিল্লি। এই মরসুমের মতো রয়্যালসদের আইপিএল অভিযান এখানেই শেষ হল।
গোপালের বলে বড় শট মারতে গিয়ে রাদারফোর্ড উইকেটটা দিয়ে আসলেন লিভিংস্টোনের হাতে। ১৬ ওভারের খেলা চলছে। ২৮ বলে আর ১০ রান প্রয়োজন দিল্লির। ফলে উইকেট হারালেও চিন্তার কিছুই থাকবে না দিল্লির। তাদের জয় শুধু সময়ের অপেক্ষা। অপরপ্রান্তে উইকেট আগলে রেখেছেন পন্থ
ফের সোধির কামাল। তিনি ফিরিয়ে দিলেন ইনগ্রামকে। রাহানের হাতে ক্যাচ দিয়ে বসলেন তিনি। সুইপ করতে গিয়েই ঠিকঠাক কানেক্ট করতে পারলেন না। এখন পন্থের পার্টনার রাদারফোর্ড। ৩৬ বলে আর প্রয়োজন ৩২ রান। চার উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে দিল্লি। এখন পন্থই ভরসা।
১২ ওভারের খেলা শেষ। দিল্লি তুলল ৭৭ রান। সেঅর্থে বিপদসীমা থেকে অনেকটা দূরেই রয়েছে ক্যাপিটালস। রাজস্থানের ম্যাচে ফেরার সম্ভাবনা ক্রমেই কমছে। ৪৮ বলে ৩৯ রান প্রয়োজন দিল্লির। ঋষভ পন্থ রয়েছেন দুরন্ত ছন্দে। ইনগ্রামও ধীরে ধীরে টেম্পো ধরার চেষ্টা করছেন।
গোপাল আসতেই উইকেট পেল রাজস্থান। লিভিংস্টোনের হাতে শ্রেয়াস আয়ার ক্যাচ আউট হয়ে গেলেন। আট ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৬৩ রান তুলল দিল্লি। ১২ ওভারে আর ৫৩ রান প্রয়োজন। পন্থকে সঙ্গ দেবেন কলিন ইনগ্রাম। রান বেশি থাকলে চিন্তার ভাঁজ পড়ত দিল্লির কপালে। কিন্তু এখনও সাত উইকেট রয়েছে তাদের হাতে। টার্গেটও সেঅর্থে সেরকম নয়।
প্রথম ৬ ওভারে ৪৬ রান তুলল দিল্লি। যদিও ২ উইকেট চলে গিয়েছে তাদের। ১৪ ওভারে আর ৭০ রান প্রয়োজন। হাতে এখনও আট উইকেট। রাজস্থানের ম্যাচে ফেরার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তারা একটা কামড় দেওয়ার চেষ্টা অন্তত করবে। পন্থ আর আয়ার প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সোধির বলে ফিরে গেলেন শিখর ধাওয়ান আর পৃথ্বী শ। চার ওভারেই ২৮ রানে জোড়া উইকেট হারাল দিল্লি। দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরল রাজস্থান। আচমকা এই আঘাতটা প্রত্যাশিত ছিল না দিল্লির কাছে। কিন্তু এখনও তাঁদের হাতে আয়ার-পন্থের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। সেঅর্থে রানটাও বেশি নয়। ফলে টার্গেট সহজেই পূরণ করা সম্ভব।
ধাওয়ান-পৃথ্বীকে দেখে মনে হচ্ছে তাঁরা পার্কে হাঁটতে এসেছেন। অনায়াস দক্ষতায় এবং অত্যন্ত সহজেই রান তুলছেন। এখনও পর্যন্ত রাজস্থানের বোলাররা তাঁদের চ্যালেঞ্জ জানাতে পারেননি। তিন ওভারেই তুলে ফেললেন ২৮ রান। ১৭ ওভারে আর ৯২ রান প্রয়োজন।
রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায় আর মহম্মদ কাইফের দলকে আজ আর আলাদা করে কিছু বলার থাকবে না। 'গো অ্যান্ড এনজয় দ্য গেম' এই কথা বলেই শিখর ধাওয়ান আর পৃথ্বী শকে মাঠে পাঠিয়েছেন তাঁরা। প্রথম ওভারের শেষ দিল্লি তুলল ৬ রান।
শেষ পর্যন্ত ১১৫ রান তুলল রাজস্থান। এর মধ্যে ৫০ রানই রিয়ান পরাগের। তাঁর ব্যাটে ভর করেই রাজস্থান খানিকটা লড়তে পারল। কিন্তু দিল্লি এই টার্গেট অনায়াসেই আর সময়ের আগেই করে ফেলবে বলেই প্রত্যাশা করা যায়। শিখর ধাওয়ান-পৃথ্বী শদের মাঠে নামার অপেক্ষা।
অবশেষে ১০০ ছুঁল রাজস্থান রয়্যালস। বাকি আর শেষ এক ওভারের খেলা। এক সময় রাজস্থান ১০০ দেখতে পারবে কি না, সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে ১০০ উঠল। শেষ ৬ বলে দেখার রাজস্থান কিছু ম্য়াজিক করতে পারে কি না!
