New Update
IPL 2019 KKR vs RCB Highlights in Bengali: টানা চার নম্বর হারে কেকেআরের সান্ত্বনা রাসেল-রানার অতিমানবিক ব্যাটিং
KKR vs RCB 2019 Match Highlights: প্রথমে মঈন আলি-বিরাট কোহলিদের ব্যাটিং তাণ্ডব। তারপরে রাসেল-রানার ব্যাট হাতে অতিমানবিক ঝড়। সবমিলিয়ে ইডেনে শুক্রবারের ম্যাচ বোলারদের কাছে দুঃস্বপ্নের হয়ে থাকল। এই ব্য়াটিং সাইক্লোনের মধ্যেই শেষ হাসি হাসলেন কোহলিরা। ১০ রানে ম্যাচ জিতে।
Advertisment
ছক্কার পর ছক্কা! রাসেলের ব্যাট থেকে টানা বেরিয়ে এল একের পর এক ছয়। কার্যত হারা ম্য়াচকেও ক্যারিবিয়ান তারকা প্রায় জিতিয়ে দিচ্ছিলেন। তবে শেষমেশ হল না। ২১৩-র জবাবে ২০৩ রানেই থেমে যেতে হল কেকেআরকে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। কেকেআর তুলল ২০৩।
নীতিশ রানা ৪৩ বলে ৭৮ এবং আন্দ্রে রাসেল ১৬ বলে ৪১। জয়ের জন্য শেষ দু ওভারে প্রয়োজন ৪৩ রান। রাসেল-রানার ভেলকি কী ইডেনে ম্যাজিক তৈরি করতে পারবে!
নজর কাড়ছেন নীতিশ রানা। চাপের মুখে ৩৪ বলে ৫৭ রানে ব্যাট করছেন তিনি। ইডেন মাতাচ্ছেন রানা-রাসেল। দুজনের পার্টনারশিপে উঠল ২৬ বলে ৫৯
শেষ ৫ ওভারে কেকেআরের প্রয়োজন ৯৩ রান। জয়ের সম্ভবনা ক্ষীণ। তবে আন্দ্রে রাসেল নিজের মতো করে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চাহালের ওভারেই যেমন ছক্কার হ্য়াটট্রিক করলেন তিনি। দর্শক খুশ, তিনিও!
ক্রিজে এসেই ধামাকা শুরুর ইঙ্গিত দিলেন আন্দ্রে রাসেল। চাহালের বলে অফ স্ট্যাম্পের বল টেনে মিড অফ দিয়ে ছক্কার বার্তা একটাই- এসে গিয়েছেন বাহুবলী। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ৯৪-৪।
২০ বলে ৯ রান করে দর্শকদের উষ্মার কারণ হচ্ছিলেন। শেষ পর্যন্ত মার্কাস স্টোয়িনিসের বলে আউট উত্থাপ্পা। নামলেন রাসেল।
ক্লান্তিকর ক্রিকেট খেলছেন রবিন উত্থাপ্পা-নীতিশ রানার জুটি। একের পর এক ডট বল খেলছেন স্বেচ্ছায়। পাহাড় প্রমাণ টার্গেট। এমন অবস্থায় কী হার ভবিতব্য ধরে নিলেন উত্থাপ্পারা? কেকেআরের স্কোর ৯ ওভারে ৪৬
ব্যাট হাতে মাতিয়ে দিয়েছেন ইডেনের দর্শকদের। এবার ফিল্ডার হিসেবে কোহলি কুর্নিশ কুড়িয়ে নিলেন। অনবদ্য ক্যাচ নিয়ে শুবমান গিলকে আউট করলেন তিনি। ডেল স্টেইনের বলে কভারে খেলেছিলেন শুবমান। পিছনে বল ধাওয়া করে নিজের শরীর নিয়ন্ত্রণ করে যেভাবে ক্য়াচ ধরলেন, তা সত্যিই চোখ জুড়িয়ে দেয়।
নভদীপ সাইনি শর্ট পিচড বল নারিনের ব্য়াট ছুঁয়ে উইকেটকিপার পার্থিব প্যাটেলের গ্লাভসে জমা হল। আউট নারিন।
