Advertisment

IPL 2019: কিংসদের বিরুদ্ধে ফিরছেন নাইট-তারকা, অশ্বিনদের বিরুদ্ধে কার্তিকের প্রধান অস্ত্র ইনি-ই

IPL 2019: মরণ বাঁচন ম্যাচে ফিরছেন কুলদীপ যাদব। অফ ফর্মের কারণে বাদ পড়তে হয়েছিলেন। অশ্বিনদের বিরুদ্ধে কী নিজের জাত চেনাতে পারবেন তারকা স্পিনার?

author-image
IE Bangla Web Desk
New Update
kkr

কলকাতা দলে আজ বেশ কিছু পরিবর্তন (আইপিএল ওয়েবসাইট)

জিততেই হবে। এমনই সমীকরণ মাথায় রেখেই কেকেআর কার্যত শুক্রবার খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এমনিতেই প্লে অফে যাওয়ার সুযোগ ক্ষীণ। তবে অঙ্কের হিসেবে সামান্য হলেও আশা বেঁচে রয়েছে নাইট রাইডার্সের। শুক্রবার অশ্বিনদের বিরুদ্ধে হারলেই সরকারিভাবে অভিযানে ফুলস্টপ পড়বে।

Advertisment

আরও পড়ুন

IPL 2019: বিদ্রোহী রাসেলের পালটা দিলেন কার্তিক, কেকেআরের গৃহযুদ্ধ আরও প্রকট

এমন মরণ-বাঁচন ম্যাচের আগেই কেকেআর বোলিং আক্রমণে একাধিক পরিবর্তন ঘটিয়ে কিংসদের মোকাবিলা করতে নামবে। সূত্রের খবর, হ্যারি গার্নি এবং কুলদীপ যাদবকে প্রথম একাদশে ফেরানো হচ্ছে।

এমনিতে, কেকেআর এবং কিংস ইলেভেন পাঞ্জাবের অবস্থা অনেকটা একই রকম। দুই দলই টুর্নামেন্টের প্রথমার্ধে ছিল কার্যত অপ্রতিরোধ্য। পরে কিংস ইলেভেন পাঞ্জাব টানা হারতে শুরু করে। কেকেআরকে আবার যেখানে মনে করা হচ্ছিল, খুব সহজেই প্লে অফে পৌঁছে যাবে, সেখান থেকেই পতন শুরু দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন দলের। টানা হাফডজন ম্যাচে হারের পরের কেকেআর শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে।

কেকেআর এবং কিংস ইলেভেন দুই দলই আপাতত ১২ ম্যাচ খেলার পরে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে কেকেআর। এমন পরিস্থিতিতেই মোহালির স্পিন-নির্ভর ট্র্যাকে স্পিনার বোঝাই করে কেকেআর নামতে চলেছে। মোহালিতে অশ্বিন, মুজিব উর রহমান বেশ সহায়তা পান। তাই তিন স্পিনার ছকে কুলদীপ, নারিন এবং পীযূষ চাওলাকে মারনাস্ত্র বানাতে চলেছে কেকেআর।

Kuldeep Yadav ফর্মে ফিরবেন কুলদীপ? (ফেসবুক)

বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া কুলদীপের আইপিএলে অফ ফর্ম রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে নির্বাচক থেকে সমর্থকদের। তবে কেকেআর কোচ জাক কালিস কিন্তু বলে দিচ্ছেন, "আইপিএলের প্রভাব কোনওভাবেই জাতীয় দলে হয়ে খেলাকে প্রভাবিত করবে না। কারণ, দুটো সম্পূর্ণ আলাদা ফর্ম্যাটের খেলা। ও বেশ কয়েকটি ম্যাচে খেলেনি। অনুশীলনে প্রচণ্ড পরিশ্রম করেছে। মনে হচ্ছে, ও পুনরায় নিজের ছন্দ খুঁজে পেয়েছে। বিশ্বকাপে কুলদীপ ভাল খেলবে বলেই আমার ধারণা।"

KKR Kings XI Punjab Kolkata Knight Riders KXIP Kuldeep Yadav IPL
Advertisment