Advertisment

SRH vs RR 2019 Live Score: হায়দরাবাদের জিত ছিনিয়ে নিলেন রশিদ খান!

Sunrisers Hyderabad vs Rajasthan Royals IPL 2019 Live Score: 'মানকড়িং' খ্যাত ম্যাচে খেই হারিয়ে ফেলে রাজস্থান। এবং আজ হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে নতিস্বীকার করল অজিঙ্ক রাহানের টিম।

author-image
IE Bangla Web Desk
New Update
RR vs SRH Live Score, SRH vs RR Live Cricket Score

ঝোড়ো পঞ্চাশ ওয়ার্নারের

SRH vs RR IPL 2019 Match 8 Live Score: এই আইপিএল মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যা‌লস, দু'দলই যাত্রা শুরু করে হার দিয়ে। আজ হায়দরাবাদে সেই ছবিটা পাল্টে গেল। হায়দরাবাদের নামের পাশে বসল জয়ীর তকমা, ওদিকে রাজস্থান রয়্যা‌লস যোগ দিল 'দুই ম্যাচে দুই হার' নামক দলে, যে দলে রয়েছে রয়্যা‌ল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ এই সিজনে প্রথমবার মুখোমুখি হলেন দুই অস্ট্রেলীয় সতীর্থ স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার, কিন্তু রাহানে ও স্যামসনের কল্যাণে ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না স্মিথ। ওদিকে উল্কাবেগে ইনিংস শুরু করে দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে নিয়ে গেলেন ওয়ার্নার।

Advertisment

দুই দলকেই তাদের প্রথম ম্যাচে দেখে মনে হয়েছিল, জয় নিশ্চিত। অন্তত ম্যাচের ওপর বেশ ভালমত দখল রেখেছিল দুজনেই। কিন্তু সে সুবিধে হাতছাড়া করে দু-পক্ষই। সানরাইজার্স ইডেনে আন্দ্রে রাসেল ঝড়ে কুপোকাত হয়, আবার ওদিকে জস বাটলারের 'মানকড়িং' রান আউট-খ্যাত ম্যাচে রান তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে রাজস্থান। এবং আজ হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে নতিস্বীকার করল অজিঙ্ক রাহানের টিম।

IPL 2019 Live: SRH vs RR Live Score Updates

11.38 pm: জ্বলে উঠলেন ইউসুফ নন, রশিদ! বলেছিলাম ব্যাট হাতে ফেলনা নন! ১৯ তম ওভারের শেষ দুই বলে আর্চারকে ছক্কা এবং চার হাঁকিয়ে শেষ করে দিলেন খেলা! এক ওভার বাকি থাকতেই হায়দরাবাদের ইনিংস শেষ হলো ২০১ রানে, পাঁচ উইকেটে জিতল উইলিয়ামসনের টিম।

11.33 pm: ১২ বলে চাই ১২ রান, হাতে পাঁচ উইকেট। আর উইকেট না পড়লে আপনিই উঠে যাবে রান, কিন্তু মাথা ঠাণ্ডা রাখতে হবে দুই ব্যাটসম্যানকে।

11.25 pm: সোজা হিসেব, জিততে হলে ১৮ বলে দরকার ২০ রান। ক্রিজে ইউসুফ পাঠান, যিনি যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারেন, সঙ্গে রশিদ খান, যিনি বোলার হলেও ব্যাট হাতে একেবারে ফেলনা নন।

RR vs SRH Live Score, SRH vs RR Live Cricket Score আগ্রাসী শ্রেয়স গোপাল

11.22 pm: কিন্তু এখনও ফুরিয়ে যান নি ইউসুফ পাঠান! নেমেই বিশাল ছক্কা হাঁকালেন, তাও আবার আর্চারকে!

11.21 pm: প্রায় সঙ্গে সঙ্গেই আউট মনীশ পাণ্ডে! গোপালের একই ওভারে দুই উইকেট! স্কোর ১৬৯/৫, একেবারে অনায়াস জিতের মুখে আচমকাই নড়বড়ে হায়দরাবাদ

11.15 pm: আউট! বিজয় শঙ্কর! গোপালের বলে লং অনে ক্যাচ! আর একটা উইকেট পড়লেই রীতিমতো জমে যাবে ম্যাচ

11.12 pm: আর পাঁচ ওভার বাকি, প্রয়োজন ৩৫ রান। হয়ে যাওয়া উচিত হেসেখেলে, যদি না দিশা হারায় হায়দরাবাদ।

