প্লে অফে খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। দুরন্ত ফর্মে থাকা তারকা পেসার কাগিসো রাবাদাকে শেষ চারে পাবে না শ্রেয়স আইয়ারের দল। চোট পেয়ে ছিটকে গেলেন তিনি। পিঠের ব্যথায় বেশ কিছুদিন থেকেই সমস্যায় পড়েছিলেন তিনি। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তার আগেই তাঁর পিঠে স্ক্যানে সমস্যা ধরা পড়ে। তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন
সামনেই বিশ্বকাপ। এমন অবস্থায় রাবাদার চোট রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকেও। বিশ্বের এক নম্বর পেসার চলতি আইপিএলে দুর্ধর্ষ ছন্দে ছিলেন। কার্যত তারকাহীন দিল্লিকে প্লে অফে তোলার কৃতিত্ব অনেকাংশে প্রোটিয়াজ এই পেসারেরও। ১২ ম্য়াচে ২৫ উইকেট দখল করেছিলেন তিনি।
পেয়ে ছিটকে গেলেন রাবাদা (ফেসবুক)
দেশে ফেরার আগে তারকা পেসার বলে যান, "টুর্নামেন্টের এমন পর্যায়ে দিল্লি ক্যাপিটালসকে ছেড়ে যাওয়াটা বেশ কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এক মাসের মধ্যেই আবার বিশ্বকাপ। অনেকের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।"
কোচ রিকি পণ্টিং আবার রাবাদাকে ছাড়াই পারফর্ম করার বিষয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, "টুর্নামেন্টের এমন সিচ্যুয়েশনে রাবাদাকে ছেড়ে দেওয়া রীতিমতো দুর্ভাগ্যজনক। তবে আমার স্কোয়াডের বাকিদের উপরে পূর্ণ আস্থা রয়েছে আমার। দলের প্রত্যেকেই এমন অবস্থায় নিজেদের মেলে ধরবে বলেই বিশ্বাস আমার।"
চলতি আইপিএলে দক্ষিণ আফ্রিকানদের চোটের কবলে পড়া অবশ্য রাবাদার ক্ষেত্রেই প্রথম নয়। লুঙ্গি এনগিডি আইপিএল শুরুর আগেই ছিটকে গিয়েছেন। টুর্নামেন্টের মাঝপথে আবার আরসিবি-তে যোগ দিয়ে কয়েকটি ম্যাচে খেলেছিলেন ডেল স্টেইন। তিনিও কিছুদিন আগে চোটের কারণে দেশে ফিরে গিয়েছেন।