Advertisment

IPL 2019: কোন সমীকরণে প্লে-অফে যেতে পারে কলকাতা?

আইপিএল টুয়েলভে কলকাতা নাইট রাইডার্সের নতুন স্লোগান, ‘আখরি দম তক, আখরি রান তক!’ যেভাবে চলছে তাতে করে নাইটদের সত্যিই 'আখরি দম তক' লড়েই প্লে-অফের পথ ধরতে হবে। যে রাস্তা আক্ষরিক অর্থেই দুর্গম এবং কঠিন।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2019: How KKR an still qualify for playoff:

কোন সমীকরণে প্লে-অফে যেতে পারে কলকাতা? (ছবি-টুইটার/কেকেআর)

আইপিএল টুয়েলভে কলকাতা নাইট রাইডার্সের নতুন স্লোগান, ‘আখরি দম তক, আখরি রান তক!’ যেভাবে চলছে তাতে করে নাইটদের সত্যিই 'আখরি দম তক' লড়েই প্লে-অফের পথ ধরতে হবে। যে রাস্তা আক্ষরিক অর্থেই দুর্গম এবং কঠিন। তৎসহ প্রয়োজন ভাগ্যদেবীর অপার করুণা। তবেই কলকাতা যেতে পারে শেষ চারে।

Advertisment

আট দলের আইপিএল লড়াইয়ে শাহরুখ খানের টিম এখন শেষের থেকে তিনে। তারা যদি প্রথম থেকে তিনে থাকত তাহলে এত ভাবতে হত না কেকেআরকে। ১১ ম্যাচে দীনেশ কার্তিকদের ঘরে আট পয়েন্ট। নেট রান রেট -০.০৫০। ২০০৯ মরসুমের পর সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে নাইটরা। এক-আধটা নয়, টানা ছ'টা ম্যাচ হেরেছে জ্যাক কালিসের শিষ্য়রা। বোঝাই যাচ্ছে কেকেআর নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরে বসে রয়েছে।

আরও পড়ুন: কেকেআর কেন কেকে-হার?

ভেন্টিলেশনে চলে যাওয়া দলটার এখন সরকারি ভাবে শুধু 'ডেথ সার্টিফিকেট' পাওয়ার অপেক্ষা। কিন্তু কলকাতার মানুষ তাঁদের আবেগের সঙ্গে জড়িয়ে যাওয়া দলটাকে এভাবে মৃত্যু পথযাত্রী হিসেবে দেখতে পারছেন না। কেকেআরে লক্ষ লক্ষ সমর্থক আশা করছেন নাইটরা সব প্রতিকূলতাকে কাটিয়েই কামব্যাক করবে।

এখন প্রশ্ন কী ভাবে কলকাতা প্লে-অফে উঠতে পারে? সমীকরণ রীতিমত কঠিন। রয়েছে অঙ্ক এবং হিসেব নিকাশ। একটা কথা দিনের আলোর মতো পরিস্কার। দীনেশরা যদি ট্রফি হাতে নেওয়ার স্বপ্ন দেখেন, তাহলে তাঁদের সেটা বাস্তবায়িত করতে সবার আগে প্রথম তিনটি ম্যাচই জিততে হবে। সবকটি ম্য়াচই হতে চলেছে ডু-অর-ডাই। মন্ত্র সেই একটাই, ‘আখরি দম তক, আখরি রান তক!’

আরও পড়ুন: আইপিএলে অপ্রতিরোধ্য, মন ভাল করে দেওয়া পুরস্কার পেলেন রাসেল

কলকাতা লিগের শেষ তিন ম্যাচে দু'বারই খেলবে টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট ও তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। অপর প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। লিগ টেবিলের সেকেন্ড বয় রোহিত শর্মা অ্যান্ড কোং। আগামিকাল অর্থাৎ রবিবার তারা ইডেন গার্ডেন্সে খেলবে দীনেশদের সঙ্গে। এরপর ৩ মে, শুক্রবার কলকাতা মোহালিতে মুখোমুখি হবে পাঞ্জাবের। ৫ মে, রবিবার চলতি লিগের ফিরতি ম্যাচে মুম্বইয়ের সঙ্গে খেলবে রোহিতদের ঘরের মাঠে খেলবে কলকাতা। ইডেনে কার্তিকদের শুধু রোহতিদের হারালেই চলবে না। জিততে হবে বড় ব্যবধানে।

কেকেআরের মতোই সমসংখ্যক ম্যাচ খেলে আট পয়েন্টে দাঁড়িয়ে বিরাট কোহলির রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবং স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালসও। কেকেআরের জন্য একটাই ভাল খবর। শেষে থাকা তিন দলের মধ্যে দীনেশদের রান রেট বেশি। রাজস্থানের ও আরসিবি-র রানরেট যথাক্রমে -০.৩৯০ ও -০.৬৮৩।

লিগ টেবিলের পাঁচে থাকা কিংস পাঞ্জাবের ঝুলিতে ১০ ম্যাচে ১১ পয়েন্ট। নেট রান রেট -০.১১৭। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে দাঁড়িয়ে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে তারা। নেট রান রেট +০.৬৫৪। রবিবার দীনেশরা জিততে না-পারলে এবারের মতো তাদের অভিযান শেষ হয়ে যাবে এখানেই।

ঘটনাচক্রে আইপিএলের ইতিহাস বলছে মুম্বই বনাম কলকাতা মহারণে গঙ্গাপারের শহরের থেকে অনেকটাই এগিয়ে আরবসাগরের তীরবর্তী শহর। ২৩ বার মুখোমুখি হয়েছে কলকাতা-মুম্বই। মাত্র পাঁচবার জিতেছে কেকেআর। আর ইডেনে কলকাতা জিতেছে দু’বার। প্রথমবার ২০১০ সালে। তখন কলকাতার ক্যাপ্টেন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। শেষবার ২০১৫-তে গৌতম গম্ভীরের ক্যাপ্টেনসিতে।

দীনেশ কি পারবেন ম্যাজিক করতে? উত্তরের অপেক্ষায় শহরবাসী।

Mumbai Indians Kolkata Knight Riders IPL
Advertisment