11.10 pm: নিজের প্রথম ওভারে খুব বেশি রান দেন নি জয়দেব উনাদকাট, কিন্তু দ্বিতীয় ওভারে কোনও মায়াদয়া দেখালেন না শঙ্কর এবং উইলিয়ামসন, ছক্কা এবং চার অব্যাহত। কিন্তু লিখতে লিখতেই উইলিয়ামসন আউট! ফিরে গেলেন পয়েন্টে ক্যাচ দিয়ে।

11.03 pm: কুলকার্নির ওভারে তেড়েফুঁড়ে উঠলেন শঙ্কর! প্রথম এবং চতুর্থ বলে হাঁকালেন বিশাল ছক্কা! ওভারে এলো ১৭ রান, ১৪ ওভারের শেষে ১৫৩/২

10.55 pm: দুই উইকেট খুইয়েও স্টোকসের ওভারে ১২ রান তুললেন উইলিয়ামসন এবং শঙ্কর, ১২ ওভারের শেষে স্কোর ১৩০/২, জিততে হলে চাই আট ওভারে ৬৮

RR vs SRH Live Score, SRH vs RR Live Cricket Score অধিনায়ক এবং সেনাপতি

10.48 pm: আউট! ড্রেসিং রুমে ফেরত ওপেনিং জুটি! গোপালের বলে বেয়ারস্টোর অসাধারণ ক্যাচ নিলেন কুলকার্নি। ক্রিজে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে বিজয় শঙ্কর।

10.45 pm: দশ ওভারে ৮৪ চাই, হাতে নয় উইকেট। অঘটন না ঘটলে হেসেখেলে জেতা উচিত হায়দরাবাদের।

10.43 pm: ওয়ার্নার-বেয়ারস্টো যা তাণ্ডব শুরু করেছেন , ম্যাচ কুড়ি ওভার অবধি গড়ালে হয়! বলতে বলতে আউট! স্টোকসকে হুক করতে গিয়ে ওয়ার্নার কট ফাইন লেগে। ৩৭ বলে ৬৯ করে ফিরছেন তিনি।


10.37 pm: ছক্কা মেরে দলকে ১০০ পার করিয়ে দিলেন বেয়ারস্টো! নয় ওভার শেষে ১০৪/০, রীতিমতো অসহায় দেখাচ্ছে রাজস্থানের বোলারদের।

10.35 pm: দুর্বার গতিতে এগোচ্ছেন ওয়ার্নার, ইতিমধ্যেই একটি চার, এবং ছক্কা! আবার চার! চোখের নিমেষে হায়দরাবাদ ১০০ ছুঁই ছুঁই, উইকেট না পেলে দুর্ভোগ আছে রাজস্থানের কপালে। আট ওভার শেষ, স্কোর ৯২/০

10.25 pm: যান্ত্রিক আর্চারও রেহাই পেলেন না এবার, একটা দুটো নয়, ১৫ রান দিলেন এই ওভারে! ওয়ার্নারের একটি চার, বেয়ারস্টোর দুটো। স্কোর ছয় ওভারের শেষে ৬৯/০

10.20 pm: আর্চারের সমস্ত পরিশ্রমের ওপর জল ঢেলে দিল স্টোকসের ওভার। প্রথম দু'বলে পরপর চার ওয়ার্নারের, চার নম্বর বলে ফের চার, যার ফলে তাঁর ব্যক্তিগত স্কোর দাঁড়াল ৪৫, দলের স্কোর ৫০/০। ওভারের শেষ বলে বেয়ারস্টোও ফাঁকতালে একখানা চার হাঁকালেন। পাঁচ ওভার শেষ, ৫৪/০

10.15 pm: স্বভাবসিদ্ধ মেশিনের মতো নিখুঁত লাইন বজায় রেখে চতুর্থ ওভার করলেন জফ্রা আর্চার। স্রেফ তিন রান, বেঁধে রাখলেন ওয়ার্নারকে। চার ওভারের পর স্কোর ৩৭/০

10.11 pm: তিন ওভার শেষ, এই ওভারেও ঠিক একটা চার মেরে এগারোর ওপর রান রেট বজায় রাখলেন ওয়ার্নার। আজ বিপজ্জনক দেখাচ্ছে তাঁকে।

10.05 pm: দ্বিতীয় ওভারেও সমান আগ্রাসী ওয়ার্নার, গৌতমকে দুটো চার মারলেন। বেয়ারস্টোর কাজ এখন স্রেফ সেনাপতিকে স্ট্রাইকে রাখা। দুই ওভার শেষে স্কোর ২৫/০

10.00 pm: দ্বিতীয় ইনিংস শুরু, নষ্ট করার মতো সময় নেই হায়দরাবাদের। বল হাতে ধবল কুলকার্নি, ব্যাটে ডেভিড ওয়ার্নার, এবং শুরুতেই মারমুখী তিনি। প্রথম বলে চার, চতুর্থ বলে ছক্কা, প্রথম ওভারের শেষে ১৪ রান।