স্টেইনকে মারার দায়িত্ব নিলেন নারিন। এক ওভারে তিনটে বাউন্ডারি বেরোলো নারিনের ব্যাট থেকে।
প্রথম বলে মার্কাস স্টোয়িনিস ক্য়াচ ফেলে দিয়েছিলেন। তবে সেই সুযোগের সদ্ব্য়বহার করতে পারলেন না ক্রিস লিন। আরসিবির হয়ে ৯ বছর পরে ক্রিকেট খেলতে এসে ভেলকি দেখালেন ডেল স্টেইন। ওভারের শেষ বলেই বিরাট কোহলির হাতে ক্য়াচ তুলে প্রস্থান লিনের।
কোহলি একসময় ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। বাকি ৫০ তুলতে কোহলির লাগল মাত্র ১৭ বল। শেষদিকে মার্কাস স্টোয়িনিসও ৮ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে সফল। কেকেআরের সামনে টার্গেট ২১৪ রান। রাসেল ঝড় কী আবার?
আরসিবির ঝড়ে ১৯ ওভারে স্কোরবোর্ডে ১৯৭।
প্রথমে শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করছিলেন। অন্যপ্রান্তের সতীর্থের আউট হওয়া হোক, ঝড়ের নীরব সাক্ষী থাকা। ইনিংসের শেষ দিকে এসে স্বমেজাজে কোহলি। চার-ছক্কার ফুলঝুরি তারকার ব্যাট থেকে। ১৮ ওভারে আরসিবি ১৭৮।
ঝড়, নাকি সাইক্লোন, নাকি টর্নেডো! মঈন আলি ইডেন মাতিয়ে দিচ্ছেন একাই। কোহলি অন্যপ্রান্তে স্রেফ দর্শক। কুলদীপ যাদবের এক ওভারে ইংল্যান্ডের তারকা তুললেন ২৭ রান! তিনটে বিশাল ওভার বাউন্ডারি এবং জোড়া বাউন্ডারি মঈনের ব্যাট থেকে। তবে ওভারের শেষ বলে তুলে মারতে গিয়েই আউট। তার আগে অবশ্য কেকেআরের যা ড্যামেজ করার তা করে ফেলেছেন নিজের ২৮ বলে ৬৬ রানের বিস্ফোরক ইনিংসে। ১৬ ওভার শেষে আরসিবি ১৪৯-৩।
৪০ বলে অর্ধশতরান করে ফেললেন কোহলি। শেষ পর্যন্ত কোহলি টিকে গেলে কেকেআরের ভাগ্যে কিন্তু শনি নাচছে।
৪০ বলে অর্ধশতরান করে ফেললেন কোহলি। শেষ পর্যন্ত কোহলি টিকে গেলে কেকেআরের ভাগ্যে কিন্তু শনি নাচছে।
ইডেনে চলছে মঈন-ঝড়। চার-ছক্কা হইহই ব্য়াপার। ১৯ বলে ৩৫ রান করে ফেলেছেন তিনি। স্কোরবোর্ডে রান তোলার গতিও একঝটকায় অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, অর্ধশতরান থেকে ১ রান দূরে কোহলি। ১৪ ওভারে আরসিবি ১১০। কোহলি-মঈনের পার্টনারশিপ ৩১ বলে ৫১।
১১ তম ওভারের শেষ বলে রাসেলের বল মঈন আলির ব্য়াটের কানা স্পর্শ করে উইকেটকিপার কার্তিকের কাছে পৌঁছয়। তবে আবেদন করা হয়নি। তাই প্রাপ্য উইকেট থেকে বঞ্চিত কেকেআর। ১২ ওভার শেষে আরসিবি ৮৮।
লড়ছেন কোহলি। চোট পাওয়া কোহলির তীব্রতম লড়াইয়ের সাক্ষী থেকেছে ইডেন। এবারও কোহলি-ক্ল্যাসিক। একা লড়ছেন তিনি।