আট উইকেট চলে গেল রাজস্থানের। ইশ সোধিকে ফেরালেন বোল্ট। এই উইকেটের সঙ্গেই বোল্টের টি-২০ ফর্ম্যাটে উইকেটের সেঞ্চুরি হয়ে গেল। ১৮ ওভারে ৯৭ রান তুলতে পেরেছে তারা। শেষ ২ ওভারের খেলা বাকি রয়েছে। সেঅর্থে বলার মতো আর কিছু নেই। দিল্লির এখন মাঠে নামার অপেক্ষায় কোটলা। অবশ্যই দিল্লির ফ্যানেরা চাইবেন জয় দেখে দ্রুত বাড়ি ফিরতে।
১৬ ওভারের খেলা শেষ। মাত্র ৭৫ রান তুলতে পারলেন রাহানেরা। শেষ চার ওভারে রয়্যাল সমর্করা আর কত রানই বা আশা করতে পারেন। স্টেডিয়াম থেকে কিছু মানুষ যদি এখনই বাড়ির পথে হাঁটা দেন, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ তাঁরা বিনোদনে মোড়া একটা ম্য়াচ দেখতে আসেন। এরকম একপেশে ক্রিকেট নয়।
বেশিক্ষণ অপেক্ষা করতে হল না অমিত মিশ্রকে। তৃতীয় উইকেটটি পেয়ে গেলেন তিনি। সাত উইকেট চলে গেল রাজস্থানের। ১৪ ওভারে ৬৭ রান তুলেছে তারা। হাতে আর ৬ ওভার। এখনই বলে দেওয়া যায় কোনও অঘটন না-ঘটলে এই ম্যাচ নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যাবে। আজ দিল্লির দিন। এ আর বলার অপেক্ষা রাখে না।
১২ নম্বর ওভারে এসে জোড়া উইকেট তুলে নিলেন অমিত মিশ্র। আর একটু হলে সাত উইকেটও হারিয়ে ফেলতে পারত তারা। বোল্ট ক্যাচ না মিস করলে মিশ্র তিন উইকেট নিয়ে ওভার শেষ করতে পারতেন। ১২ ওভারের পর হাফ ডডন উইকেট খুইয়ে রাজস্থান তুলল ৫৯ রান। বোঝাই যাচ্ছে দলটা কোমায় চলে গেল। কোটলার রঙ এখন নীল।
১০ ওভার শেষে রাজস্থান মাত্র ৫৫ রান তুলল। ৫.৫-এর গড় তাদের। হাতে রয়েছে আর হাফডজন উইকেট। রাজস্থান আজ ১৫০-র গণ্ডী টপকাতে পারলে সমর্থকরা কিছুটা হলেও খুশি হবেন। কিন্তু দিল্লি তাঁদেরকে কত'টা খুশি রাখতে সাহায্য করবে তার উত্তর সময় দেবে। রাজস্থানের হাতে শেষ ১০ ওভার। লড়াইটা আরও কঠিন। কারণ আজ হারলে প্লে-অপ কার্যত স্বপ্ন হয়ে যাবে তাদের কাছে
ম্যাচের তৃতীয় উইকেট চলে আসল ইশান্তের ঝুলিতে। এমকে লোমরোর ইশান্তের বলে ক্যাচ আউট হয়ে গেলেন পন্থের হাতে। বোঝাই যাচ্ছে এই ম্যাচে আর রাজস্থানের জন্য কিছুই আর বাকি রইল না। দিল্লি এখনই ম্যাচ তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। ৬ ওভার শেষে চার উইকেট হারিয়ে ৩০ রান তুলতে পেরেছে রাজস্থান। বাধ্যতামূলক পাওয়ার-প্লে তে টিমগুলোর লক্ষ্যই থাকে রান যত সম্ভব বাড়িয়ে নেওয়া। কিন্তু রাজস্থান একের পর এক উইকেট দিয়ে দিল্লির কাজটা সহজ করে দিল।
