সামনের মাসেই মহিলা ক্রিকেটারদের আইপিএল। তার আগেই ভারতীয় বোর্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের মধ্যে শুরু হয়ে গেল স্নায়ু যুদ্ধ। বিসিসিআই তো বলেই দিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড রীতিমতো ব্ল্যাকমেল করছে তাদের।
ঘটনা হচ্ছে, তিন দলের মহিলাদের আইপিএল শুরু হওয়ার কথা ৬ মে থেকে। চলবে ১১ মে পর্যন্ত। জয়পুরে শুরু হতে চলা এই টুর্নামেন্টেই তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার- মেগ ল্যানিং, এলসে পেরি এবং এলিজা হিলি-র অংশ নেওয়ার কথা। তবে তার আগেই তিন ক্রিকেটারকে আটকে দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা বেলিন্দা ক্লার্কের পাঠানো ইমেলে জানানো হয়েছে, তিন ক্রিকেটারকে আটকে দেওয়া আসলে 'চাপের খেলা' যাতে করে পুরুষ ক্রিকেটারদের ওডিআই সিরিজ স্থগিত রাখা নিশ্চিত করা যায়।
ভারত ও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের চুক্তির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারীতে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে এই সিরিজের জন্য চাপ বজায় রাখা হয়েছে। তবে এই সিরিজই খেলতে অনিচ্ছুক অস্ট্রেলিয়া।
বেলিন্দা ক্লার্ক আইপিএলের অপারেশনস টিমকে যে ইমেল পাঠিয়েছেন, সেখানে সাফ বার্তা দেওয়া হয়েছে, রাহুল জোহরি ও কেভিন রবার্টস-এর মধ্যে এফটিপি চুক্তি অনুযায়ী, ২০২০-র জানুয়ারীর শেষ দিকে যে সিরিজ খেলার কথা বলা হয়েছে, সেই সমস্যা মিটলেই মহিলা ক্রিকেটারদের ছাড়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এমন ইমেল পাঠানোর পরেই ক্ষিপ্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বেলিন্দার ইমেল থেকেই পরিষ্কার ওরা ব্ল্য়াক মেলিং স্ট্র্যাটেজি নিচ্ছে। মহিলা ক্রিকেটারদের রিলিজ করার বিষয়টি কীভাবে পুরুষদের সিরিজের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে! এফটিপি অনুযায়ী চুক্তি হয়েছিল এবং ওরা এখন সেই চুক্তি থেকে সরে আসতে চাইছে।
তিন অস্ট্রেলীয় ক্রিকেটারকে খেলানোর জন্য চলতি মাসের ৪ তারিখেই বিসিসিআইয়ের পক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে মেল পাঠানো হয়েছিল। তারপরেই ৫ তারিখে মেল-এর রিপ্লাই দেন বেলিন্দা ক্লার্ক। তারপরে বিসিসিআইয়ের অভিযোগ কোনও রকম যোগাযোগ করা হয়নি। মাঠের বাইরে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডের দ্বৈরথে শেষ হাসি কে হাসে, সেটাই আপাতত দেখার।