ক্রমাগত চাপ বাড়াচ্ছিলেন রাসেল, কুলদীপ, গার্নিরা। ৮ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৫৮ রান। স্ট্রোক প্লে আটকে যেতেই মারার প্রচেষ্টা। এবং আউট। চাপের কাছেই কার্যত নতি স্বীকার করে আউট আকাশদীপ সিং। রাসেলের বলে।
সমর্থকদের আশঙ্কা উড়িয়ে সপ্তম ওভারেই রাসেলের হাতে বল। তিনি খরচ করলেন ৫ রান। আরসিবি ৭ ওভার শেষে ৪৭-১
নারিনের প্রথম শিকার পার্থিব প্যাটেল। ক্যারিবিয়ান স্পিনারকে ডিপ মিড উইকেট দিয়ে তুলে মারতে গিয়ে নীতিশ রানার হাতে ক্যাচ তুলে বিদায় পার্থিবের।
শুরুতেই ডিআরএস নষ্ট করল কেকেআর। সুনীল নারিনের বল বিরাট কোহলির প্যাডে লাগতেই আম্পায়ার নট আউট দিয়েছিলেন। ডিআরএস নেওয়ার পরে দেখা যায় বল স্ট্যাম্প থেকে প্রায় একগজ দূর থেকে বেরিয়ে যাচ্ছে। ২ ওভার শেষে আরসিবির বিনা উইকেটে ৭ রান।
কেকেআরের স্পিন ত্রয়ী- কুলদীপ যাদব, সুনীল নারিন এবং পীযূষ চাওলা চলতি মরশুমে বাঁ হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে একদমই সফল নন। ২৮.২ ওভারে তিন স্পিনার খরচ করেছেন ২৩০ রান। পকেটে পুরেছে মাত্র ৩ ব্যাটসম্যানকে।
রাসেল ফিট। আরসিবির মহড়া নিতে প্রস্তুত তিনি। তাঁকে ধরেই দল সাজিয়েছেন কার্তিক। তবে আরসিবির পক্ষে খারাপ খবর শারীরিক অসুস্থতার জন্য খেলতে পারছেন না এবি ডিভিলিয়ার্স। বদলে খেলছেন হেনরিখ ক্লাসেন। ডেল স্টেইন আরসিবি জার্সিতে খেলবেন দীর্ঘ ৯ বছর পরে।
কেকেআর- ক্রিস লিন, সুনীল নারিন, নীতিশ রানা, রবিন উত্থাপ্পা, দীনেশ কার্তিক, শুবমান গিল, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণণ, হ্যারি গার্নি
আরসিবি- পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, হেনরিখ ক্লাসেন, মঈন আলি, মার্কাস স্টোয়িনিস, আকাশদীপ নাথ, পবন নেগি, যুযবেন্দ্র চাহাল, ডেল স্টেইন, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের।
শেষবার মুখোমুখি দ্বৈরথে রাসেল একাই কেকেআরকে জিতিয়েছিলেন। নিশ্চিত হারের মুখ থেকে আন্দ্রে রাসেল ১৩ বলে ৪৮ করে যান। শেষ তিন ওভারে সবথেকে বেশি রান তাড়া করার রেকর্ড তৈরি হয়েছিল সেই ম্যাচে। সবই অবশ্য় আন্দ্রে রাসেলের সৌজন্যে।
রাসেল খেলবেন কিনা, তা নিয়ে ম্যাচের আগেও ধোঁয়াশা অব্যাহত। অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছেন, রাসেলকে ধরেই ম্যাচের পরিকল্পনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের শুরুর ঠিক আগে।