/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/Sourav-and-panth.jpg)
ম্যাচের পর সৌরভের কোলে পন্থ, কী বলছেন দিল্লির তারকা? (ছবি-টুইটার/সৌরভ গঙ্গোপাধ্য়ায়)
সোমবার জয়পুর দেখেছে দুরন্ত একটি আইপিএল ম্যাচ। এরকম খেলা দেখার প্রত্যাশাতেই দর্শকরা স্টেডিয়াম ভরান। ম্যাচে টস জিতে শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটালস স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিল। রাহানের অসাধারণ সেঞ্চুরিতে (৬৩ বলে ১০০) ভর করে রাজস্থান ১৯২ রানের টার্গেট দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে।
এই রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। সৌজন্যে ঋষভ পন্থের ৩৬ বলের ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। ম্যাচের সেরাও হন পন্থ। এই জয়ের সুবাদে লিগ টেবিলে এখন সবার আগে চলে এসেছে দিল্লি। সমসংখ্যক পয়েন্ট পেয়ে নেটরানের নিরিখে দু'নম্বরে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: চ্যাপেলের দেশে সৌরভের নামে বিয়ার, তাজ্জব সোশাল মিডিয়া
Rishabh pant @RishabPant777 @ParthJindal11 u deserve this .. u r wow pic.twitter.com/tTYgWrZZpH
— Sourav Ganguly (@SGanguly99) April 22, 2019
পন্থ দলকে জিতিয়ে ফেরানোর পরেই দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্য়ায় তাঁকে কোলে তুলে নেন। এমনকী সৌরভ টুইটারে সেই ছবি পোস্ট করে লিখেছেন, "পন্থ তুমি এটারই যোগ্য। তুমি ওয়াও।" এই মুহূর্তে সোশাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ছবিই। কলকাতার দাদার প্রশংসায় আবারও পঞ্চমুখ তাঁর ফ্যানেরা। ম্যাচের পর পন্থকেও জড়িয়ে রেখেছিল এই ভাললাগা। তিনি বললেন, "ম্যাচ শেষ করে ফেরার পর সকলেই ভালবাসায় আমাকে ভরিয়ে দিয়েছে। কিন্তু সৌরভ স্যারের কোলে তুলে নেওয়ার অভিজ্ঞতটাই আলাদা।" এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন পন্থ। কিন্তু বিশ্বকাপে ভারতের ১৫ সদস্য়ের দলে ঠাঁই হয়নি তাঁর। পন্থ কিন্তু নির্বাচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে, তাঁরও ইংল্যান্ডের বিমানে থাকা উচিত ছিল।