9.46 pm: একটুও ধুমধাড়াক্কা আনতাবড়ি মার নয়, ক্রিকেটের ব্যাকরণ মেনেই দুরন্ত আগ্রাসনে সেঞ্চুরি, সে জন্যই আলাদা করে মনে রাখার এই ইনিংস। কুড়ি ওভারে রাজস্থান ১৯৮-২। নিজের শেষ দু'ওভারে বেধড়ক মার খেলেন ভুবনেশ্বর কুমার। এবং আজকের সেঞ্চুরির সৌজন্যে অরেঞ্জ ক্যাপ উঠে এল সনজু স্যামসনের মাথায়।

9.40 pm: সেঞ্চুরি! সনজু স্যামসন চার মেরে পৌঁছলেন তিন অঙ্কে! মাত্র ৫৪ বলে! এই আইপিএল-এর প্রথম সেঞ্চুরি। একটাই বিশেষণ প্রযোজ্য এই ইনিংসের জন্য। অসামান্য!

9.36 pm: আর এক ওভার বাকি, অনায়াসেই ১৮০ ছাড়াবে রাজস্থান, সনজু স্যামসন ব্যাটিং ৯৬, দলের স্কোর ১৭৭/২

9.33 pm: সেঞ্চুরি করতে ষোল চাই স্যামসনের, হবে? লিখতে লিখতেই ছক্কা! সনজু স্যামসন ব্যাটিং ৯১!


9.30 pm: ছক্কা! আঠারো নম্বর ওভারের প্রথম বলে স্যামসনের ছয়, পরের বলে চার! দু'বলে দশ এসেছে আপাতত। তৃতীয় বলেও চার! স্যামসনের খেলায় একটা অলস সৌন্দর্য আছে, চোখ জুড়িয়ে দেন যখন ফর্মে থাকেন। আজ যেমন। পাঁচ নম্বর বলেও চার। আহা, কী ব্যাটিং! সব ক্রিকেটীয় শট। শেষ বলেও চার! ওভারে এল ২৪, স্কোর ১৬৪-২

9.26 pm: ঘটনাবহুল সতেরো নম্বর ওভার। স্যামসনের ক্যাচ ফেললেন বেয়ারস্টো, মাত্র পাঁচ রান এল ওভারে। স্টোকসের ব্যাটেবলে হচ্ছে না, ১৭ ওভারে ১৪০-২। মোমেন্টাম হারাচ্ছে রাজস্থান, ১৭৫ হবে?

9.22 pm: ছক্কা! রাহানে ওড়ালেন নদিমকে, এবং স্যামসনের পালা আসতেই চার! এবং পঞ্চম বলে ফের ছয় মারতে গিয়ে রাহানে আউট! ক্যাচ লং অনে। ৪৯ বলে ৭০, ক্যাপ্টেন নিজের কাজটা করে দিয়েছেন। ১৬ ওভারে ১৩৫-২, ক্রিজে বেন স্টোকস।

RR vs SRH Live Score, SRH vs RR Live Cricket Score ছন্দে স্যামসন

9.15 pm: শেষ পাঁচ ওভারে কম করে পঞ্চাশ আসা উচিত, রাহানে-স্যামসন দুজনেই সেট, দুজনেরই হাফ সেঞ্চুরি হয়ে গেছে। এই অবস্থা থেকে একশো আশি না পেরোতে পারলে সেটা ব্যর্থতাই।

9.11 pm: সন্দীপ শর্মার ওভারেই এলো স্যামসনের পঞ্চাশ, ৩৪ বলে। ওদিকে ৪৬ বলে ৬৩ করে সম্পূর্ণ স্বভাববিরুদ্ধ ভাবে দাপিয়ে খেলছেন রাহানে।


9.04 pm: দেখতে দেখতে রাহানের ৫০, একদিক ধরে রেখেও, ৪০ বলে ৫১, ওদিকে হাফ সেঞ্চুরি হতে আর চার রান বাকি স্যামসনের। এই মুহূর্তে স্কোর ১২ ওভারে ১০৫/১

9.02 pm: শঙ্কর প্রথম ওভারে দিলেন ১৩ রান, রাহানের ছয় এবং স্যামসনের চার সমেত। ১২ ওভার শেষ, ১০১/১

9.00 pm: বিজয় শঙ্করের প্রথম ওভারেই তাঁকে তুলোধোনা করতে লেগে পড়লেন রাজস্থানের অধিনায়ক। প্রথম বলেই ছক্কা!

