New Update
IPL 2019 RCB vs KXIP Highlights in Bengali: এবি ঝড়ে হ্যাটট্রিক জয় কোহলিদের, এখনও বেঁচে প্লে অফ স্বপ্ন
RCB vs KXIP 2019 Match Highlights: এবি ঝড়, দোসর মার্কাস স্টোয়িনিস। দুজনের ১২১ রানের পার্টনারশিপে ভর করে কোহলিরা প্রথম ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তুলেছিল ২০২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮৫-র বেশি করতে পারেনি কিংস ইলেভেন।
Advertisment
১৭ রানে জিতল আরসিবি। টানা তিন ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল আরসিবি। এদিনের ম্যাচের সেরা এবি ডিভিলিয়ার্স।
প্রথম বলেই ছক্কা হাকিয়ে দুরন্ত শুরু করেছিলেন অশ্বিন। তবে উমেশ যাদবের দ্বিতীয় বলেও ওভার বাউন্ডারি মারতে গিয়ে আউট অশ্বিন। বাউন্ডারি লাইনের ধারে দুরন্ত ক্যাচ বিরাটের। তিন নম্বর বলে ভিলোজেন আবার পুল করতে গিয়ে পার্থিবের হাতে ক্যাচ তুলে দিলেন। শেষ তিন বলে কিংসদের প্রয়োজন ছিল ২১ রান। তবে ৩ রানের বেশি তুলতে পারেনি অশ্বিনরা। এর মধ্যে পঞ্চম বলে কোহলি ক্যাচও মিস করেন।
পাঞ্জাবকে জেতার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন নিকোলাস পুরান। তবে তরী পার করতে পারলেন না। ২৮ বলে ৪৬ রান করে বিদায় পুরানের। ফের দুরন্ত ক্যাচ ডিভিলিয়ার্সের। শেষ ওভারে জয়ের জন্য কিংসদের প্রয়োজন ২৭ রান। ক্রিজে অশ্বিন।
বিধ্বংসী পুরানের সঙ্গে যোগ্য সহায়তা করছিলেন মিলার। তবে নভদীপ সাইনির বলে ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ তুলে আউট মিলার। দুরন্ত ক্যাচে এবি ফেরালেন স্বদেশীয়কে।
বিধ্বংসী পুরানকে ফেরানোর সুযোগ নষ্ট করল আরসিবি। বাউন্ডারি লাইনের ধারে পুরানের ক্যাচ মিস করে দলকে বিপদে ফেলে দিলেন মার্কাস স্টোয়িনিস। শেষ ২ ওভারে জেতার জন্য ৩০ রান প্রয়োজন।
চিন্নাস্বামী এবি-স্টোয়িনিস ঝড় দেখেছিল ফার্স্ট হাফে! দ্বিতীয় হাফে ব্লকবাস্টার পুরান ঝড়। যে ক্যারিবিয়ানের উপরে কিংস বাহিনী নির্ভর করেছিল, সেই গেইল কিছু করতে পারেননি। লোকেশ রাহুল-মায়াঙ্ক আগারওয়ালের জুটি ভিত্তি গড়ে দিয়েছিল। তার উপরেই এবার রোলার-কোস্টার রাইড পুরান-মিলারের। ১৭ ওভার শেষে কিংস ১৬৮। পুরান ২৩ বলে ৪৩ রানে ব্যাট করছেন। মিলারও ২১ বলে ২১ করে যোগ্য সঙ্গত দিচ্ছেন। ১৮ বলে জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান।
একাই ঝলসে দিচ্ছেন নিকোলাস পুরান। ওয়াশিংটন সুন্দরের ওভারে তিন-তিনটে ছক্কা হাকালেন ২৩ বছরের উঠতি ক্যারিবিয়ান। ১৪ ওভার শেষে কিংস ইলেভেন ১৩৫-৩।
মায়াঙ্ক আগারওয়াল ফেরার পরে বেশিক্ষণ টিকলেন না লোকেশ রাহুলও। ৪৬ রান করে মঈন আলির বলে আউট তারকা ক্রিকেটার। মিলার কী পারবেন ফের একবার কিলার-মিলার হয়ে উঠতে?
