দিল্লি ক্যাপিটালসে এবার তারার মেলা। ক্রিকেটারদের স্কোয়াডে নয়, বরং কোচিং স্টাফেই মহাতারকাদের ভিড়। সেই কিংবদন্তিদের সান্নিধ্যে দিল্লির পারফরম্যান্সও এবার নজরকাড়া। ঋষভ পন্থ, পৃথ্বী শ-দের মতো উঠতি তারকাদের নিজের হাতে গড়ে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পণ্টিং, মহম্মদ কাইফদের মতো প্রাক্তনীরা।
যাইহোক, মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি হেড কোচ রিকি পণ্টিং- কে ভাল, এমনই প্রশ্ন করা হয়েছিল পৃথ্বী শ-কে। মুরলী কার্তিক কমেন্ট্রি বক্সে থাকা মানেই 'বাউন্সার'! যাঁকে প্রশ্ন করছেন তাঁর উদ্দেশ্যে! প্রাক্তন স্পিনারই প্রশ্ন করেছিলেন পৃথ্বী শ-কে।
আরও পড়ুন IPL 2019: কেকেআরের হারে হাপুস কান্না চিয়ারলিডারের, ভাইরাল ভিডিওয় বাড়ছে মন খারাপ
চলতি টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর উদ্দেশ্যে প্রায় প্রতি ম্যাচেই ফিল্ডিংরত কোনও ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন স্টুডিওয় বসে থাকা বিশেষজ্ঞ, ধারাভাষ্যকাররা। তেমনই ফিল্ডিং করার সময়ে পৃথ্বীকে জিজ্ঞাসা করেছিলেন মুরলী কার্তিক। পাশাপাশি জানিয়েছিলেন, এমন প্রশ্ন হল অনেকটা কোনও শিশুকে জিজ্ঞাসা করার মতো যে কে ভাল বাবা নাকি মা! যাইহোক, এমন প্রশ্ন শুনে কোনওরকম ঘাবড়ে যাননি তরুণ তারকা। বরং বেশ পরিণতিবোধ দেখিয়েছেন তিনি।
প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য পৃথ্বী শ-কে কায়দা করে তৎক্ষণাৎ মাইকে বলতে শোনা গিয়েছে, তিনি প্রশ্নটা শুনতে পাচ্ছেন না! নেটওয়ার্কের কানেক্টিভিটি-র জন্যই হয়তো সমস্যা হচ্ছে। পৃথ্বী-র প্রত্যুত্তর শুনে অন্য ধারাভাষ্যকার সাইমন ডুল হেসে ফেলেন। সেই সঙ্গে ডুল বলে দেন, "যেভাবে কোনও ব্যাটসম্যান গুড লেংথের বল কিংবা চতুর্থ-পঞ্চম স্ট্যাম্পের বল ছেড়ে দেন, সেইভাবেই তরুণ ক্রিকেটার প্রশ্ন এড়িয়ে গেল।"
সরাসরি এই প্রশ্নের জবাব না দিলেও পৃথ্বী শ-কে অন্য একবার এই প্রশ্নেরই জবাবে বলতে শোনা গিয়েছিল, দু-জনকেই তিনি পছন্দ করেন। কারণ দু-জনেই ক্রিকেটের কিংবদন্তি।