এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদেশের মন্ত্রী জানান, ভারত-পাকিস্তান সম্পর্কে সাম্প্রতিক অবনতির কথা মাথায় রেখেই সম্প্রচারে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানে সম্প্রচার করা হবে না এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বৃহস্পতিবার এই ঘোষনা করলেন সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরি। পাকিস্তানি সংবাদ চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চৌধুরি জানান, ভারত-পাকিস্তান সম্পর্কে সাম্প্রতিক অবনতির কথা মাথায় রেখেই এই সম্প্রচারে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
Advertisment
চৌধুরি আরও বলেন, "পিএসএল (পাকিস্তান সুপার লিগ) চলাকালীন পাকিস্তান ক্রিকেটের প্রতি যে আচরণ করেছে ভারতের সরকার এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা...এরপরও আইপিএল পাকিস্তানে দেখানো হবে, সেটা আমরা মেনে নিতে পারি না।"
ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের পুলওয়ামায় পাক সমর্থিত জঙ্গি সংগঠন জৈশ-এ-মহম্মদের হামলায় নিহত হন সিআরপিএফ-এর ৪০ জন জওয়ান। সেই ঘটনার প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয় ভারতে পিএসএল ২০১৯-এর সম্প্রচার। ওই টি২০ লিগ ভারতে সম্প্রচার করার স্বত্বাধিকারী সংস্থা আইএমজি-রিলায়েন্সও চুক্তি বাতিল করে দেয়।
এখানেই শেষ নয়। চলতি মাসের প্রথম দিকে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে আর্মি টুপি পরে মাঠে নামেন ভারতীয় দলের খেলোয়াড়রা। সেই প্রসঙ্গ টেনে এনে চৌধুরি বলেন, "আমরা চেষ্টা করেছিলাম যাতে ক্রিকেট এবং রাজনীতি আলাদা রাখা যায়, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলল আর্মি টুপি পরে। কোনো পদক্ষেপই নেওয়া হলো না।"
তিনি আরও বলেন যে পাকিস্তানের মতন "ক্রিকেট সুপারপাওয়ার" দেশে আইপিএলের সম্প্রচার না হওয়া মানে আইপিএলের বিপুল আর্থিক ক্ষতি। "আমার মতে, পাকিস্তানে আইপিএল না দেখানো হলে আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা সুপারপাওয়ার।"
আইপিএলের দ্বাদশ সিজন শুরু হতে চলেছে আগামী শনিবার, যেদিন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।