লোকেশ রাহুলের সঙ্গে মায়াঙ্ক আগারওয়ালের পার্টনারশিপ জমে গিয়েছিল। তবে এবার আরসিবি-র হয়ে ব্রেক থ্রু এনে দিলেন মার্কাস স্টোয়িনিস। ২১ বলে ৩৫ করে চাহালের হাতে ক্যাচ তুলে বিদায় মায়াঙ্কের। লোকেশ রাহুল ব্যাট করছেন ৪২ রানে (২৬ বলে)। আরসিবি ১০ ওভারে ১০৫। ক্রিজে এলেন মিলার
ক্রিস গেইল আউট হয়ে গিয়েছেন। সামনে পাহাড়প্রমাণ টার্গেট। এমন অবস্থায় ময়াঙ্ক আগারওয়াল এবং লোকেশ রাহুল দলকে জয়ের স্বপ্নের দেখাচ্ছেন। হাফসেঞ্চুরি পার্টনারশিপ আগেই হয়ে গিয়েছিল। এবার দলগত স্কোরও ১০০ পেরিয়ে গেল। ৯ ওভারে ১ উইকেট হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ১০০ তুলে ফেলল।
২১ বলে ৩৬! শেষ পর্যন্ত টিকে থেকে মিরাকেল ঘটাতে পারবেন লোকেশ রাহুল?
গেইল আউট। আপাতত পাহাড় প্রমাণ রান তাড়া করার দায়িত্বে লোকেশ রাহুল। ১৮ বলে ৩২ রান করে ক্রিজে রয়েছেন তিনি। হাফডজন চার ও একটা ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি। ৬ ওভার শেষে কিংস ব্রিগেড ৬৮।
২০৩ রান তাড়া করতে নেমে নিজের মেজাজেই ইনিংস শুরু করেছিলেন ক্রিস গেইল। ৪টে বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারিতে চিন্নাস্বামী মাতাচ্ছিলেন ক্যারিবিয়ান তারকা। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না তারকা। ১০ বলে ২৩ রান করে বিদায় গেইল। উমেশ যাদবের শর্ট পিচ বলে মিড অন দিয়ে হাঁকাতে গিয়ে ডিভিলিয়ার্সের হাতেই ক্যাচ তুলে আউট তিনি।।
চিন্নাস্বামীতে ঝলসে উঠেছেন এবি। তারই পালটা হিসেবে ক্রিস গেইলের ব্য়াটে রানের সুনামি দেখা যেতে পারে। লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন ক্যারিবিয়ান সুপারস্টার। পুরনো দলের বিরুদ্ধে ৫ বলে ১২ রানের ব্যাট করছেন তিনি। কিংস ২৩, বিনা উইকেটে
চিন্নাস্বামীতে ঝড় উঠল। এবং সেই ঝড়ে ২০০ রানের গণ্ডি পেরিয়ে গেল আরসিবি। এবি ডিভিলিয়ার্সের পাশাপাশি ব্যাট হাতে ঝলসে উঠলেন মার্কাস স্টোয়িনিস। এবি ঝড় তুলে ৪৪ বলে ৮২ তুললেন। তাঁকে শেষদিকে যোগ্য সহায়তা করলেন মার্কাস স্টোয়িনিস। ৩৪ বলে ৪৬ করলেন তিনি। ২০ ওভারে আরসিবির স্কোর ২০২।
ছক্কায় ছক্কায় চিন্নাস্বামী মাতাচ্ছেন এবি ডিভিলিয়ার্স। বুড়ো হাড়ে কার্যত ভেলকি দক্ষিণ আফ্রিকান সুপারস্টারের। মহম্মদ সামিকে বিশাল ছক্কা হাকিয়ে এবি প্রমাণ করলেন তাঁর ব্যাটে এখনও মরচে পড়েনি। ৪২ বলে ৭৫ রানে ব্যাট করছেন এবি। ১৯ ওভারে আরসিবি ১৭৫
ক্রিজে এবি টিকে থাকলে চিন্তার কোনও কারণই নেই। সেটাই বুঝিয়ে দিচ্ছেন বহু যুদ্ধের ঘোড়া। তিনি ক্রিজে নামার পর একপ্রান্ত থেকে উইকেট হারাতে হচ্ছিল আরসিবি। সেখান থেকে শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করে এবি শেষের দিকে স্বমেজাজে। ৩৭ বলে ৫৭ রানে ব্যাট করছেন তিনি। ক্রিজে অন্যাপ্রান্তে রয়েছেন স্টোয়িনিস (২৯ বলে ২৬)। ১৮ ওভার শেষে আরসিবি ১৫৪।
