রবিবাসরীয় ইডেন গার্ডেন্স সাক্ষী থেকেছে বিশ্বমানের ক্যাচের। ফাফ দু প্লেসিসের অনবদ্য ডাইভিং ক্যাচে ডাগআউটে ফিরতে হয়েছিলে কলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পাকে। কেকেআরের স্টার ব্যাটসম্যানও বুঝতে পারেননি প্রোটিয় ক্যাপ্টেন ওই ক্যাচ তালুবন্দি করতে পারবেন।
চেন্নাই এদনি টস হেরে ব্য়াট করতে নেমেছিল। ম্য়াচের এগারো নম্বর ওভারের চতুর্থ বলের ঘটনা। এই ওভারে ইমরান তাহিরকে বল তুলে দিয়েছিলেন ধোনি। এর দু'বল আগেই তাহির তুলে নিয়েছিলেন নিতীশ রানাও উইকেট। বলতে গেলে আগুনে ফর্মে ছিলেন তিনি। রানা ফিরতেই উথাপ্পা নেমেছিলেন পাঁচে। তাহিরের লেগ স্পিন তিনি বুঝতে পারেননি। প্রথম বলটাই তাঁর ব্যাটে খোঁচা লেগে সোজা ওপরে উঠে যায়। দু প্লেসিস ২০-২৫ গজ ছুটে এসে শুধু ডাইভই দেননি। ফুল স্ট্রেচ করে এই ম্যাজিকাল ক্য়াচটি নেন। বলের ঠিক নিচেই ফাফের হাতটি জমা হয়ে গিয়েছিল। সোশাল মেতেছে এই ক্যাচে। নেটিজেনরা এই ভিডিও শেয়ার করে ফাফের ভূয়সী প্রশংসা করছেন। শুধু ফাফই নন, এই টুর্নামেন্টে সিএসকে-র ক্যাচিং যেন কথা বলছে।
আরও পড়ুন: সতীর্থের সঙ্গে একই থালায় খাচ্ছেন ধোনি, দেখুন সুপারস্টারের ভাইরাল ভিডিও
ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে চলতি লিগে দু’বার চেন্নাই হারাল কলকাতাকে। টানা চার ম্যাচ জয়ের সুবাদে চেন্নাই পয়েন্ট টেবিলের মগডালেই রইল। কেকেআরের ১৬১ রানের জবাবে চেন্নাই ২ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্য়াচ জিতে নেয়।