RR vs SRH Live Score, SRH vs RR Live Cricket Score মারমুখী রাহানে

8.55 pm: কাউলের ওভারের প্রথম বলেই চার স্যামসনের, ইতিমধ্যেই ২৫ বলে ৩৯ রান করে ফেলেছেন। পঞ্চম বলে ফের চার, বড় রানের প্ল্যাটফর্ম তৈরি রাজস্থানের, এগারো ওভার শেষে ৮৮/১

8.50 pm: দশম ওভারে রান এল এক ডজন, নদিমকে স্টেপ আউট করে সাইটস্ক্রিনের উপরে ফেললেন রাহানে। অর্ধেক ইনিংস শেষ, স্কোর ৭৫-১

8.44 pm: রাহানে-স্যামসন জুটি জমাট বাঁধছে, তবে রাহানে ২৭ বলে ২৪। এই স্ট্রাইক রেটে আইপিএল ব্যাটিং চলে না। গিয়ার পাল্টাতে হবে দ্রুত।

8.42 pm: ফের ছক্কা! ফের স্যামসন! কাউলের ওভারে স্লোয়ার বল অনায়াসে তুলে দিলেন ডিপ মিড উইকেটের ওপর দিয়ে, ফিল্ডারের ক্যাচ ধরার মরিয়া চেষ্টা সত্ত্বেও। পরের ওভারেই রশিদকে চার, নায়ক সেই স্যামসন, স্কোর নয় ওভারের শেষে ৬২/১

8.33 pm: ছক্কা!  হঠাৎ করেই শাহবাজ নদিমের ওভারে গতি বাড়ালেন স্যামসন, ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে যাকে বলে 'স্লগ সুইপ'। সাত ওভার শেষ, ৪৫/১

8.30 pm: প্রায় নিঃশব্দে কাটল সিদ্ধার্থ কাউলের প্রথম ওভার। মোট চার রান এলো, কিঞ্চিৎ উত্তেজনাও ছড়াল রাহানের মিড অনের দিকে মিসটাইম করা শট নিয়ে। কিন্তু শান্তভাবে শেষ হলো ওভার, ৩৫/১

8.25 pm: স্যামসন নেমেই রশিদকে চার মেরে শুরু করলেন। পরের ওভারে অনুপ্রাণিত হয়ে রাহানেও সন্দীপকে হাঁকালেন বাউন্ডারি। পাঁচ ওভার শেষ, রাজস্থানের স্কোর ৩১/১

RR vs SRH Live Score, SRH vs RR Live Cricket Score বাটলারকে আউট করার আনন্দ

8.18 pm: আউট! বাটলার আউট! রশিদ খানকে সুইপ করতে গিয়ে নিজের স্টাম্প অরক্ষিত ছেড়ে দিলেন তিনি। রশিদের মতো উইকেট-টু-উইকেট বোলারের বিরুদ্ধে যা একেবারেই করা যায় না।

8.15 pm: খাপ খুললেন বাটলার, ভুবনেশ্বরের চতুর্থ বলে চার। ওভারে এল সাত, তিন নম্বর শেষ, বোর্ডে ১৫।

8.10 pm: সন্দীপ শর্মার দ্বিতীয় ওভারে এল পাঁচ। দুই ওভারে আট, পাওয়ার প্লে-তে ভালই শুরু করল রাজস্থান।

8.05 pm: ভুবনেশ্বরের পরিচ্ছন্ন প্রথম ওভার, উঠল মাত্র তিন। বল হাতে এখন সন্দীপ শর্মা।

7.40 pm: আগের ম্যাচে অশ্বিন যাকে 'মানকড়িং' পদ্ধতিতে আউট করে বিতর্ক তুলেছেন ক্রিকেট দুনিয়ায়, সেই জস বাটলারের উপর আজও অনেকটাই নির্ভর করবে রাজস্থানের ব্যাটিং। নিজের শেষ সাতটি আইপিএল ইনিংসে ছয়টি হাঁফ সেঞ্চুরি করেছেন বাটলার, আছেন দুর্ধর্ষ ফর্মে।

7.35 pm: চোট সারিয়ে ফের সানরাইজার্সের অধিনায়কত্বে কেন উইলিয়ামসন। টস জিতলেন রাহানে, আগে ব্যাট করবে রাজস্থান রয়্যালস।

প্রতিটি বলের আপডেট এবং লাইভ ধারাভাষ্যের জন্য আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার খেলার লাইভে চোখ রাখতে পারেন। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হটস্টার, এয়ারটেল টিভি অ্যাপ ও জিও টিভি অ্যাপে সরাসরি লাইভ দেখতে পাবেন। এছাড়া, Star Sports 1, Star Sports 2, Star Sports 3, এবং Star Sports 1 টেলিভিশন চ্যানেলে দেখতে পারবেন রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা।

Rajasthan Royals Sunrisers Hyderabad IPL
Advertisment