খেলা ধরে নিয়েছেন এবি ডিভিলিয়ার্স ও মার্কাস স্টোয়িনিস। ধীরে ধীরে ২৭ রানের পার্টনারশিপ হয়ে গেল দুজনের। শেষ পর্যন্ত ডিভিলিয়ার্স থাকলে কিন্তু পাঞ্জাবের কপালে শনি নাচছে। ১৪ ওভার শেষে আরসিবি ১০৯-৪।
পার্থিবের ব্যাটে ঝড় তোলার পরে আরসিবি ভদ্রস্থ স্কোর তোলার আশা জাগিয়ে তুলেছিল। তবে পরপর উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে রয়্যালসরা। দুই অশ্বিন জোড়া উইকেট নেওয়ার পরে এবার দক্ষিণ আফ্রিকার পেসার ভিলেজোনের স্লোয়ারে ঠকে গিয়ে আউট আকাশদীপ নাথ। ৪ উইকেট হারিয়ে আরসিবি ১০ ওভার শেষে ৮৪।
মুরুগান অশ্বিনের পরে এবার সিনিয়র অশ্বিন। প্রথম ওভারে বল করতে এসেই ক্যাপ্টেন তুলে নিলেন মঈন আলিকে। পরপর উইকেট হারিয়ে হঠাৎই চাপে পড়ে গেল আরসিবি। ৮ ওভার শেষে কোহলিদের রান ৭৮-৩
মাতাচ্ছিলেন পার্থিব। ক্যাপ্টেন কোহলি আউট হয়ে গেলেও পার্থিব প্যাটেল রীতিমতো ছন্দে ব্যাট করছিলেন। মহম্মদ সামির এক ওভার থেকে পার্থিবের ব্যাট থেকে বেরিয়েছিল ১৮ রান। তবে ক্যাপ্টেন অশ্বিন এনেছিলেন মুরুগান অশ্বিন। তিনিই ব্রেক থ্রু এনে দিলেন ক্যাপ্টেনকে। পার্থিবকে ফিরিয়ে। ২৪ বলে ৪৩ করে প্যাভিলিয়নে পার্থিব।
এই নিয়ে চলতি টুর্নামেন্টে কোহলি সামির বলেই দুবার আউট হলেন।
মহম্মদ সামির শুরুর ওভারের প্রথম বলেই বেঁচে গিয়েছিলেন কোহলি। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলে আর ভাগ্য সহায় হল না। কভারে মনদীপ সিংয়ের হাতে ক্যাচ তুলে ১৩ রানে বিদায় ক্যাপ্টেনের। ক্রিজে ব্যাট করতে এলেন এবি ডিভিলিয়ার্স।
দ্বিতীয় ওভারেই বিরাট কোহলি আউট হয়ে যেতে পারতেন। মহম্মদ সামির ওভারের প্রথম বলেই শর্ট মিড উইকেটে লোপ্পা ক্যাচ তুলেছিলেন কোহলি। তবে তবে ক্যাচ ফেলে দেন ভিলজোয়েন। তারপরেই জোড়া বাউন্ডারি হাকিয়ে কোহলি নিজের বেঁচে যাওয়া সেলিব্রেট করেন। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ২ ওভার শেষে ২৭।
পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মঈন আলি, মার্কাস স্টোয়িনিস, আকাশদীপ নাথ, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, টিম সাউদি, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল
লোকেশ রাহুল, ক্রিস গেইল, ডেভিড মিলার, মায়াঙ্ক আগারওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন, অঙ্কিত রাজপুত, হার্ডাস ভিলোজোয়েন, মহম্মদ সামি
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন পঞ্জাবের।