পাঁচ ওভারও শেষ হল না। ২৬ রানের মধ্যে রাজস্থানের টপ অর্ডার ফিরে গেল ডাগআউটে। রাহানের পর লিভিংস্টোন (ইশান্তের দ্বিতীয় শিকার) আর স্যামসন উইকেটটা দিয়ে আসলেন। এখন রাজস্থানের ঝুলিতে ব্য়াটসম্য়ান বলতে পরাগ, বিনি, গোথামরা রয়েছেন। আজ স্মিথের অভাব ভোগাবে রাহানেকে। ম্যাচে এখনই ব্যাকফুটে চলে গেল শিল্পা শেঠির টিম। ঘরের মাঠে ফুল ফোটাচ্ছে দিল্লি।
ইশান্ত শর্মার হাত ধরে খাতা খুলল দিল্লি। ইশান্ত এসেছিলেন দ্বিতীয় ওভারে। শেষ বলেই তুলে নিলেন রাহানেকে। রাজস্থানের ক্যাপ্টেন স্কোয়ারে ফ্লিক করতে গিয়ে ব্যাটের খোঁচায় ফাইন লেগে পাঠিয়ে দিয়েছিলেন বল। শিখর ধাওয়ান দৌড়ে এসে ক্যাচ নিলেন। ২ ওভার শেষে ১১ রান তুলল রাজস্থান। এখন সনজু স্যামসন খেলবেন লিভিংস্টোনের সঙ্গে। দিল্লির জন্য় শুরুতেই বড় প্রাপ্তি। এখন একটা পার্টনারশিপ প্রয়োজন।
লিয়াম লিভিংস্টোন আর অজিঙ্ক রাহানের ব্যাটে রাজস্থানের ইনিংস শুরু। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারটা একটু ধরেই খেললেন তাঁরা। বোল্ট বিশ্বের অন্যতম সেরা বোলার। তাঁর প্রথম ওভারেই ধুমধাড়াক্কা খেলার সাহস দেখানো সহজ নয়। ফলে সেই পথে হাঁটলেন না রাজস্থানের ওপেনাররা। প্রথম ওভারে রাজস্থান তুলল ৪
১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে শ্রেয়াস গোপাল এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে। গোপালের গুগলিতেই উইকেট দিয়েছেন ১৮ জন। চলতি আইপিএলে এটাই সর্বোচ্চ। চমকে দেওয়ার মতো বিষয় হল যে, গিল টপ অর্ডারের ব্যাটসম্য়ানদেরই ফিরিয়েছেন। আজও গোপালের দিকে চোখ থাকবে। রাজস্থান গর্বিত তাঁর জন্য়। রাহানের যোদ্ধা হতে চলেছেন তিনি।
টস জিতে কোটলায় ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অজিঙ্ক রাহানে। দিল্লিকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানালেন তিনি। রাহানের আজ আর ১৪ রান প্রয়োজন। তাহলেই টি-২০ ক্রিকেটে তাঁর ৫০০০ রান পূর্ণ হয়ে যাবে তাঁর। অন্যদিকে শিখর ধাওয়ান আর চারটি ছয় মারতে পারলেই আইপিএলে ছক্কার সেঞ্চুরি করে ফেলবেন।
আইপিএলের পার্পেল ক্যাপ মাথায় নিয়েই দেশে ফিরে গিয়েছে কাগিসো রাবাদা। গত ম্যাচে চোটের জন্য চেন্নাইয়ের বিরুদ্ধে সাইডলাইনে ছিলেন এই টুর্নামেন্টে চলতি মরসুমের সবচেয়ে সফল বোলার। বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। ফলে দক্ষিণ আফ্রিকা তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। ফলে আগেই তাঁকে দেশে ফিরতে আসতে বলেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। অন্যদিকে রাজস্থানের ক্যাপ্টেন স্টিভ স্মিথ বিশ্বকাপের জন্য দেশে ফিরেছেন। ফলে আজ আবার ক্যাপ্টেনসি সামলাবেন অজিঙ্ক রাহানে।