Advertisment

IPL 2019, CSK vs RCB Live Streaming: মাহি বনাম বিরাট, শেষ হাসি কার?

Chennai Super Kings vs Royal Challengers Bangalore Online Streaming: পরিসংখ্যান ধোনির টিমের পক্ষে। দুই দল এ যাবৎ বাইশবার মুখোমুখি হয়েছে আইপিএল-এ। চেন্নাই জিতেছে চোদ্দবার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IPL 2019 CSK vs RCB Live Streaming - When, Where to Watch: আর চব্বিশ ঘন্টার অপেক্ষা। আগামিকাল আইপিএল-এর দ্বাদশ সংস্করণের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ উর্দ্ধমুখী।

Advertisment

When and where to watch CSK vs RCB Live

খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে, এবং অনলাইন স্ট্রিমিং মারফত হটস্টার অ্যাপে। এছাড়াও আমাদের লাইভ ব্লগে চোখ রাখুন ম্যাচ শুরুর আধঘন্টা

তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই চাইবে প্রথম ম্যাচে ঘরের মাঠে আত্মবিশ্বাসী জয়। অন্যদিকে, তিনবার ফাইনালে উঠেও একবারও এ যাবৎ চ্যাম্পিয়ন না হতে পারা রয়্যাল চ্যালেঞ্জার্স চাইবে কাপ-খরা কাটিয়ে ওঠার অভিযান চেন্নাইকে হারিয়ে শুরু করতে। কালকের ম্যাচে কে হাসবেন শেষ হাসি?

আরও পড়ুন: IPL 2019: সিজনের শুরুতেই মন জয় করল ধোনির সুপার কিংস

পরিসংখ্যান সংশয়াতীত ভাবে ধোনির টিমের পক্ষে। কালকের ম্যাচে যুযুধান দুই দল এ যাবৎ বাইশবার মুখোমুখি হয়েছে আইপিএল-এ। চেন্নাই জিতেছে চোদ্দবার। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ছ'টা ম্যাচে একবারও জয়ের মুখ দেখেন নি কোহলিরা।

প্রতিবারের মতো এবারও তারকাখচিত টিম বেঙ্গালুরুর। কোহলি স্বয়ং, এক এবং অদ্বিতীয় এবি ডিভিলিয়ার্স, টিম সাউদি, মঈন আলি, স্টোইনিস, কুলটারনাইল প্রমুখ। দেশজ তারকাদের মধ্যে রয়েছেন পার্থিব প্যাটেল, উমেশ যাদব, চাহাল। তবে প্রতিবারই দুর্ধর্ষ ব্যাটিং লাইন-আপ থাকা সত্ত্বেও আসল সময়ে খেই হারিয়ে ফেলার ইতিহাস আছে বেঙ্গালুরুর।

তার চেয়েও গুরুত্বপূর্ণ, বোলিং দুর্বলতার জন্য প্রতি বছরই ভুগতে হয় কোহলিদের। বোলিং শক্তি বাড়াতে এবার দলে নেওয়া হয়েছে প্রতিশ্রুতিমান পেসার শিবম দুবেকে। তবে এই টিমে সবচেয়ে বড় চমক ষোল বছরের বাঙালি লেগ স্পিনার প্রয়াস রায়বর্মন। বিজয় হাজারে ট্রফিতে যাঁর পারফরম্যান্স দেখে দেড় কোটি টাকায় তাঁকে চুক্তিবদ্ধ করেছে চ্যালেঞ্জার্স। প্রয়াস কি এবার তুরুপের তাস হতে যাচ্ছেন কোহলির?

অন্যদিকে চেন্নাই, যারা বছরের পর বছর চোখ বন্ধ করে অভিজ্ঞতার উপর ভরসা করে আইপিএল ইতিহাসের সফলতম টিম। টিমের ভরকেন্দ্রটা প্রায় একই রেখে দিয়েছে চেন্নাই গত পাঁচ-সাত বছর ধরে। ধোনি তো আছেনই। আছেন হলুদ জার্সির পরিচিত মুখগুলোর প্রায় সবাই। সেই রায়না-জাদেজা-ওয়াটসন-ব্র্যাভো-ডুপ্লেসি-ইমরান তাহির। আছেন কেদার-রায়াডু-মোহিত-মুরলি বিজয়রা।

একদিকে টগবগে কোহলির নেতৃত্বে বেঙ্গালুরুর তারুণ্য, অন্যদিকে ধোনির বরফশীতল অধিনায়কত্বে অভিজ্ঞতার উদযাপন। শেষ হাসি কে হাসতে চলেছেন? কিং কোহলি? নাকি ক্যাপ্টেন কুল?

RCB Virat Kohli CSK MS DHONI IPL
Advertisment