Advertisment

IPL 2019 playoffs schedule: কোয়ালিফায়ারে ফের 'এল-ক্লাসিকো', এলিমিনেটরে দিল্লি-হায়দরাবাদ

৪৪ দিনে ৫৬ ম্য়াচের পর শেষ হল আইপিএলের লিগ পর্ব। এবার শুরু প্লে-অফের খেলা। চলতি মরসুমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের খেতাবি লড়াইয়ে চূড়ান্ত চার দল-মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2019 – Final: Mumbai Indians vs Chennai Super Kings – CSK Predicted Playing XI

আজ দু'দলের কোন ১১ জন মাঠে নামতে পারেন? (ছবি-টুইটার)

৪৪ দিনে ৫৬ ম্য়াচের পর শেষ হল আইপিএলের লিগ পর্ব। এবার শুরু প্লে-অফের খেলা। চলতি মরসুমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের খেতাবি লড়াইয়ে চূড়ান্ত চার দল-মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই-চেন্নাই দু'জনেই তিনবার এই ট্রফি জিতেছে। তাদের পাখির চোখ চতুর্থ আইপিএল ট্রফিতে। অন্যদিকে সাত বছর পর ফের একবার আইপিএলের শেষ চারে এসেছে দিল্লি। অন্যদিকে ২০১৬ সালে আইপিএল জয়ী হায়দরাবাদ এই নিয়ে টানা চার মরসুম শেষ চারে উঠল।

Advertisment

এবারের লড়াই কিন্তু রীতিমতো কঠিন। কারণ মুম্বই-চেন্নাই-দিল্লি, এই তিন দলই ১৮ পয়েন্টে লিগ শেষ করেছে। শুধুমাত্র নেট রানরেটের নিরিখে তারা এগিয়ে-পিছিয়ে।

আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ থেকে যাবে ওয়ার্নারেরই, রাবাদা খোয়াতে পারেন পার্পল ক্যাপ

অন্যদিকে আইপিএলে ইতিহাস লিখেছে নিজামের শহর। ১২ বছরের টুর্নামেন্টে এর আগে কোনও টিম মাত্র ১২ পয়েন্ট নিয়ে প্রথম চারে যাওয়ার নজির গড়েনি। আর সেটাই করেছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম চারে জায়গা করে নিয়েছে এসআরএইচ। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লিগের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে হেরেছে। আর এই হারেই নেট রানরেটের বিচারে হায়দরাবাদ চলে গেল প্রথম চারে। ফলে এবার খেলা জমে যাবে।

IPL 2019 playoffs schedule: MI face MS Dhoni-led CSK in Qualifier 1; DC vs SRH in Eliminator আইপিএল পয়েন্ট টেবিল

এবার দেখে নেওয়া যাক প্লে-অফের সূচি:

৭ মে:  প্রথম কোয়ালিফায়ার- মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস,খেলা হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

৮ মে: এলিমিনেটর- দিল্লি ক্য়াপিটালস বনাম হায়দরাবাদ, খেলা হবে বিশাখাপত্তনমের এসিকে-ভিডিসিএ স্টেডিয়ামে।

১০ মে: দ্বিতীয় কোয়ালিফায়ারপ্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে এলিমিনেটরের জয়ী দলের। এই ম্য়াচও বিশাখাপত্তনমে।

১২ মে: ফাইনাল হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্লে-অফের প্রতিটি ম্যাচই রাত আটটা থেকে শুরু।

IPL Chennai Super Kings Mumbai Indians
Advertisment