বিশ্বকাপ নয়, এবি ডিভিলিয়ার্সের কাছে আইপিএল-ই সেরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দক্ষিণ আফ্রিকান মহাতারকা আইপিএলে খেলতে এসেই সাফ জানিয়ে দিচ্ছেন, "আইপিএলের ধারেকাছে কোনও টুর্নামেন্ট নেই। সত্যি কথা বলতে, গোটা বিশ্ব জুড়েই বিভিন্ন টুর্নামেন্টে খেলি। জানি, এখন আইপিএল খেলতে এসে ভারতে বসে আছি। এটা বলা সহজ। তবে আমার মনে হয়, এটা (আইপিএল) বিশ্বকাপের থেকেও ভাল।"
আরও পড়ুন
চলতি আইপিএলে অবশ্য ডিভিলিয়ার্স নিজের প্রত্যাশিত ফর্ম দেখাতে পারেননি। তা-ও ১২ ম্যাচে এবিডি ৪৯ গড়ে করেছেন ৪৪১ রান। কিংস ইলেভেনের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৮২ রানের দুরন্ত ইনিংসও উপহার দিয়েছেন তিনি। যাইহোক, বরাবরের মতো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-ও লিগ তালিকায় সর্বশেষ। প্লে অফের কক্ষপথ থেকে ছিটকে গেলেও ডিভিলিয়ার্স ভারতেই রয়েছেন।
সম্প্রতি, এক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে দিল্লিতে গিয়েছিলেন এবিডি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিভিন্ন দেশের ঘরোয়া টি টোয়েন্টি খেলার মান নিয়ে। সেখানেই অকপট প্রোটিয়াজ কিংবদন্তি জানান, "যত জায়গায় খেলেছি তার মধ্যে এটাই সবচেয়ে অবিশ্বাস্য। তবে সব সময় না। এখন যে পর্যায়ে আছে প্রথম পাঁচ বছর এর ধারেকাছেও ছিল না। এতটা গভীর, এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ- জাস্ট ইনক্রেডিবল।"
আইপিএলে খেলার পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন দেশের মানঝি সুপার লিগে।
যাইহোক, বিশ্বকাপে খেলতে না পারায় ডি ভিলিয়ার্সের মনে কোনও আক্ষেপ নেই। তাঁর বক্তব্য, "খেলতে পারলে ভালই লাগত। ব্যাট হাতে ফর্মেই রয়েছি। তবে অনেক দেরি হয়ে গেছে।" সেই সঙ্গে তাঁর সংযোজন, "আমি আন্তর্জাতিক ক্রিকেট মিস করি না।"