Advertisment

IPL 2019: জোড়া আউট করে খলিলের ফোন কোহলিকে! দেখিয়ে দিলেন ক্যাপ্টেনকে

IPL 2019: সেলিব্রেশনের ভঙ্গি অধিকাংশ সময়েই অর্থবহ। খলিলের সেলিব্রেশনও ব্যতিক্রম নয়। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, একাধিক তত্ত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
Syed Khaleel Ahmed of Sunrisers Hyderabad celebrates the wicket of Shreyas Iyer

শ্রেয়স আইয়ারকে আউট করার পরে খলিল আহমেদ (আইপিএল ওয়েবসাইট)

গোল করলেই দু-হাত কানের কাছে এনে অদ্ভূত ভঙ্গিতে সেলিব্রেশন! আন্তোনিও গ্রিঁজম্যানের দৌলতে বিখ্যাত র‌্যাপার ড্রেকের 'হটলাইন ব্লিঙ্গ' ট্রেন্ডিং এখনও। বিশ্বকাপ হোক বা ঘরোয়া লা লিগা- ফরাসি স্ট্রাইকারের গোল উদযাপন বহুলচর্চিত। আইপিএল কিন্তু নতুন 'গ্রিজম্যানের' জন্ম দিয়ে গেল। বুধবার রাতের পরে সানরাইজার্স বোলার খলিল আহমেদকে বলা হচ্ছে 'আইপিএলের গ্রিঁজম্যান'! স্রেফ দুর্দান্ত সেলিব্রেশন করেই শিরোনামে চলে এসেছেন উঠতি পেসার। গ্রিজম্যানের 'হটলাইন ব্লিঙ্গ'-এর পালটা খলিলের 'ফোন কল সেলিব্রেশন'!

Advertisment

স্কোরবোর্ডে হায়দরাবাদের টার্গেট ছিল মাত্র ১৬২। স্লো পিচে রান তাড়া করতে নেমে পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান শুরুটাও বেশ ভাল করেছিলেন। ধাওয়ান আউট হয়ে গেলেও পৃথ্বী-র শো চলছিল। তবে খলিল আহমেদ এক ওভারেই যত নাটক! পরপর খলিল ফিরিয়ে দেন দুরন্ত ফর্মে ব্যাট করতে থাকা পৃথ্বী ও সদ্য ক্রিজে আসা শ্রেয়স আইয়ারকে। তারপরেই ফোন করার ভঙ্গিতে অদ্ভূত সেলিব্রেশনে মেতে ওঠেন খলিল।

আরও পড়ুন IPL 2019 SRH vs DC Highlights in Bengali: শুরু পৃথ্বীর, শেষে ঋষভ-ঝড়, রূদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদ-জয় দিল্লির

সেলিব্রেশনের ভঙ্গি অধিকাংশ সময়েই অর্থবহ। খলিলের সেলিব্রেশনও ব্যতিক্রম নয়। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আসলে খলিল নির্বাচকদের বোঝাতে চাইছিলেন, তিনি-ও জাতীয় দলের নিয়মিত সদস্য হতে প্রস্তুত। তবে অনেকেই মনে করছেন, খলিলের উদযাপনের নেপথ্য-রহস্য এতটাও নিরামিষ নয়। আসলে কোহলিকে দেখিয়ে দেওয়ার উদ্দেশেই নাকি খলিলের উদ্দাম উদযাপন।



গ্রুপ পর্বে আরসিবি-র বিরুদ্ধে খেলার সময়ে কোহলিকে আউট করে তুমুলভাবে সেলিব্রেট করেছিলেন খলিল। হাত দিয়ে অর্থবহ ইঙ্গিত-ও করেছিলেন। পরে খলিলের সেলিব্রেশনকে ব্যঙ্গ করে প্রকাশ্যেই ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন কোহলি। ক্রিকেট মহলের ধারনা, কোহলিকে আরও একবার 'দেখিয়ে দিতেই' খলিলের এমন বাঁধনছাড়া উল্লাস। খলিল হায়দরাবাদকে ম্যাচে ফিরিয়ে আনলেও, শেষরক্ষা করতে পারেনি যদিও। ঋষভ পন্থের রুদ্ধশ্বাস ব্যাটিং শেষদিকে তফাত গড়ে দেয়।

IPL Sunrisers Hyderabad Virat Kohli RCB
Advertisment