Advertisment

IPL 2019: কোটলার পিচ নিয়ে ক্রুদ্ধ পণ্টিং, ব্যাটসম্যানদের প্রতি কড়া হওয়ার বার্তা প্রকাশ্যেই

হায়দ্রাবাদের বোলারদের সঙ্গে অবশ্য কোচ পন্টিং প্রশংসা করেছেন নিজের দলের বোলারদেরও। হাতে কম রানের পুঁজি নিয়েও যেভাবে দিল্লির বোলাররা ১৯ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যান, তাতেই মুগ্ধ তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ricky Ponting is not happy with Delhi team's batting against Sunrisers

নিজের হতাশা উগরে দিয়ে:ছেন পণ্টিং। (ছবি- টুইটার)

বৃহস্পতিবার ঘরের মাঠেই পাঁচ উইকেটে পরাস্ত হতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ডেভিড ওয়ার্নার ব্রিগেড চমকে দিয়েছে রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজিকে। তারপরেই পিচ নিয়ে ক্ষোভ উগরে দিলেন হেড কোচ রিকি পন্টিং। অস্ট্রেলীয় কোচের ধারণা ছিল, কোটলার পিচ রীতিমতো ব্যাটিং সহায়ক হবে। এবং স্ট্রোক প্লেয়ারদের খেলতে সুবিধা হবে। তবে ম্যাচে 'সারপ্রাইজড' হতে হয় তাঁকে। ম্যাচ শেষের পরে দিল্লির মহাতারকা কোচ জানাচ্ছেন, "উইকেট আমাদের চমকে দিয়েছে। ম্যাচের আগেও গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা হয়েছিল। উনি জানিয়েছিলেন, দিল্লিতে খেলা তিনটে ম্যাচের মধ্যে এটাই সম্ভবত সেরা উইকেট হতে চলেছে।"

Advertisment

আরও পড়ুন: DC vs SRH Highlights: সোজা ম্যাচ কঠিন করে জিতল সানরাইজার্স

এরপরেই নিজের হতাশা প্রকাশ করে পণ্টিং জানিয়েছেন, "এই ম্যাচের পিচই নিকৃষ্ট মানের ছিল। প্রত্যেকেই দেখেছেন পিচ কতটা মন্থর ছিল।" প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দিল্লি ১২৯ রানের বেশি তুলতে পারেনি। মন্থর পিচে স্ট্রোক খেলতে রীতিমতো সমস্যায় পড়ছিলেন দিল্লির ব্যাটসম্যানরা। স্লো পিচের পূর্ণ সদ্ব্যবহার করার জন্য পন্টিং অবশ্য কৃতিত্ব দিয়েছেন সানরাইজার্স বোলারদের।

বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক জানিয়েছেন, "সানরাইজার্সের ক্রিকেটারদের পক্ষে এটা আদর্শ উইকেট ছিল। এবং পরিস্থিতির পুরো ফায়দা তুলেছে ওদের বোলাররা। খুব দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বুদ্ধিদীপ্ত বোলিং করেছে। আমাদের কেবল ভাল সূচনার প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত, আমরা তা করতে পারি নি।" দলের ব্যাটসম্যানদের শট নির্বাচনও ব্যাটিং ব্যর্থতার জন্য দায়ী বলে মনে করছেন পন্টিং।

হায়দ্রাবাদ বোলারদের সঙ্গে অবশ্য কোচ পন্টিং প্রশংসা করেছেন নিজের দলের বোলারদেরও। হাতে কম রানের পুঁজি নিয়েও যেভাবে দলের বোলাররা ১৯ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গিয়েছেন তাতেই মুগ্ধ তিনি। তবে আগামী ম্যাচগুলোর জন্য তিনি দলে বেশ কিছু পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন।

Delhi Daredevils Sunrisers Hyderabad delhi
Advertisment