বন্ধুত্ব হয়েছিল। বেশ গদগদভাবে দুই তারকার সান্নিধ্য উসকে দিয়েছে নতুন পার্টনারশিপেই জ্ল্পনা। তার মধ্যেই বিতর্কেও জড়াল শাহরুখের এই নয়া বন্ধুত্ব। চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরকে সমর্থন করতে গিয়েছিলেন বাজিগর। সেখানেই তাঁর গ্যালারির বন্ধুত্ব আপাতত সর্বভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে। শাহরুখ ও দক্ষিণী ব্লকবাস্টার ছবি মার্শাল-এর পরিচালক অ্যাটলি কুমারের ছবি ঘিরেই আসলে যত কাণ্ড চেন্নাইয়ে। প্রায় গোটা ম্যাচেই অ্যাটলির পাশে বসে খেলা দেখলেন শাহরুখ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল!
আরও পড়ুন IPL 2019: ‘কাপল গোলস’, দেখুন বিমানবন্দরে কী করলেন ধোনি-সাক্ষী!
কিং খানের ভক্তরা দক্ষিণী পরিচালকের সঙ্গে শাহরুখের সম্ভাব্য জুটি বাঁধা নিয়ে যেমন উল্লসিত, তেমনই নেতিবাচক কারণেও প্রচারমাধ্যমে চলে এসেছে শাহরুখ-অ্যাটলি সাক্ষাৎকারের ঘটনা। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই অ্যাটলির গায়ের বর্ণ নিয়ে ঠাট্টা-তামাশায় মেতেছেন। যা রীতিমতো নিন্দনীয়। অপেক্ষাকৃত ফর্সা শাহরুখের সঙ্গে পাশাপাশি বসাতেই নাকি অ্যাটলিকে আরও বিসদৃশ লেগেছে।
Either He is directing a movie or Remaking
Sitting next to #SRK is biggest success of his life ????
Give sometime or wait for #Atlee ????
He will be going vera level ???? (THE NAME IS @Atlee_dir ) ???????????? pic.twitter.com/Dfx93SpKij— VIJAY KARTHIK (@k99arthick) April 9, 2019
Myself being mostly dark, I feel bad for the trolls that #Atlee has to go through when he makes public appearances. #Priya should be proud that her hubby has reached a height that to sit besides #SRK is no less feat. pic.twitter.com/aDsAIm8OJ2
— ????Pravs???? (@filmsnut) April 9, 2019
একাধিক নিম্নরুচির মিম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে দক্ষিণী পরিচালকের সমর্থনে মুখ খুলেছেন অনেকেই। এক টুইটারেত্তি লিখেছেন, "যারা অ্যাটলির গায়ের বর্ণ নিয়ে তামাশা করছেন, তাদের বলছি নিজের কঠোর পরিশ্রমের জোরে শাহরুখের পাশে বসার যোগ্যতা অর্জন করুক দেখি!" প্রায় একই কথা বলেছেন অনেক সমর্থকই।
যাইহোক, শাহরুখ-অ্যাটলির সম্ভাব্য জোট বাঁধতেই পারেন, এমন সম্ভবনার কথা শুনিয়ে রাখছেন সিনে জগতের বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালা। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে সেই সম্ভবনা উসকে বলেছেন, "শাহরুখ ও অ্যাটলি অবশ্যই একসঙ্গে সিনেমা করছেন। এটা মার্শালের হিন্দি রিমেক হবে, নাকি নতুন কোনও স্ক্রিপ্ট সেটাই আপাতত দেখার।"
. @iamsrk and @Atlee_dir are certainly doing a Movie together..
Whether it's #Mersal Hindi remake or fresh script is to be decided..
— Ramesh Bala (@rameshlaus) April 9, 2019
শেষবার বড় পর্দায় শাহরুখকে দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের 'জিরো' সিনেমায়।
Please read the full article in English