Advertisment

IPL 2019: কেকেআরের হারে হাপুস কান্না চিয়ারলিডারের, ভাইরাল ভিডিওয় বাড়ছে মন খারাপ

IPL 2019: সম্পূর্ণ পেশাদারি ভিত্তিতে চিয়ারলিডারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির তরফে চুক্তি করা হলেও, কখনও কখনও পেশাদারিত্ব ছাপিয়ে কোথাও সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আত্মিক যোগাযোগ তৈরি হয়ে যায় তাঁদের।

author-image
IE Bangla Web Desk
New Update
KKR cheerleader breaks into tear after loss against Royals

দলের হার দেখে কাঁদছেন সেই চিয়ারলিডার (আইপিএল ওয়েবসাইট ও টুইটার)

কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের রূদ্ধশ্বাস ম্যাচে হেরে গিয়েছে দীনেশ কার্তিক ব্রিগেড। এই খবর পুরনো। সেই ম্যাচ হেরে প্লে অফে ওঠাও কার্যত শেষ নাইট বাহিনীর। এমন খবরও সকলের জানা। তবে ৪৮ ঘণ্টা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। সেই ভিডিও নাইট সমর্থককদের মন খারাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

Advertisment

কী সেই ভিডিও, সেই ভিডিওয় দেখা যাচ্ছে জোফ্রা আর্চার যখন কেকেআরকে 'ফিনিশ' করছেন, তখনই এক কেকেআর চিয়ারলিডার হাপুস নয়নে কাঁদছেন। সেই কান্নায় কোনও কৃত্রিমতা নেই। নিখাদ ভালবাসা থেকেই চোখ দিয়ে ঝরে পড়ছে জল। হাত দিয়ে রীতিমতো কান্না আটকানোর চেষ্টাও করছেন সেই চিয়ারলিডার। তবে পারছেন না। বাঁধ মানছে না চোখের জল।

আরও পড়ুন IPL 2019: কেকেআরের প্রত্য়াবর্তন ঘটবেই, ভরসা দিচ্ছেন মহারাজ

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি-রই নিজস্ব কিছু চিয়ারলিডার রয়েছে। অধিকাংশ চিয়ারলিডারই অবশ্য বিদেশি। ম্যাচের সময়ে সংশ্লিষ্ট দলের সুসময়েই রীতিমতো 'রঙিন' হয়ে ওঠেন তাঁরা। ক্রিকেটারদেরও উৎসাহ বাড়ান। গ্যালারিতে রামধনু তৈরি করেন সেই চিয়ারলিডাররা। সম্পূর্ণ পেশাদারি ভিত্তিতে চিয়ারলিডারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির তরফে চুক্তি করা হলেও, কখনও কখনও পেশাদারিত্ব ছাপিয়ে কোথাও সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আত্মিক যোগাযোগ তৈরি হয়ে যায় তাঁদের।

তাই প্রিয় দলের বিদায়ে কিংবা হারে, আম-সমর্থকের মতো কান্নায় ভেঙে পড়া মোটেও আশ্চর্যের কিছু নয়। কেকেআর ম্যাচে এই ভালবাসাই কান্না হয়ে যেন গাল বেয়ে ঝরে পড়েছিল জল।

এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। তার পরেই তা ভাইরাল। এমনিতেই অঙ্কের সূক্ষ্ম হিসেবে কেকেআরের প্লে অফে ওঠার সম্ভবনা এখনও থাকলেও, অতি বড় সমর্থকরাও বুঝে গিয়েছেন, এবারে আর হবে না! এমন সময়েই চিয়ারলিডারের সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে মন খারাপের আবহ যেন আরও বাড়িয়ে দিয়েছে।

IPL Rajasthan Royals KKR Kolkata Knight Riders
Advertisment