আইপিএল শেষ হয়ে গিয়েছে প্রায় সপ্তাহ দু-য়েক হতে চলল। তবে আইপিএলের হ্যাং-ওভার যেন কাটছেই না। এবার অবশ্য নেতিবাচক কারণে শিরোনামে আইপিএল। জুয়ার কারণে নিজের বাবা-কেই খুন করে ফেলল এক জুয়ারি। জাতীয় স্তরের প্রচারমাধ্যমের খবর, আইপিএলে জুয়া খেলে লক্ষাধিক টাকা হেরে যান এক ব্যক্তি। তারপরে তিনি সেই টাকা ধার চান নিজের পিতার কাছে। তবে বাবা সেই টাকা দিতে অসম্মত হওয়ায় খুন করে ফেলেন সেই জুয়ারি। এই নৃশংস হত্যাকাণ্ডে তাকেই আবার সাহায্য করেছে, তার নাবালক পুত্র। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রোহতকে আসবাবপত্রের ব্যবসা করেন। আইপিএলের সময়ে তিনি জুয়া খেলেন প্রত্যেক বছরে। এই বছরেই সেই কীর্তির ব্যতিক্রম ঘটেনি। আইপিএল-বেটিংয়ে জড়িয়ে প্রায় দু লাখ টাকার কাছাকাছি হেরে যান তিনি। পুরোটাই আবার অন্য একজনের কাছ থেকে ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে রীতিমতো গলদঘর্ম অবস্থা হয়েছিল তাঁর। এমন অবস্থায় বাবা-র কাছেই সেই টাকা ধার চেয়েছিলেন ওই ব্য়ক্তি। তবে জুয়ার টাকা পরিশোধ করতে অসম্মত ছিলেন বাবা।
এরপরেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাবা-ছেলে। উত্তেজিত অবস্থায় শ্বাসরোধ করে বাবা-কে হত্যা করে বসেন ওই ব্যক্তি। সাহায্য করেন নাবালক ছেলেও। এরপর পিতা-পুত্র মিলে মৃতদেহ পাশের এক চিনিকলে রেখে আসেন।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তির কথায় অসঙ্গতি লক্ষ্য করেন পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। নাবালক পুত্রকেও আইনের শরণে নেওয়া হয়েছে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠছে সবাই।